Tollywood gossip about Trina Saha: শ্যুটিং সেটে সোহিনীর সঙ্গে বিবাদের জেরে কেরিয়ারে লালবাতি, বড় মূল্য দিতে হচ্ছে তৃণা সাহাকে

Tollywood gossip about Trina Saha: শ্যুটিং সেটে সোহিনীর সঙ্গে বিবাদের জেরে কেরিয়ারে লালবাতি, বড় মূল্য দিতে হচ্ছে তৃণা সাহাকে
বিনোদন জগতে ইমেজ একটা বড় ব্যাপার। সেটা একবার খারাপ হলে বেজায় মুশকিল। যেমনটা ঘটছে অভিনেত্রী তৃণা সাহার ক্ষেত্রে। ‘মাতঙ্গী’ নামের ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে যত বিপত্তি। আর এক অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বিবাদে জড়ান তিনি। শ্যুটিং ইউনিট সোহিনীকে যা সুবিধা দিচ্ছে, তাঁকেও সমান মেক আপ ভ্যান থেকে আলাদা সব কিছু দিতে হবে। চিৎকার চেঁচামেচি শুরু করেন তৃণা। সোহিনী মুখে কিছু না বললেও শিল্পীদের হোয়াটস অ্যাপ গ্রুপে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘অনেক বছর ধরে কাজ করে যোগ্যতা অর্জন করেছি। তারপর এইসব পাচ্ছি। ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় সব কিছুর জন্য’। সোহিনীর এই পোস্টে মাথা ঘুরে যায় তৃণার। (gossip) তিনি দাবি করেন, সোহিনীকে ক্ষমা চাইতে হবে। নাহলে তিনি শ্যুটিং করবেন না। সেট থেকে বেড়িয়ে যান তিনি। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয় প্রযোজক সংস্থা ক্যামেলিয়া গ্রুপ। সরাসরি তৃণাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রীকে নিয়ে আসা হয়। পরে তৃণা ক্ষমা চাইলেও কোনও লাভ হয়নি।
Tollywood gossip about Trina Saha: শ্যুটিং সেটে সোহিনীর সঙ্গে বিবাদের জেরে কেরিয়ারে লালবাতি, বড় মূল্য দিতে হচ্ছে তৃণা সাহাকে

তৃণার বিপত্তি শুরু

এই ঘটনার পর থেকে তৃণা কেরিয়ারে ধীরে ধীরে গ্রহণ লাগতে শুরু করেছে। ছোট পর্দার জনপ্রিয় মুখ ছিলেন তৃণা। ছোট পর্দা ছেড়ে ওয়েব সিরিজ এবং সিনেমায় মন দিয়েছেন তিনি। কিছু দিন আগেই শেষ করেছেন অরিন্দম শীলের ‘ইস্কাবনের বিবি’ সিনেমার কাজ। রিয়েল লাইফ স্বামী নীল ভট্টাচার্যের সঙ্গে সৌম্যজিৎ আদকের একটি ছবিতে কাজ করবেন বলে খবর। পাশাপাশি, ‘গভীর জলের ফিস ২’ নিয়েও কথা শুরু হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রির খবর, তৃণা এই আচরণের জন্য অনেক পরিচালক ও প্রযোজক তাঁকে নিতে ভয় পাচ্ছেন। শোনা যায়, ‘গভীর জলের ফিস’ সিরিজের শ্যুটিংয়ের সময়ও নাকি নানা ধরনের বায়নাক্কা করতেন তৃণা।
Tollywood gossip about Trina Saha: শ্যুটিং সেটে সোহিনীর সঙ্গে বিবাদের জেরে কেরিয়ারে লালবাতি, বড় মূল্য দিতে হচ্ছে তৃণা সাহাকে

অনেকগুলি সিরিজ তৃণার হাতছাড়া হতে চলেছে। তাঁকে নেওয়ার আগে প্রযোজকরা দু’বার ভাবছেন। এক মেকআপ শিল্পী জানিয়েছেন, ‘তৃণার ব্যবহার এখন খুব খারাপ। ভীষণ অহংকার। কথা বললে ঠিকমতো উত্তর দেন না’। মাতঙ্গী সিরিজের অন্যতম প্রযোজক-অভিনেতা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, ‘কোনও বিষয় কারও খারাপ লাগতে পারে। মন খারাপ হতেই পারে। তাই বলে গোটা শ্যুটিং ইউনিট কেন ভুগবে ? উনি আমাদের বন্ধু। উনি পরে ক্ষমা চেয়েছেন। এমন সৎ সাহস খুব কম জনের থাকে। কিন্তু ক্ষমা চাইলেই কি সব ক্ষতিপূরণ হয়ে যায়’ ?

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.