করণ জোহর তাঁর গুরু বা মেন্টর। করণের হাত ধরেই ২০১০ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ হয়েছিলেন। তারপর দীর্ঘ ১০ বছরে নিজের জাত চিনিয়েছেন। অভিনয়ের জোরে বলিউডে এক নম্বর নায়িকার আসন দখল করেছেন। শুধু বলিউড কেন ? তিনি এখন পৌঁছে গিয়েছেন হলিউডেও। এসবের পাশাপাশি তিনি একজন মা ও বধূ। তিনটি দায়িত্ব পালন করছেন সমানভাবে। রিলিজ হয়েছে ‘রকিওউর রানি কি প্রেম কাহিনী’। ইতিমধ্যেও দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে এই সিনেমা। তিনদিনে ৫০ কোটির ব্যবসা করে ফেলেছে। শ্যুটিং নিয়ে নানা কথা জানাতে গিয়ে কাপুর বধূ আলিয়া ভাটের একটি কীর্তি ফাঁস করেছেন করণ জোহর।
গত বছর ১৪ এপ্রিল অগ্নিসাক্ষী করে রণবীরের সঙ্গে সাত পাকে ঘোরেন আলিয়া। তার চারদিনের মাথায় স্বামীর প্রাক্তনী দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ফের ছাতনাতলায় বসেন। নেপথ্যে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। সিনেমাতে দেখানো হয়েছে রকি অর্থাৎ রণবীর সিংয়ের সঙ্গে প্রণয় বন্ধনে বাঁধা পড়ছেন রানি অর্থাৎ আলিয়া। সেই দৃশ্যের শ্যুটিং হয়েছিল আলিয়ার সত্যিকারের বিয়ের চারদিনের মধ্যে। নববধূ আলিয়া স্বামী রণবীর কাপুরের সঙ্গে সময় কাটানোর সময় পাননি। পরদিন তাঁকে শ্যুটিংয়ে ফিরতে হয়েছিল। বিয়ের চারদিনের মাথায় আবার বিয়ের শ্যুটিং। আলিয়ার হাতের মেহেন্দি তাঁর বিয়ের ছিল। শ্যুটিংয়ের জন্য আর মেহেন্দি পড়তে হয়নি। চেহারাতেও নববধূর গ্লামার ঠিকরে বের হচ্ছিল।
একই সপ্তাহে দু’বার বিয়ে
গত বছর এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া (marriage)। এর চার দিনের মধ্যেই রণবীরের সঙ্গে ফের ছাতনাতলায় বসেছিলেন। প্রথম বিয়ের মেহেন্দি হাতে তখনও তাজা। আর মেহেন্দি পরতে হয়নি। একই মেহেন্দিতে দু’বার বিয়ে। এখন মনে প্রশ্ন জাগতে পারে এমন আবার হয় নাকি ? কীভাবে কাকে বারবার বিয়ে করেছেন আলিয়া ? আসল ঘটনা জানিয়েছেন করণ জোহর।গত বছর ১৪ এপ্রিল অগ্নিসাক্ষী করে রণবীরের সঙ্গে সাত পাকে ঘোরেন আলিয়া। তার চারদিনের মাথায় স্বামীর প্রাক্তনী দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ফের ছাতনাতলায় বসেন। নেপথ্যে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। সিনেমাতে দেখানো হয়েছে রকি অর্থাৎ রণবীর সিংয়ের সঙ্গে প্রণয় বন্ধনে বাঁধা পড়ছেন রানি অর্থাৎ আলিয়া। সেই দৃশ্যের শ্যুটিং হয়েছিল আলিয়ার সত্যিকারের বিয়ের চারদিনের মধ্যে। নববধূ আলিয়া স্বামী রণবীর কাপুরের সঙ্গে সময় কাটানোর সময় পাননি। পরদিন তাঁকে শ্যুটিংয়ে ফিরতে হয়েছিল। বিয়ের চারদিনের মাথায় আবার বিয়ের শ্যুটিং। আলিয়ার হাতের মেহেন্দি তাঁর বিয়ের ছিল। শ্যুটিংয়ের জন্য আর মেহেন্দি পড়তে হয়নি। চেহারাতেও নববধূর গ্লামার ঠিকরে বের হচ্ছিল।
No comments:
please do not enter any spam link in the comment box