Usha Uthup life story: চরম অর্থকষ্টে কেটেছে ছোটবেলা, ‘পনির কাকে বলে জানতাম না’, সাক্ষাৎকারে অকপট ঊষা উত্থুপ

Usha Uthup life story: চরম অর্থকষ্টে কেটেছে ছোটবেলা, ‘পনির কাকে বলে জানতাম না’, সাক্ষাৎকারে অকপট ঊষা উত্থুপ
বাংলা তথা ভারতীয় সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা ঊষা উত্থুপ (Usha Uthup)। খুব কম বয়সে গান শুরু করেছিলেন। সদ্য এই গায়িকা ৭৫ তম জন্মদিন পালন করলেন। এই উপলক্ষে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখান নিজের ছোটবেলা থেকে জীবনের নানা অধ্যায় তুলে ধরেছেন ঊষা উত্থুপ।

দক্ষিণ ভারতে জন্ম হলেও কলকাতাকে ভালোবেসে এখানেই থেকে গিয়েছেন। এই শহর তাঁকে অফুরন্ত ভালোবাসা দিয়েছে। এখান থেকেই বলিউডে একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি। সেই সব গান কালজয়ী হয়ে আছে। সাক্ষাৎকারে গায়িকা বলেন, এখন খুব সহজেই এক্সপোজার পাওয়া যায়। তাঁদের সময় ব্যাপারটা এমন ছিল না। একটু প্রচারের জন্য অনেকখানি খাটতে হত। একইসঙ্গে তিনি জানান, তাঁর ছোটবেলা খুব সাধারণ কেটেছে। ভালো খারাপের পার্থক্য বোঝার ক্ষমতা ছিল না। জীবনে আকাঙ্ক্ষা তেমন তৈরি হয়নি। সে সব বোঝার মতো বুদ্ধিও তখন ছিল না।
Usha Uthup life story: চরম অর্থকষ্টে কেটেছে ছোটবেলা, ‘পনির কাকে বলে জানতাম না’, সাক্ষাৎকারে অকপট ঊষা উত্থুপ

ওই সাক্ষাৎকারে গায়িকা আরও জানান, ছেলেবেলা খুব কষ্টে কেটেছে। বাবার আর্থিক ক্ষমতা ছিল না। তাই পনির কাকে বলে তা জানতাম না। গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর পনিরের সঙ্গে আলাপ হয়। এমনকি পনির কাটলেটও তিনি গায়িকা হওয়ার পর প্রথমবার খেয়েছিলেন। ঊষার কথায়, ছোটবেলায় পনির কাকে বলে তা জানা ছিল না। আমাদের বাড়িতে কোনওদিন আসত না। ক্রাফট চিজও আমাদের কাছে বিলাসিতা ছিল। মা মাঝে মধ্যে স্যান্ডউইচে মাখিয়ে দিতেন। গায়িকা হয়ে যখন বিভিন্ন ক্লাবে যাওয়া শুরু করলাম তখন পনির প্রথম দেখি। এমনকি পনির কাটলেট প্রথমবার কলকাতায় খেয়েছিলাম। তার আগে কোনওদিন চোখে দেখেনি। চেখে দেখা তো দূরের কথা। এতটাই আর্থিক কষ্ট ছিল বাড়িতে।
Usha Uthup life story: চরম অর্থকষ্টে কেটেছে ছোটবেলা, ‘পনির কাকে বলে জানতাম না’, সাক্ষাৎকারে অকপট ঊষা উত্থুপ

প্রসঙ্গত, গায়িকা হিসেবে বলিউডে একাধিক গান গেয়েছেন ঊষা উত্থুপ। ‘হরি ওম হরি’ থেকে ‘শান সে’ হয়ে ‘কোই ইহা নাচে নাচে’ পর্যন্ত। এহেন গায়িকার জীবন কতটা কষ্টে কেটেছে জানলে অবাক হতে হয়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.