Omg 2 and sensor board: আদিপুরুষের জের, অক্ষয়ের সিনেমা নিয়ে আরও কড়া সেন্সর বোর্ড, অন্ধকারে ও মাই গডের ভবিষ্যৎ

Omg 2 and sensor board: আদিপুরুষের জের, অক্ষয়ের সিনেমা নিয়ে আরও কড়া সেন্সর বোর্ড, অন্ধকারে ও মাই গডের ভবিষ্যৎ

আদিপুরুষ সিনেমাতে হনুমানের মুখে অশালীন সংলাপ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। প্রশ্ন ওঠে, সব জেনে-দেখেও কীভাবে এটা ছাড়ল সেন্সর বোর্ড ? তাই ফের যাতে পরিস্থিতি খারাপ না হয়, তাই আগে থাকতে ব্যবস্থা নিল সেন্সর বোর্ডের কর্তারা। আগামী মাসে মুক্তি পাবে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠীর Omg 2। সিনেমাটি নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। টিজার রিলিজ হওয়ার পর দেখা গিয়েছে, ভগবান শিবরূপে এসেছেন অক্ষয় কুমার। ধর্মীয় আবেগ নিয়ে সিনেমা। সেখানে দৃশ্য থেকে সংলাপ এবার খুঁটিয়ে দেখতে চাইছে সেন্সর বোর্ড। আগামী মাসে রিলিজ হলেও এখনই সিনেমাটিকে ছাড়পত্র দিতে নারাজ কর্তাব্যক্তিরা। ভালো করে দেখতে সিনেমাটি রিভিউ কমিটির কাছে পাঠানো হয়েছে। ভবিষ্যেতে বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ।

Omg 2 and sensor board: আদিপুরুষের জের, অক্ষয়ের সিনেমা নিয়ে আরও কড়া সেন্সর বোর্ড, অন্ধকারে ও মাই গডের ভবিষ্যৎ

২০১২ সালে রিলিজ হয় ও মাই গড (OMG)। নাস্তিক পরেশ রাওয়ালকে সাহায্য করতে মর্তে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভূমিকায় অভিনয় করেন অক্ষয় কুমার। সিনেমাটি সেই বছরের ব্লক বাস্টার হিট ছিল। ১০ বছর পর ফের ও মাই গড-২ নিয়ে আসলেন পরিচালক অমৃত রাই। এই সিনেমাতে শিবরূপে দেখা যাবে অক্ষয় কুমারকে। পাশাপাশি, শিবভক্ত চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। বিশেষ ভূমিকায় অরুণ গোভিল ও ইয়ামি গৌতমী। ১১ আগস্ট ছবিটি রিলিজ হওয়ার কথা। তার আগে সিনেমাটি সেন্সর বোর্ড সংশোধন কমিটি পাঠানোয় সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।

বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, OMG-2 তে কিছু দৃশ্য ও সংলাপে আপত্তি করার মতো বলে মনে করছেন সংশ্লিষ্ট কমিটি। আদিপুরুষ-এর মতো বিতর্ক এড়াতেই কড়া মনোভাব নিচ্ছেন তাঁরা। সিনেমার ট্রিজার রিলিজ হতেই অনেকে লিখেছেন, দেখবেন আমাদের হিন্দু ধর্মকে যেন ফের অপমান না করা হয়। কেউ লিখেছেন, এটা যেন আবার আদিপুরুষ-এর মতো না হয়। এর আগে অক্ষয় কুমারের রক্ষাবন্ধন, রামসেতু, সেলফি ও সম্রাট পৃথ্বীরাজ চৌহান বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই OMG-2 দিয়ে ফের ফিরতে চাইছেন অক্ষয় কুমার। কিন্তু সিনেমাটি CBFC-এর ঝুলে থাকায় অক্ষয়ের ভাগ্যও ঝুলে রইল। এখন ভগবান শিব ছাড়া আর কেউ রক্ষা করতে পারবেন না।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.