Three Bengali serial shooting: টাকার অভাবে ধুঁকছে প্রযোজনা সংস্থা, বন্ধের মুখে তিনটি ধারাবাহিক

Three Bengali serial shooting: টাকার অভাবে ধুঁকছে প্রযোজনা সংস্থা, বন্ধের মুখে তিনটি ধারাবাহিক
এতদিন টিআরপির অভাবে মেধা ধারাবাহিক বন্ধ হয়ে যেতে দেখেছে দর্শক। কিন্তু এই প্রথম টাকার অভাবে বন্ধ হয়ে যেতে বসেছে তিনটি ধারাবাহিক। এমনিতে জি বাংলা, স্টার জলসা, কলার্স বাংলা এবং সান বাংলা নিত্যনতুন ধারাবাহিক নিয়ে আসছে। কিন্তু টাকার অভাবে বন্ধ হয়ে যেতে বসেছে তিনটি মেগা সিরিয়াল।
Three Bengali serial shooting: টাকার অভাবে ধুঁকছে প্রযোজনা সংস্থা, বন্ধের মুখে তিনটি ধারাবাহিক

সূত্রের খবর, ক্রিস্টাল জেমস প্রযোজনা সংস্থার আর্থিক মন্দা দেখা দিয়েছে। রীতিমতো টাকার অভাবে ভুগছে এই সংস্থা। এইরকম অবস্থায় সিরিয়ালের শুটিং চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই সংস্থার আওতায় বর্তমানে জি বাংলা, কালার্স বাংলা এবং সান বাংলাতে বেশ কিছু ধারাবাহিক চলছে। অশনি সংকেত দেখা দিয়েছে এসব ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে।
Three Bengali serial shooting: টাকার অভাবে ধুঁকছে প্রযোজনা সংস্থা, বন্ধের মুখে তিনটি ধারাবাহিক

শুধু তাই নয় স্টার জলসাতে এই সংস্থার তরফে একটি নতুন সিরিয়াল আসার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে তাতেও সমস্যা দেখা দিয়েছে। তবে যে তিনটি সিরিয়ালের সম্প্রচার চলছে তাদের ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা দেখা যাচ্ছে। এই তিনটি ধারাবাহিক হলো মিলি, টুম্পা অটোওয়ালি এবং দ্বিতীয় বসন্ত। এই তিন ধারাবাহিকের মধ্যে মিলির সম্প্রচার হয় জি বাংলাতে। আর কালার্স বাংলাতে দেখানো হয় টুম্পা অটোওয়ালি। সান বাংলাতে সদ্য শুরু হয়েছে দ্বিতীয় বসন্ত। টিআরপির অভাবে এরই মধ্যে মিলি সিরিয়ালের প্লট পরিবর্তন করে দেওয়া হয়েছে। নতুন সময়ে গিয়েও এই সিরিয়াল ভালো কিছু করে দেখাতে পারছে না। অন্যদিকে কালার্স বাংলাতে টুম্পা অটোওয়ালি বেশ পুরনো সিরিয়াল। আর সান বাংলাতে দ্বিতীয় বসন্ত একেবারেই নতুন। জানা গিয়েছে, টাকার অভাবে এইসব সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের পারিশ্রমিক দিতে পারছে না ক্রিস্টাল জেমস। তাই সিরিয়াল বন্ধ করা ছাড়া অন্য কোন উপায় নেই।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.