Bollywood hero Akshay Kumar first girlfriend: এক বাঙালি অভিনেত্রীর প্রেমে পড়ে বদলে ফেলেছিলেন নিজের নাম, জানেন অক্ষয়ের সেই প্রেমিকা কে ?
বলিউডের ( Bollywood) খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। রোমান্স, অ্যাকশন থেকে কমেডি প্রতিটি ক্ষেত্রে নিজের দক্ষতার ছাপ রেখেছেন। তিন খানের রাজত্বের মাঝে বহিরাগত হয়েও নিজের আলাদা সাম্রাজ্য স্থাপন করেছেন অক্ষয় কুমার। তবে অনেকেই হয়ত জানেন, অক্ষয় কুমার তাঁর প্রকৃত নাম নয়। আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। সিনেমায় আসার আগেই নিজের নাম বদলে ফেলেছিলেন। কিন্তু কেন ? এর পিছনে আছে এক রোম্যান্টিক কাহিনী।
সিনেমায় নায়িকা অনামিকা পালের মুখে ‘I love you Akshay’ শুনে রাজীব নাম পালটে অক্ষয় ভাটিয়া করেন তিনি। সেই সময় তিনি অক্ষয় ভাটিয়া নামের ভিজিটিং কার্ড ছাপিয়ে ফেলেছিলেন। বলিউড প্রযোজকদের কাছে নিজেকে অক্ষয় ভাটিয়া নামেই পরিচয় দিতেন। তবে অনামিকার সঙ্গে প্রেম বেশিদিন টেকেনি। তবে টিকে গিয়েছিল তাঁর অক্ষয় নাম। পরে পরিচালক প্রমোদ চক্রবর্তী পরামর্শ দেন, ভাটিয়া টাইটেল ছেঁটে ফেলতে হবে। বদলে রাখতে হবে কুমার। সেই কথা মতো অক্ষয় ভাটিয়া থেকে হয়ে ওঠেন অক্ষয় কুমার। আজকের হিরো অক্ষয় কুমার।
কেন পাল্টেছিলেন নিজের নাম ?
১৯৯১ সালে ‘সৌগন্ধ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অক্ষয় কুমারের। তার আগে ১৯৮৭ সালে ‘আজ’ নামের একটি ছবিতে খুব অল্প সময়ের জন্য অভিনয় করেছিলেন তিনি। চরিত্রটি ছিল ক্যারেটে মাস্টারের। ‘আজ’ ছবিতে নায়ক ছিলেন রাজেন্দ্র কুমারের ছেলে কুমার গৌরব। আর নায়িকা ছিলেন অনামিকা পাল। তখন অক্ষয় অর্থাৎ রাজীবের সঙ্গে অনামিকার প্রেম ছিল। অনামিকা ও কুমার গৌরবের এই ছবিতে নায়কের নাম ছিল অক্ষয়। সিনেমার ডিরেক্টর মহেশ ভাট। অন্য চরিত্রে ছিলেন স্মিতা পাতিল, রাজ বববর, রাজ কিরণ ইত্যাদি।সিনেমায় নায়িকা অনামিকা পালের মুখে ‘I love you Akshay’ শুনে রাজীব নাম পালটে অক্ষয় ভাটিয়া করেন তিনি। সেই সময় তিনি অক্ষয় ভাটিয়া নামের ভিজিটিং কার্ড ছাপিয়ে ফেলেছিলেন। বলিউড প্রযোজকদের কাছে নিজেকে অক্ষয় ভাটিয়া নামেই পরিচয় দিতেন। তবে অনামিকার সঙ্গে প্রেম বেশিদিন টেকেনি। তবে টিকে গিয়েছিল তাঁর অক্ষয় নাম। পরে পরিচালক প্রমোদ চক্রবর্তী পরামর্শ দেন, ভাটিয়া টাইটেল ছেঁটে ফেলতে হবে। বদলে রাখতে হবে কুমার। সেই কথা মতো অক্ষয় ভাটিয়া থেকে হয়ে ওঠেন অক্ষয় কুমার। আজকের হিরো অক্ষয় কুমার।
No comments:
please do not enter any spam link in the comment box