Bengali serial: দেখছে না দর্শক, তলানীতে TRP, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার চার সিরিয়াল

Bengali serial: দেখছে না দর্শক, তলানীতে TRP, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার চার সিরিয়াল
বছর দুই-তিন আগেও বাংলা সিরিয়াল এক বা দুই বছর টানা চলত। তখন সিরিয়ালের কনটেন্ট নিয়ে সবাই মাথা ঘামাত, TRP নিয়ে নয়। কিন্তু করোনা পরবর্তী সময়ে পরিস্থিতি বদলে গিয়েছে। এখন কোনও সিরিয়ালের (Bengali serial) আয়ু ছ’মাস হলেই তাকে অনেক বেশি ধরা হয়। কিন্তু কেন দর্শক দেখছে না ? এই নিয়ে বাংলা সিরিয়ালের মাথাদের গবেষণা করা প্রয়োজন। সিরিয়ালের টিআরপি বাড়াতে গল্পের গরু গাছে তোলা হচ্ছে। আর না হলে সেই এক বিষয়। বউমা-শাশুড়ি অথবা স্বামীর চারটি বিয়ে। এক মানুষের বারবার বিয়ে। যখন টিআরপি পড়ে যায়, তখন গল্পের ট্রাক পরিবর্তন করে বিয়ে নিয়ে আসা হয়। তাতে কিছুটা সুফল মেলে। প্রতিটি সিরিয়ালে এক বিষয়বস্তু দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তাই সিরিয়ালের দর্শক হুহু করে কমছে। আর তার ফল স্বরূপ রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে একাধিক সিরিয়াল। এবার সেই তালিকায় জি বাংলার চারটি ধারাবাহিক। একসঙ্গে এতগুলি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া সত্যি ধাক্কার। কোন কোন সিরিয়াল বন্ধ হচ্ছে ?
Bengali serial: দেখছে না দর্শক, তলানীতে TRP, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার চার সিরিয়াল

গৌরী এলোঃ কিছুদিন আগে পর্যন্ত জি বাংলার অন্যতম হিট ধারাবাহিক ছিল গৌরী এলো। মা কালীর অবতার গৌরীর বিভিন্ন কর্মকাণ্ড দেখতে দর্শক খুব পচ্ছন্দ করত। কিন্তু নতুন সিরিয়াল ‘ফুলকি’কে জায়গা করে দিতেই গৌরীকে স্থান ছাড়তে হয়। সন্ধ্যা ৬টার স্লটে দিয়ে দেওয়া হয়। আর তারপর থেকে সিরিয়ালের দর্শক সংখ্যা কমতে থাকে। অথচ, একসময় চ্যানেলের সেরা ধারাবাহিক ছিল গৌরী এলো। বেশ কয়েকবার বেঙ্গল টপারও হয়েছে। কিন্তু বিগত কিছু দিন ধরে গৌরী তার পথ হারিয়েছে। গল্প তেমন জমছে না। নতুনত্ব তেমন কিছু নেই। তাই শোনা যাচ্ছে, বন্ধের মুখে গৌরী এলো।
Bengali serial: দেখছে না দর্শক, তলানীতে TRP, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার চার সিরিয়াল

খেলনা বাড়িঃ গৌরীর মতো কপাল পুড়েছে খেলনা বাড়িরও। মিতুল, ইন্দ্র ও ছোট্ট গুগলিকে নিয়ে গল্প যতদিন এগিয়েছে, তত দিন সিরিয়াল ভালো স্থানে ছিল। কিন্তু গল্পের লিপ বাড়াতেই দর্শক কমতে থাকে। খেলনা বাড়ির স্থান পরিবর্তন করা হয়। তাতেও অবস্থার বিশেষ উন্নতি হয়নি। শোনা গিইয়েছে, খেলনা বাড়ি দ্রুত ভাঙতে চলছে।
Bengali serial: দেখছে না দর্শক, তলানীতে TRP, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার চার সিরিয়াল

ইচ্ছে পুতুলঃ শুরুর দিন থেকে ইচ্ছে পুতুল-এর টেলিভিশন রেটিং পয়েন্ট ভালো নয়। তার অন্যতম কারণ, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’-এর সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। তবুও চ্যানেল এই সিরিয়ালটি নিয়ে সিরিয়াস কিছু করেনি। তবে শোনা যাচ্ছে, নতুন সিরিয়াল এলে ‘ইচ্ছা পুতুল’ বন্ধ হবে।
Bengali serial: দেখছে না দর্শক, তলানীতে TRP, রাতারাতি বন্ধের মুখে জি বাংলার চার সিরিয়াল

মুকুটঃ ইচ্ছে পুতুল-এর মতোই ‘মুকুট’ প্রথম থেকেই স্লট লিডার হতে ব্যর্থ। টিআরপির সেরা দশে থাকা দূরের কথা প্রথম থেকেই পিছিয়ে এই ধারাবাহিক। তাই খুব তাড়াতাড়ি বিদায় ঘণ্টা বাজতে চলছে মুকুটের।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.