Sourav das-Darshana Banik marriage: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস, পাত্রী টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী

Sourav das-Darshana Banik marriage: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস, পাত্রী টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী
অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই চারিদিকে বিয়ের ধুম শুরু হয়ে গিয়েছে। সানাই বাজছে টলি পাড়াতেও। কয়েকদিনের মধ্যে বেশ কয়েকজন তারকার বিয়ে হল। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী বিয়ে। যা নিয়ে এখনো উত্তাল সোশ্যাল মিডিয়া। এই বিয়ের পাশাপাশি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় জগতের বাইরে অন্য পেশার মানুষ বেছে নিচ্ছেন। তবে এই মাসের শেষে বিয়ে করতে চলেছেন আরো এক অভিনেতা অভিনেত্রী। তিনি সৌরভ দাস এবং দর্শনা বনিক। আগামী ১৫ই ডিসেম্বর অর্থাৎ অগ্রহায়ণ মাসের একেবারে শেষ লগ্নে বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি। ইতিমধ্যে বিয়ে কার্ড বিলি হয়ে গিয়েছে। তবে বিয়ের খবর গোপন না রাখলেও এতদিন ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গোপন রেখে যাচ্ছিল। শোনা যায়, 'অল্প হলেও সত্যি' সিনেমার শুটিং চলাকালীন সৌরভ ও দর্শনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আর সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় 'গোলমেলে গোল' ছবির শুটিংয়ে।
Sourav das-Darshana Banik marriage: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস, পাত্রী টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী

বিয়ে নিয়ে দর্শনা ভীষণভাবে এক্সাইটেড হলেও সৌরভ একেবারে চুপ। কেন তার এই নীরবতা? এ প্রসঙ্গে সৌরভ বলেন, একসময় আমাকে বিচ্ছিরিভাবে ট্রোল করা হয়েছিল যখন আমি বোনের সঙ্গে ছবি পোস্ট করেছিলাম। এখন আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাই পছন্দ করি। কেউ খারাপ বললেও যেমন জানতে পারি না। তেমনি কেউ ভালো বললেও বুঝতে পারি না। এখানেই চুপ থাকেনি সৌরভ। ট্রোলারদের উদ্দেশ্যে মুখ খুলেছেন তিনি। সৌরভ বলেছেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন রকে আড্ডা হতো। যেখানে মানুষ নিজের মনের কথা বলতে পারতো। বর্তমানে সবার হাতে সোশ্যাল মিডিয়া এসে যাওয়ায় বিনোদন জগতের মানুষকে নিয়ে বেশি কথা বলে। তবে আমি মনে করি না এই সবগুলিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। প্রতিবাদ করে মানুষের মুখ বন্ধ করা যায় না। তাই আমি এড়িয়ে চলার পছন্দ করি।
Sourav das-Darshana Banik marriage: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস, পাত্রী টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী

শুধু সৌরভ নয়, দর্শনাকেও বিয়ের আগে হতে হয়েছে কটাক্ষের শিকার। সৌরভ অতীতে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন করতেন। সেই প্রসঙ্গে টেনে এনে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দর্শনাকে পরামর্শ দিয়েছেন। তিনি যেন সৌরভকে বিয়ে না করেন। সৌরভকে 'ফালতু ছেলে' বলেও কটাক্ষ করেছেন অনেকে। যদি এসব কথার বেশি গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী। তিনি ব্যস্ত বিয়ের প্রস্তুতি নিয়ে। আইবুড়ো ভাত খাওয়ার সময় মুখের হাবভাব নিয়ে কটাক্ষ করা হয়েছে দর্শনাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, কি কি আয়োজন হয়েছে তা আমি জানতাম না। তাই অবাক হয়ে গিয়েছিলাম । এই সব নিয়ে আলোচনা করে সময় নষ্ট না করে নিজের কাজে মন দিন।
Sourav das-Darshana Banik marriage: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দাস, পাত্রী টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী

আগামী ১৫ই ডিসেম্বর সন্ধ্যায় পূর্ব কলকাতার একটি বিলাসবহুল হোটেলে সৌরভ ও দর্শনার বিয়ের আসর বসবে। সেখানে অভিনেত্রী রুপোর জরির কাজ করা লাল বেনারসিতে সাজবেন। আর সৌরভ পড়বেন তসরের ধুতি এবং জামদানি ও কাঁথা কাজের কুর্তা। রিসেপশনে গোলাপি বেনারসিতে সেজে উঠবেন দর্শনা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.