Fraud case against Tollywood actress: ৪০০ মানুষের কোটি কোটি টাকা লোপাট, ফের দুর্নীতির অভিযোগ এক টলিউড অভিনেত্রীর বিরুদ্ধে
বিগত এক বছর ধরে বিভিন্ন কেলেঙ্কারিতে নাম জড়াচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির নামীদামীদের। ইতিমধ্যেই ইডির দপ্তরে হাজিরা দিয়ে এসেছেন সায়নী ঘোষ থেকে বনি সেনগুপ্ত। এঁদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ। কারও বিরুদ্ধে কোটি টাকার ফ্ল্যাট কেনা, কেউ বা কয়েক লক্ষ দামের গাড়ি কেনার অভিযোগ জমা পড়েছে। এই সব দুর্নীতি নিয়ে মানুষ যখন হাঁপিয়ে উঠেছে, তখন আরও এক কেলেঙ্কারি সামনে এল। ফ্ল্যাট দেওয়ার নামে কয়েকশো মানুষের সঙ্গে প্রতারণা (Fraud)। আর সেই কাণ্ডে জড়িয়ে পড়েছেন তৃণমূলের সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan) । নুসরাতের বিরুদ্ধে কয়েকশো মানুষকে প্রতারণা করার অভিযোগ। ইতিমধ্যেই আদালতে মামলা ঠুকেছেন অভিযোগকারীরা। তাঁদের বক্তব্য, রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে অভিনেত্রীর সংস্থা লক্ষ লক্ষ টাকা নিয়েছে। আর সেই টাকায় অভিনেত্রী নুসরাত জাহান বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন।
মামলাকারীরা জানিয়েছেন, নুসরাত হলেন ওই অভিযুক্ত সংস্থার ডিরেক্টর। টাকা আত্মসাৎ করে পাম অ্যাভিনিউয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। বিজেপি অভিযোগকারীদের সঙ্গে নিয়ে ইডির দপ্তরে গিয়েছিল। তাদের দাবি, আদালতের সমন পেয়েও যাননি নুসরাত। পালটা নাকি অভিনেত্রী পুলিশকে দিয়ে চাপ সৃষ্টি করছেন মামলা তুলে নেওয়ার জন্য। অভিনেত্রী এই নিয়ে মুখ খোলেননি। তিনি নাকি শ্যুটিংয়ে বেজায় ব্যস্ত।
ঠিক কী অভিযোগ ?
প্রতারিতদের অভিযোগ, মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থার সঙ্গে কো-অপারেটিভে ফ্ল্যাট কেনার চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুসারে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে ওই সংস্থাকে দিয়েছিলেন ৪২৯ জন। তাঁদের প্রত্যেককে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিন বছরের মধ্যে রাজারহাটে হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে। সেই চুক্তি হয়েছিল ২০১৪ সালে। দশ বছর কেটে গেলেও এখনও ফ্ল্যাটের মুখ দেখতে পাননি তাঁরা। এই অভিযোগ নিয়ে তাঁরা গড়িয়াহাট থানায় গিয়েছিলেন। পুলিশ অভিযোগ নিলেও কোনও পদক্ষেপ করেনি। তাই বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন অভিযোগকারীরা। তাঁদের সরাসরি আঙুল অভিনেত্রী নুসরাত জাহানের দিকে।মামলাকারীরা জানিয়েছেন, নুসরাত হলেন ওই অভিযুক্ত সংস্থার ডিরেক্টর। টাকা আত্মসাৎ করে পাম অ্যাভিনিউয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী। বিজেপি অভিযোগকারীদের সঙ্গে নিয়ে ইডির দপ্তরে গিয়েছিল। তাদের দাবি, আদালতের সমন পেয়েও যাননি নুসরাত। পালটা নাকি অভিনেত্রী পুলিশকে দিয়ে চাপ সৃষ্টি করছেন মামলা তুলে নেওয়ার জন্য। অভিনেত্রী এই নিয়ে মুখ খোলেননি। তিনি নাকি শ্যুটিংয়ে বেজায় ব্যস্ত।
No comments:
please do not enter any spam link in the comment box