Kar kache koi moner kotha serial: মা-ছেলের ফুলশয্যা, শাশুড়ি-বউমার কুটকাচালি, সিরিয়াল নিয়ে মুখ খুললেন মানালি
স্টার জলসার ‘ধুলোকণা’ সিরিয়ালের পর এবার জি বাংলার পর্দায় মানালি দে। তাঁর ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner kotha) সিরিয়াল নিয়ে এখন চর্চা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের সমালোচনার সরব নেটিজেনরা। TRP তালিকায় প্রথম দশে জায়গা না পেলেও এই সিরিয়াল এখন স্লট টপার। সিরিয়ালে ছেলের ফুলশয্যার খাটে মায়ের শুয়ে থাকা, দিনরাত কূটকাচালি, বউমার উপর অত্যাচার ইত্যাদি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। অনেকে ধারাবাহিক বন্ধের দাবি করেছেন। আবার কেউ কেউ এই ঘটনাগুলির সঙ্গে বাস্তবে নিজেদের মিল খুঁজে পেয়েছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, ২০২৩ সালে দাঁড়িয়ে এই ধরণের সিরিয়াল কতটা বাস্তবসম্মত। সম্প্রতি সিরিয়াল নিয়ে প্রথমবার মুখ খুলেছেন শিমূল অর্থাৎ মানালি দে। কী বলেছেন তিনি ?
সিরিয়ালের গল্প নিয়ে মানালির সাফাই, ‘বাস্তবে এমন ঘটনা ঘটে। আমার জীবনে ঘটেনি মানে আর কারও জীবনে কিছু হয় না, এটা মেনে নেওয়া ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখতে পাবেন, অনেক মহিলা তাঁদের জীবনের নানা ঘটনা নিয়ে লিখছেন। ফুলশয্যা নিয়ে যা দেখানো হয়েছে, তার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন’। মানালি এমন একজন মহিলার কথা বলেছেন যিনি ১৮ বছর সংসার করার পর প্রকাশ্যে ফেসবুক লাইভ করে শ্বশুরবাড়ির অত্যাচার নিয়ে বলেছিলেন। অভিনেত্রীর বক্তব্য, ‘অনেকে বলেন কেন বেরিয়ে যান না। আসলে এমনটা হয় না। বহু মেয়ে অত্যাচার সহ্য করে মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করেন। মুখ বুজে থেকে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন। সবাই তো সাবলম্বী হন না। তাই চাইলেও বেরিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের সিরিয়াল সেইসব বাস্তব ঘটনা থেকেই অনুপ্রাণিত’।
সিরিয়ালের প্রোমোতে দেখানো হয়েছিল পাড়ার মেয়ে বউদের মধ্যে সদ্ভাব গড়ে ওঠে মানালি অর্থাৎ শিমূলের। কিন্তু সিরিয়াল শুরু হওয়ার পর সেই ট্রাকে গল্প এখনও এগোয়নি। বরং বেশি করে শাশুড়ি-বউমার মধ্যে কোন্দল দেখানো হচ্ছে। কেন মূল ট্রাকে গল্প যাচ্ছে না ? এই প্রসঙ্গে মানালি জানান, ‘গল্প আস্তে আস্তে মূল পথে ঢুকবে। সিরিয়াল শুরু হয়েছে বেশি দিন হয়নি। যাঁরা রোজ দেখেন তাঁরা বুঝতে পারবেন, গল্প মূল ট্রাকে ঢুকে পড়েছে। গল্প যত এগবে, তত সবাই দেখতে পাবে আসল গল্প’।
সিরিয়ালের গল্প নিয়ে মানালির সাফাই, ‘বাস্তবে এমন ঘটনা ঘটে। আমার জীবনে ঘটেনি মানে আর কারও জীবনে কিছু হয় না, এটা মেনে নেওয়া ঠিক নয়। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখতে পাবেন, অনেক মহিলা তাঁদের জীবনের নানা ঘটনা নিয়ে লিখছেন। ফুলশয্যা নিয়ে যা দেখানো হয়েছে, তার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন’। মানালি এমন একজন মহিলার কথা বলেছেন যিনি ১৮ বছর সংসার করার পর প্রকাশ্যে ফেসবুক লাইভ করে শ্বশুরবাড়ির অত্যাচার নিয়ে বলেছিলেন। অভিনেত্রীর বক্তব্য, ‘অনেকে বলেন কেন বেরিয়ে যান না। আসলে এমনটা হয় না। বহু মেয়ে অত্যাচার সহ্য করে মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করেন। মুখ বুজে থেকে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন। সবাই তো সাবলম্বী হন না। তাই চাইলেও বেরিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের সিরিয়াল সেইসব বাস্তব ঘটনা থেকেই অনুপ্রাণিত’।
সিরিয়ালের প্রোমোতে দেখানো হয়েছিল পাড়ার মেয়ে বউদের মধ্যে সদ্ভাব গড়ে ওঠে মানালি অর্থাৎ শিমূলের। কিন্তু সিরিয়াল শুরু হওয়ার পর সেই ট্রাকে গল্প এখনও এগোয়নি। বরং বেশি করে শাশুড়ি-বউমার মধ্যে কোন্দল দেখানো হচ্ছে। কেন মূল ট্রাকে গল্প যাচ্ছে না ? এই প্রসঙ্গে মানালি জানান, ‘গল্প আস্তে আস্তে মূল পথে ঢুকবে। সিরিয়াল শুরু হয়েছে বেশি দিন হয়নি। যাঁরা রোজ দেখেন তাঁরা বুঝতে পারবেন, গল্প মূল ট্রাকে ঢুকে পড়েছে। গল্প যত এগবে, তত সবাই দেখতে পাবে আসল গল্প’।
No comments:
please do not enter any spam link in the comment box