Rachana Banerjee with Madan Mitra: মদন মিত্রের গোপন কথায় লজ্জায় লাল রচনা, মদন- রচনার মাখামাখি দেখে শোরগোল নেট পাড়ায়

Rachana Banerjee with Madan Mitra: মদন মিত্রের গোপন কথায় লজ্জায় লাল রচনা, মদন- রচনার মাখামাখি দেখে শোরগোল নেট পাড়ায়
বাস্তব জীবনে দুর্গাপুজো শেষ হয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় উৎসব সারা বছর লেগে আছে। ভাসানের পর মন যদি খারাপ হয়, তাহলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই খুশিতে ভরে ওঠে মন-মেজাজ। কারণ, দুর্গা পুজোর নানা ধরণের ছবি এখনও ঘুরছে সামাজিক মাধ্যমে। আর সেই সব ছবির মধ্যে একটি বা দুটি ভাইরাল হয়ে যায়। মদন মিত্র মানেই ভাইরাল বিতর্ক। একটি পুজোয় একসঙ্গে দেখা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্র ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে সঙ্গে সেই ছবি ধরা পড়েছে বিভিন্ন মোবাইলে। ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবি নিয়ে চলছে হাসি-ঠাট্টা-মস্করা।
Rachana Banerjee with Madan Mitra: মদন মিত্রের গোপন কথায় লজ্জায় লাল রচনা, মদন- রচনার মাখামাখি দেখে শোরগোল নেট পাড়ায়

এমনিতে বেশ কালারফুল মদন মিত্র। সুন্দরী মহিলা পরিবেষ্টিত হয়ে থাকতে তিনি বেশি ভালো বাসেন। কিছুদিন আগেই ‘ওহ লাভলি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। ভালো করেছেন না খারাপ তা নিয়ে চর্চা চলতে পারে। এখন থাক। পুজোতেও মদনদা কালারফুল থাকবেন না তাই কী হয় ? তাই পুজোর দিনেও তৃণমূল বিধায়ককে দেখা গেল মহিলাদের সঙ্গে। এর আগেও রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি ভাইরাল হয়েছিল। আবার হল।
Rachana Banerjee with Madan Mitra: মদন মিত্রের গোপন কথায় লজ্জায় লাল রচনা, মদন- রচনার মাখামাখি দেখে শোরগোল নেট পাড়ায়

একটি পুজোয় চোখে কালো চশমা আর কালো পোশাক পরে মহিলাদের মাঝে দাঁড়িয়ে আছেন মদন মিত্র। অনেক মহিলার মধ্যে আলাদা করে নজর কাড়ছেন রচনা। দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকার পড়নে লাল শাড়ি, গয়না আর মানানসই মেকআপ। ছবিতে দেখা যাচ্ছে, রচনার কানে কানে কিছু একটা বলছেন মদন দা। যা শুনে লাল হয়ে উঠছে অভিনেত্রীর মুখ। হাসি চেপে রাখতে পারছেন না। কী বলেছেন, তা অবশ্য শোনা যায়নি। আর এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.