উন্নতি করা ভালো। কিন্তু এক লাফে তাল গাছে উঠতে চাইলে ধপাস করে পড়তে হয়। ঠিক যেমনটা হয়েছে অভিনেতা রোহন ভট্টাচার্যের ক্ষেত্রে। সিনেমার হিরো (hero) হিসেবে শুরু করেছিলেন। কিন্তু চলেনি। তারপর সিরিয়াল ‘ভজ গোবিন্দ’ দিয়ে সিরিয়ালে যাত্রা শুরু করেন। সেখান থেকেই পরিচিতি। এখন একাধিক সিরিয়ালে অভিনয় করে ভালোই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিছুদিন আগে একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি, দেবের ‘বাঘাযতীন’ ছবিতেও তাঁকে দেখা যাবে। কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন রোহন। পরপর নানা ধরণের কাজ থেকে মাথা কিছুটা ঘুরে গিয়েছেন। একলাফে পারিশ্রমিক অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তিনি। যা দিতে রাজি নয় প্রযোজকরা।
জনপ্রিয়তা বাড়তেই পারিশ্রমিক বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন রোহন। জানা গিয়েছে, নতুন সিরিয়ালে অভিনয়ের জন্য রোহন প্রায় ৭ লক্ষ টাকা চেয়েছিলেন। এই অংক শুনে চোখ কপালে উঠেছে প্রোডাকশন হাউসের। একইসঙ্গে খুব বিরক্ত চ্যানেল কতৃপক্ষ। কোনও ভাবেই রোহনের আবদার মানতে রাজি নয় তারা। এই পরিস্থিতিতে রোহনকে বদলে সুস্মিত মুখোপাধ্যায়কে নেওয়া হবে বলে শোনা গিয়েছে।
কী ঘটনা ঘটেছে ?
শোনা যাচ্ছে, স্টার জলসায় বেশ কিছু নতুন সিরিয়াল আসতে চলেছে। যেখান স্নেহাশিষ দাশগুপ্তের ব্লুজ প্রোডাকশনের একটি সিরিয়ালে নায়ক হওয়ার কথা ছিল রোহনের। কিন্তু জি বাংলার ওই নায়ক আকাশ ছোঁয়া পারিশ্রমিক দাবি করেছেন। আর সেই কারণে সিরিয়াল থেকে তিনি বাদ পড়েছেন বলে খবর। এখন সিরিয়ালের নায়করা সিনেমার হিরোদের পারিশ্রমিকের অংকে টক্কর দিতে পারেন। অনেক অভিনেতা সিরিয়ালে অভিনয় করে মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা পেয়ে থাকেন। রোহনের পারিশ্রমিক ছিল মাসে ৩ লক্ষ টাকা। কিছুদিন আগে তিনি জি বাংলার ‘অপরাজিতা অপু’ সিরিয়ালে অভিনয় করতেন। এখন স্টার জলসার একটি রিয়ালিটি শোতে ‘ভাসান বাপি’ হিসেবে অভিনয় করছেন। টলিউড ও বলিউডে কাজ করেছেন।জনপ্রিয়তা বাড়তেই পারিশ্রমিক বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন রোহন। জানা গিয়েছে, নতুন সিরিয়ালে অভিনয়ের জন্য রোহন প্রায় ৭ লক্ষ টাকা চেয়েছিলেন। এই অংক শুনে চোখ কপালে উঠেছে প্রোডাকশন হাউসের। একইসঙ্গে খুব বিরক্ত চ্যানেল কতৃপক্ষ। কোনও ভাবেই রোহনের আবদার মানতে রাজি নয় তারা। এই পরিস্থিতিতে রোহনকে বদলে সুস্মিত মুখোপাধ্যায়কে নেওয়া হবে বলে শোনা গিয়েছে।
No comments:
please do not enter any spam link in the comment box