Bhojpuri actor arrested: সানিয়া মির্জাকে বিরক্ত করায় তিন দিনের জেল হয় এই নামী অভিনেতার

Bhojpuri actor arrested: সানিয়া মির্জাকে বিরক্ত করায় তিন দিনের জেল হয় এই নামী অভিনেতার

ভারতীয় টেনিসের অন্যতম সুন্দরী সানিয়া মির্জা। তাঁর ভক্ত শুধু এই দেশে নয়, ছড়িয়ে আছে দেশে-বিদেশে। সংসারও পেতেছেন দেশ ছাড়িয়ে বিদেশে। বিয়ে করেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে। মাত্র ছয় বছর বয়স থেকে টেনিস খেলছেন সানিয়া। বাবা ইমরান মির্জার হাত ধরে টেনিসে পদার্পণ। ছয় বার গ্ল্যান্ড স্লাম জিতেছেন। ২০১৫ সালে ভারতীয় টেনিস তারকা হিসেবে বিশ্বের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। সানিয়ার শুধু টেনিস দেখে নয়, তাঁর রূপের দিওয়ানও কম নেই। তাই তাঁকে নিয়ে গল্প, গান তৈরি হবে এআর নতুন কথা কী ? জানেন সানিয়া মির্জাকে বিরক্ত করায় জেলে যেতে হয়েছিল এক অভিনেতাকে ! চলুন জানি তিনি কে ?

Bhojpuri actor arrested: সানিয়া মির্জাকে বিরক্ত করায় তিন দিনের জেল হয় এই নামী অভিনেতার

কী ঘটনা ঘটেছিল ?

বিশ্বখ্যাত টেনিস তারকার জন্য জেলের ভাত খেতে হয়েছে ভোজপুরী সুপারস্টার খেসড়ি লাল যাদবকে। অনেক কষ্ট করে সিনেমার নায়ক হয়েছেন খেসড়ি। ভালো অভিনয়ের পাশাপাশি তিনি গানও গাইতে পারেন। ছোটবেলা খুব কষ্টের মধ্যে কেটেছে। খুব গরিব বাড়ির ছেলে তিনি। খুব কষ্ট করে সংসার চালাতেন তাঁর বাবা। গান ও সিনেমার জগতে নাম করার আগে খেসড়ি দুধ বিক্রি করতেন। সেই সঙ্গে লিট্টি চোখে নিয়ে বাজারে বসতেন। কথায় আছে, যার প্রতিভা আছে তাকে কেউ আটকে রাখতে পারে না। খেসড়িও ধীরে ধীরে গানের জগতে নাম করেন। তারপর ভোজপুরী সিনেমায় অভিনয়। সেখান আজ তিনি কোটি টাকার মালিক। বিরাট স্টার।
Bhojpuri actor arrested: সানিয়া মির্জাকে বিরক্ত করায় তিন দিনের জেল হয় এই নামী অভিনেতার

এইরকম তারকাকে জেলে যেতে হয়েছিল শুধুমাত্র একটি গানের জন্য। সানিয়া মির্জার বিয়ে তাঁর রূপ নিয়ে গান গেয়েছিলেন খেসড়ি লাল যাদব। সেই গান বেশ হিট হয়। গানটি শুনে সানিয়ার মনে হয়েছিল, তাঁর মানহানি হয়েছে। তিনি পুলিশের স্মরণাপন্ন হন। টেনিস তারকার মানহানির অপরাধে জেল হয় ভোজপুরী তারকার। তিনদিন জেলে কাটাতে হয়েছিল তাঁকে। পরে ক্ষমা চাইলে সানিয়া মির্জা মামলা তুলে নেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.