Sathi movie heroine: জিতের ‘সাথী’ হয়ে রাতারাতি স্টার, এখন টলিউড থেকে দূরে কেমন আছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী?

Sathi movie heroine: জিতের ‘সাথী’ হয়ে রাতারাতি স্টার, এখন টলিউড থেকে দূরে কেমন আছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী?
২১ বছর পেরিয়ে গিয়েছে জিতের ‘সাথী’-এর। তারপর বাংলা সিনেমাতে এত বড় ব্লকবাস্টার হিট আর একটিও হয়নি। এখন তো সিনেমা দুই সপ্তাহ চলেই হিট ঘোষণা করে দেওয়া হয়। আর সেখানে ‘সাথী’ মাসের পর মাস চলেছিল। সাউথের সিনেমা থেকে নকল হলেও বাংলা ছবির মর্যাদা এতটুকু নষ্ট হতে দেননি পরিচালক হরনাথ চক্রবর্তী। তাই তো সিনেমাটির সঙ্গে বাঙালি নিজেকে কানেক্ট করতে পারে। বাংলা সিনেমার মড়া বাজারে যেমন কিছুটা ঘুরে দাঁড়িয়ে ছিল, তেমনি দুই নতুন সুপারস্টার জন্ম নিয়েছিল। দুইজন অবাঙালি। জিত আর প্রিয়াঙ্কা। জিত এখন বাংলার ‘বস’। হিটের পর হিট দিয়ে নিজের স্থান মজবুত করেছেন। আর প্রিয়াঙ্কা ? তিনি এখন কোথায় ? ‘সাথী’র পর আর কেন তাঁকে সেভাবে দেখা গেল না ?

কোথায় আছেন প্রিয়াঙ্কা ?

‘সাথী’ সিনেমার পর প্রিয়াঙ্কা অগ্নিপরীক্ষা, গোলমাল, সঙ্গী, আমার প্রতিজ্ঞা-এর মতো কিছু সিনেমায় অভিনয় করে ছিলেন। কিন্তু সেগুলি আর কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তারপর বাংলা সিনেমা জগত থেকে ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেলেন। এখন প্রিয়াঙ্কার ৪৫ বছর বয়স। গ্লামার বিন্দুমাত্র কমেনি। তবে অনেকটাই বয়সে ভারিক্কী এসেছে। এই যা। দেখলে এখনও ‘সাথী’-এর সেই সোনালীকে চেনা যায়।
Sathi movie heroine: জিতের ‘সাথী’ হয়ে রাতারাতি স্টার, এখন টলিউড থেকে দূরে কেমন আছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী?

বাংলা সিনেমা ছাড়লেও বিনোদন জগত তিনি ছাড়েননি। সাউথের সিনেমাতে তিনি খুব সক্রিয়। একের পর এক সাউথের ছবিতে কাজ করে চলেছেন। আসলে প্রিয়াঙ্কা বিয়ে করেছেন বিয়ে করেছেন সাউথ স্টার উপেন্দ্র রাওকে। এখন অভিনয়ের পাশাপাশি এক ছেলে ও মেয়েকে নিয়ে ভরপুর সংসারী প্রিয়াঙ্কা। অভিনয়ে আসার আগে ১৯৯৬ সালে মিস ক্যালকাটা হয়েছিলেন প্রিয়াঙ্কা। তারপর বাসু চট্টোপাধ্যায়ের ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে অভিনয়ে হাতেখড়ি। নায়ক ছিলেন বাংলাদেশের ফিরদৌস।
Sathi movie heroine: জিতের ‘সাথী’ হয়ে রাতারাতি স্টার, এখন টলিউড থেকে দূরে কেমন আছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী?

এখন বাংলা সিনেমা থেকে দূরে থাকলেও কলকাতাকে ভোলেননি প্রিয়াঙ্কা। মাঝে মাঝেই তিলোত্তমায় আসেন। আর আসলেই অবশ্যই জিতের সঙ্গে দেখা করেন। পুরনো বন্ধুত্ব এখনো রয়ে গিয়েছে। কিছুদিন আগে দুজনের একটি ছবি ভাইরাল হয়েছিল।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.