Bangla cinema actress Anamika Saha: ‘চড় খেয়েছি, পায়ে পড়েছি’, বয়স হতেই সিনেমা পাড়া থেকে ব্রাত্য ‘বিন্দু মাসি’ অনামিকা সাহা, মুখ খুললেন অভিনেত্রী
মহিলারা সিনেমার ভিলেন হয়ে কতটা ভয়ঙ্কর হওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী অনামিকা সাহা। একটি -দুটি নয়, একাধিক হিট সিনেমায় তিনি খলনায়িকা হিসেবে অভিনয় করেছেন। আর সেই সব সিনেমা সুপারহিট। গ্রাম-বাংলায় তিনি ‘বিন্দু মাসি’ নামে আজও পরিচিত। ‘ঘাতক’ ছবিতে বিন্দু মাসি হয়ে পর্দা কাঁপিয়েছিলেন। বিন্দু মাসি এমন এক মহিলা যিনি নিজের হাতে খুব সহজেই মানুষ খুন করতে পারে। কিন্তু সে সব এখন অতীত। বাংলা সিনেমায় (Bangla cinema) এখন আর দেখা যায় না অনামিকা সাহাকে।
একটা সময় ছিল অনামিকা সাহা ছাড়া মহিলা ভিলেন হিসেবে অন্য কাউকে ভাবতেই পারতেন না সিনেমার পরিচালকরা। ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। একটা সময় এক চেটিয়া কাজ করে গেলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর সিনেমায় সুযোগ পান না তিনি। এখনকার পরিচালকরা তাঁকে আর ডাকেন না।
অনেকেই হয়ত জানেন না, অনামিকা সাহার প্রকৃত নাম ঊষা। সিনেমায় আসার পর নাম পাল্টে ছিলেন। তবে সব কিছু এত সহজে হয়নি। সিনেমায় নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেক লড়াই করতে হয়েছে। শ্বশুরবাড়ি সহজে মেনে নেয়নি। অনেক কথা শুনতে হয়েছে উঠতে বসতে। তবু লড়াই থামাননি তিনি। একটি সাক্ষাৎকারে অনামিকা সাহা জানিয়েছিলেন, বড় শিল্পীদের অভিনয় দেখার জন্য বিভিন্ন সিনেমার শ্যুটিং সেটে গিয়ে বসে থাকতেন। পরিচালকদের পায়ে পড়েছেন শ্যুটিং দেখার জন্য। বড় বড় শিল্পীদের কাজ দেখে শিখতে চেয়েছিলেন। একবার অভিনয়ে ভুল হওয়ায় অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায়ের কাছে চড়ও খেয়েছিলেন।
তবে হার কোনওদিন মানেননি। তুখোড় অভিনয়ের জোরে সিনেমা জগতে জায়গা করে নিতে পেরেছিলেন। হিন্দি সিনেমা থেকেও ডাক পেয়েছিলেন। কিন্তু কলকাতা ছেড়ে থাকতে পারবেন না, তাই ফিরে আসেন। এমন শিল্পী এখন আর জায়গা পান না। এখনকার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকলেও কোনওদিন ডাক আসে না। সিরিয়াল করছেন। কিছুদিন আগে ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে।
একটা সময় ছিল অনামিকা সাহা ছাড়া মহিলা ভিলেন হিসেবে অন্য কাউকে ভাবতেই পারতেন না সিনেমার পরিচালকরা। ২০০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। একটা সময় এক চেটিয়া কাজ করে গেলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর সিনেমায় সুযোগ পান না তিনি। এখনকার পরিচালকরা তাঁকে আর ডাকেন না।
অনেকেই হয়ত জানেন না, অনামিকা সাহার প্রকৃত নাম ঊষা। সিনেমায় আসার পর নাম পাল্টে ছিলেন। তবে সব কিছু এত সহজে হয়নি। সিনেমায় নিজেকে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে অনেক লড়াই করতে হয়েছে। শ্বশুরবাড়ি সহজে মেনে নেয়নি। অনেক কথা শুনতে হয়েছে উঠতে বসতে। তবু লড়াই থামাননি তিনি। একটি সাক্ষাৎকারে অনামিকা সাহা জানিয়েছিলেন, বড় শিল্পীদের অভিনয় দেখার জন্য বিভিন্ন সিনেমার শ্যুটিং সেটে গিয়ে বসে থাকতেন। পরিচালকদের পায়ে পড়েছেন শ্যুটিং দেখার জন্য। বড় বড় শিল্পীদের কাজ দেখে শিখতে চেয়েছিলেন। একবার অভিনয়ে ভুল হওয়ায় অভিনেতা জ্ঞানেশ মুখোপাধ্যায়ের কাছে চড়ও খেয়েছিলেন।
তবে হার কোনওদিন মানেননি। তুখোড় অভিনয়ের জোরে সিনেমা জগতে জায়গা করে নিতে পেরেছিলেন। হিন্দি সিনেমা থেকেও ডাক পেয়েছিলেন। কিন্তু কলকাতা ছেড়ে থাকতে পারবেন না, তাই ফিরে আসেন। এমন শিল্পী এখন আর জায়গা পান না। এখনকার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার ইচ্ছা থাকলেও কোনওদিন ডাক আসে না। সিরিয়াল করছেন। কিছুদিন আগে ‘এক্কা দোক্কা’ সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে।
No comments:
please do not enter any spam link in the comment box