Bangla cinema actress Indrani Dutta: কাজ দেয় না ইন্ডাস্ট্রি, টলিউডের বিরুদ্ধে বিস্ফোরক এক সময়ের নায়িকা ইন্দ্রাণী দত্ত
বাংলা সিনেমা জগতে এক সময়ে বহু নায়ক-নায়িকার আগমন হয়েছিল, এখন তাঁদের টালিগঞ্জের ধারে কাছেও দেখা যায় না। ৯০-এর দশকের শুরুর দিকে দেবশ্রী, শতাব্দী, ঋতুপর্ণার পাশাপাশি আর এক সুন্দরী নায়িকা এসেছিলেন, তিনি ইন্দ্রানী দত্ত (actress Indrani Dutta)। প্রসেনজিৎ, চিরঞ্জীত থেকে তাপস পাল প্রায় প্রত্যেকের সঙ্গে তাঁকে কাজ করেছেন। কিন্তু কোনও এক অদৃশ্য কারণে সিনেমার পর্দা থেকে হারিয়ে গিয়েছেন ইন্দ্রানী দত্ত। এখন আর তাঁকে সিনেমায় সেভাবে দেখা যায় না। কিন্তু একটা সময় ছিল যখন তিনি চুটিয়ে বাংলা সিনেমা (Bangla cinema) করেছেন। ‘নিষ্পাপ আসামী’, ‘মিত্তির বাড়ির ছোটবউ’, ‘কেঁচো খুড়তে কেউটে’, ‘সেদিন চৈত্রমাস’, ‘পাপী’, ‘স্বপ্ন নিয়ে’ ইত্যাদি একাধিক সুপারহিট ছবির তিনি ছিলেন নায়িকা। তবে ৯০-এর দশকের পর থেকে হারিয়ে যেতে থাকেন তিনি। একসময় হাতে কাজ কমে যায়। বহু বছর পরে ২০১৫ সালে শিবপ্রসাদ ও নন্দিতার ‘বেলাশেষে’ সিনেমা দিয়ে কামব্যাক করেছিলেন। শেষ দেখা গিয়েছিল ‘বেলাশুরু’তে। ভালো অভিনয় করলেও ইন্দ্রাণী দত্ত হারিয়ে গেলেন।
একটি সাক্ষাৎকারে ইন্দ্রানী দত্ত জানান, আজও তিনি অভিনয়টাকে মিস করেন। হারিয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, আসলে সেই সময়ের অন্য নায়িকাদের থেকে তাঁর বিয়েন অনেক আগেই হয়ে গিয়েছিল। আর তখন ইন্ডাস্ট্রিতে বিবাহিত নায়িকার কদর ছিল না। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। এখন মা হওয়ার পরেও নায়িকা হচ্ছেন অনেকে। তখন তাড়াতাড়ি বিয়ে করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিলেন। বিয়ের পর কাজের প্রস্তাব কমে আসতে শুরু করে।
নায়িকা না হলেও কেন অন্য চরিত্র করেননি ? উত্তরে অভিনেত্রী ইন্দ্রানী দত্ত জানান, তাঁকে কেউ কাজ দিয়ে ডাকেনি। আর তাছাড়া তিনি কোনওদিন কারও কাছে কাজ চাইতে যেতে পারেননি। তাঁর কথায়, ‘আমাকে তো ইন্ডাস্ট্রির সবাই চেনেন। কারও কাছে গিয়ে আমাকে কাজ দিন, আমি বলতে পারি না। এর মধ্যে কোনও অন্যায় নেই। কিন্তু কেন জানি না আমার অস্বস্তি হয়’। নিজে কাজ না করলেও মেয়ে রাজনন্দিনী দত্ত অভিনয় শুরু করে দিয়েছেন।
কেন হারিয়ে গেলেন ?
‘বেলাশেষে’ সিনেমার পর জি বাংলার ‘জীবন সাথী’ সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছিল। অভিনয়ের পাশাপাশি একটি নাচের স্কুল চালান ইন্দ্রানী । ৯০-এর দশকের শেষের দিকে অভিনয় ছেড়ে নাচের দিকে বেশি মন দিয়েছিলেন তিনি। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে নাচ প্রদর্শন করেন ইন্দ্রানী ও তাঁর দল। করোনা কালে যখন বাইরে অনুষ্ঠান বন্ধ ছিল তখন ভিডিও ও অনলাইন ক্লাসের আয়োজন করেছিলেন বাড়ি বসেই। এখন আর কেন সুযোগ পান না, তা নিয়ে টলিউডের বিরুদ্ধে তাঁর একগুচ্ছ অভিযোগ। একসময় ইন্ডাস্ট্রির বড় অভিনেত্রী হওয়া সত্ত্বেও কাজের অভাবে হারিয়ে গেলেন। কিন্তু কেন ? পিছনে কারণগুলি কী ?একটি সাক্ষাৎকারে ইন্দ্রানী দত্ত জানান, আজও তিনি অভিনয়টাকে মিস করেন। হারিয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, আসলে সেই সময়ের অন্য নায়িকাদের থেকে তাঁর বিয়েন অনেক আগেই হয়ে গিয়েছিল। আর তখন ইন্ডাস্ট্রিতে বিবাহিত নায়িকার কদর ছিল না। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। এখন মা হওয়ার পরেও নায়িকা হচ্ছেন অনেকে। তখন তাড়াতাড়ি বিয়ে করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিলেন। বিয়ের পর কাজের প্রস্তাব কমে আসতে শুরু করে।
নায়িকা না হলেও কেন অন্য চরিত্র করেননি ? উত্তরে অভিনেত্রী ইন্দ্রানী দত্ত জানান, তাঁকে কেউ কাজ দিয়ে ডাকেনি। আর তাছাড়া তিনি কোনওদিন কারও কাছে কাজ চাইতে যেতে পারেননি। তাঁর কথায়, ‘আমাকে তো ইন্ডাস্ট্রির সবাই চেনেন। কারও কাছে গিয়ে আমাকে কাজ দিন, আমি বলতে পারি না। এর মধ্যে কোনও অন্যায় নেই। কিন্তু কেন জানি না আমার অস্বস্তি হয়’। নিজে কাজ না করলেও মেয়ে রাজনন্দিনী দত্ত অভিনয় শুরু করে দিয়েছেন।
No comments:
please do not enter any spam link in the comment box