Youtubetv star the bong guy: ইউটিউব থেকে স্বপ্নের বাড়ি, গাড়ি, বাংলার তারকা ইউটিউবার বং গাইয়ের রোজকার কত জানেন ?
২০১৬-১৭ সালে বাংলায় ইউটিউবার বলতে কেউ তেমন ছিলেন না। হিন্দিতে বা সর্ব ভারতীয় ক্ষেত্রে অনেক নাম ততদিনে তৈরি হয়ে গিয়েছে। সে রকম একটি সময়ে চাকরির চেষ্টা না করে ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখলেন একটি মফস্বলের ছেলে। দ্য বং গাই (the bong guy) নাম নিয়ে শুরু করে দিলেন চ্যানেল। প্রথম দিকে ভিউ তেমন আসত না। কেউ শেয়ার করত না ভিডিও। তবুও হিম্মত হারাননি। তারপর একদিন ম্যাজিক হল। পুরুলিয়ার গান নিয়ে একটি ভিডিও তাঁর রাতারাতি ভাইরাল (viral) হল। আর পিছন ফিরে দেখতে হয়নি। দ্য বং গাই হয়ে গেলেন বাংলার ইউটিউবারদের পথ প্রদর্শক। এখন সেই ইউটিউব থেকেই ফ্ল্যাট, দামী গাড়ি কিনেছেন দ্য বং গাই অর্থাৎ কিরণ দত্ত। অনেকের মনে প্রশ্ন থাকে, ইউটিউব (Youtubetv) থেকে মাসে কত আয় করেন কিরণ ? নিজেই তার উত্তর দিয়েছেন।
আজ থেকে পাঁচ বা ছয় বছর আগে ইউটিউবের এত রমরমা ছিল না। সেই সময়ে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে চাকরি না খুঁজে ইউটিউবকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়া সত্যি রিস্কের ছিল। কিন্তু সেই রিস্ক নিয়েছিলেন কিরণ। আজ তিনি বাংলার তারকা ইউটিউবার। প্রথম দিক এমনটা ছিল না। তবে ধীরে ধীরে জনপ্রিয়তা বেড়েছে। আর পাল্লা দিয়ে বেড়েছে সাবস্ক্রাইবারের সংখ্যা। দৈনন্দিন জীবনের ঘটনার পাশাপাশি এ কেমন সিনেমা নামের সিরিজ ভিডিও বানিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
বর্তমানে দুটি চ্যানেল আছে কিরণের। সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা কয়েক লক্ষ। এখন আর বেশি ভিডিও না বানালেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বাংলার সিনেমা তারকাদের পাশাপাশি মুম্বাইয়ের তারকা বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের সঙ্গে নিয়েও ভিডিও বানিয়েছেন। নিজে একটি সিনেমাতেও অভিনয় করেছেন। নাম ‘কলকাতা চলন্তিকা’। সিনেমা অবশ্য তেমন চলন্তিকা হয়নি। ইউটিউব তাঁকে অনেক কিছু দিয়েছে। দাদাগিরির মঞ্চে এসে সৌরভ গাঙ্গুলীর সামনে জানিয়েছিলেন, তিনি একজন ইঞ্জিনিয়ারের থেকে মাসে পাঁচগুণ বেশি রোজগার করেন। মোটামুটি হিসেব করলে মাসে ১০ লক্ষ !


No comments:
please do not enter any spam link in the comment box