Sudipa Chatterjee went to Eden Garden for world cup: অসুস্থ স্বামীকে ফেলে ইডেনে খেলা দেখতে ছুটলেন সুদীপা, ধুয়ে দিল নেটিজেনরা

Sudipa Chatterjee went to Eden Garden for world cup: অসুস্থ স্বামীকে ফেলে ইডেনে খেলা দেখতে ছুটলেন সুদীপা, ধুয়ে দিল নেটিজেনরা
গত রবিবার ইডেন গার্ডেনে বসেছিল ভারত বনাম সাউথ আফ্রিকার (IND VS SA) হাইভোল্টেজ ম্যাচের আসর। সেই খেলা দেখতে হাজির ছিলেন বাংলা সিনেমা জগতের একাধিক তারকা। যশ- নুসরত, নীল-তৃণা থেকে দেব। কে না ছিল ? এঁদের ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা ও তাঁর ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ও গিয়েছিল। সোশ্যাল সাইটে সেই ছবি ফলাও করে দেখিয়েছেন সুদীপা। আর যায় কোথা, ধেয়ে এসেছে কটাক্ষ। তার কারণ, ক’দিন আগেই অসুস্থ স্বামীর জন্য সোশ্যাল সাইটে প্রার্থনা করার অনুরোধ করছিলেন তিনি। আর ক’দিন যেতে না যেতেই ছেলেকে নিয়ে সোজা খেলা দেখতে চলে গেলেন সুদীপা।
Sudipa Chatterjee went to Eden Garden for world cup: অসুস্থ স্বামীকে ফেলে ইডেনে খেলা দেখতে ছুটলেন সুদীপা, ধুয়ে দিল নেটিজেনরা

অসুস্থ স্বামীকে হাসপাতালে ফেলে রেখে এইভাবে খেলা দেখতে যাওয়া মোটেই ভালোভাবে দেখেনি নেট নাগরিকরা। রীতিমতো কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। ছেলেকে নিয়ে তোলা একাধিক ছবি গতকাল রাতে ইনস্টাগ্রামে শেয়ার করছেন সুদীপা। সেখানে দেখা যাচ্ছে, ছেলেকে কোলে নিয়ে কোথাও বসে আছেন তিনি। আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন। কোথাও যশ- নুসরতের সঙ্গেও ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে।
Sudipa Chatterjee went to Eden Garden for world cup: অসুস্থ স্বামীকে ফেলে ইডেনে খেলা দেখতে ছুটলেন সুদীপা, ধুয়ে দিল নেটিজেনরা

সেই সব ছবিতে অনেকে কমেন্ট করেছেন, স্বামী অসুস্থ, এইসময় খেলা না দেখতে গেলে হত না ? আবার কেউ লিখেছেন, ব্যাপারটা ঠিক বোঝা গেল না। ক’দিন আগেই স্বামী অসুস্থ বলে কাঁদছিলেন। আর এখন দিব্যি খেলা দেখতে চলে গেলেন ? এইসব কটাক্ষের জবাব দিয়েছেন সুদীপা। তিনি লিখেছেন, ‘আদিদেব গত দেড় মাস ধরে হাসপাতাল আর স্কুল করেছে। দশমীর দিন ইডেনে ফ্ল্যাট লাইট দেখে বেচারা খেলা দেখার জেদ করে। তাই আমন্ত্রণ পেয়ে আর ঘরে বসে থাকিনি’। একই সঙ্গে CAB কে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, “সিএবির সভাপতি স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ না জানিয়ে পারছি না। এত সুন্দর আয়োজন করেছেন তিনি। আমার ছেলে বড় হয়ে গেল। বেবিস ডে আউট। খুব আনন্দ করেছে আদিদেব। আমার খুব ভালো লাগছে”।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.