Rajanya Mitra struggle in career: যোগ্যতা থাকা সত্ত্বেও প্রধান চরিত্র পাননি, ননদ-বউদির চরিত্রে সবার মন জিতেছেন রাজন্যা
কখনো খলনায়িকা, কখনো আবার মিষ্টি বৌদি বা ননদ বিভিন্ন রকম চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী রাজন্যা মিত্র। তবে জীবনের প্রথম দিকে কিছু ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন। তিনি সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে জীবনের সাফল্য পেয়েছেন। থিয়েটারে অভিনয় করতে করতেই প্রথম ধারাবাহিকে কাজ করার সুযোগ পান। 'ওগো বধূ সুন্দরী' ছিল তাঁর প্রথম সিরিয়াল। আর এই সিরিয়ালে অভিনয় করে মানুষের মন জয় করেন তিনি। তারপর কার্যত আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ধারাবাহিক 'ইচ্ছে নদী', 'নকশি কাঁথা', 'খরকুটো' ইত্যাদি সিরিয়ালে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে 19 বছর কাটিয়ে দিলেন তিনি।
'ইচ্ছেনদী' ধারাবাহিকে বৌদির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আবার খরকুটো সিরিয়ালে সেই মিষ্টি বৌদির চরিত্রে অভিনয় করে সকলকে দেখিয়ে দিয়েছেন তাঁর অভিনয়ের যোগ্যতা কতটা। কিন্তু কোনওদিন প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। পার্শ্ব চরিত্রে কাজ করলেও রাজন্যা চিরদিন সুন্দরভাবে অভিনয় করে গিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারের অভিনেত্রী জানান, শুরুর দিকে একাধিক প্রজেক্ট থেকে বারবার রিজেক্ট হতে হয়েছিল তাঁকে। অনেকবার প্রধান চরিত্রের জন্য ফাইনাল করেও বাদ দেওয়া হয়েছিল। তবে এই নিয়ে কোন আফসোস নেই। রাজন্যা মনে করেন, জীবনে লড়াই না করলে বড় হওয়া যায় না। সেই লড়াই ছিল বলেই আজ তিনি একজন অভিনেত্রী হয়ে উঠতে পেরেছেন। তবে ইন্ডাস্ট্রিতে কোন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন তাঁকে কোনদিন হতে হয়নি।
রাজন্যা আরো বলেন, তখনকার ডিসিপ্লিন আর এখনকার পরিবেশের মধ্যে অনেকটাই তফাৎ। তবে এই ডিসিপ্লিন না থাকলে হয়তো এত সুন্দর করে কাজ শিখতে পারতেন না তিনি। বর্তমানের মতো ভবিষ্যতেও তিনি একইভাবে কাজ করে যেতে চান সিরিয়ালে। নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতেও যে তার ভীষণ ভালো লাগে, সে কথাও জানাতে ভোলেন নি অভিনেত্রী। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘জল থৈ থৈ ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতার ননদের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রাজন্যাকে। ভীষণ পজেটিভ একটি চরিত্র এটি। অপরাজিতার পাশাপাশি রাজন্যার এই চরিত্রটিও সিরিয়ালটিকে অন্য মাত্রা এনে দেয়। আপাতত অপরাজিতাকে ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিক না দেখা গেলেও রাজন্যাকে কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে সিরিয়ালে।
'ইচ্ছেনদী' ধারাবাহিকে বৌদির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। আবার খরকুটো সিরিয়ালে সেই মিষ্টি বৌদির চরিত্রে অভিনয় করে সকলকে দেখিয়ে দিয়েছেন তাঁর অভিনয়ের যোগ্যতা কতটা। কিন্তু কোনওদিন প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। পার্শ্ব চরিত্রে কাজ করলেও রাজন্যা চিরদিন সুন্দরভাবে অভিনয় করে গিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারের অভিনেত্রী জানান, শুরুর দিকে একাধিক প্রজেক্ট থেকে বারবার রিজেক্ট হতে হয়েছিল তাঁকে। অনেকবার প্রধান চরিত্রের জন্য ফাইনাল করেও বাদ দেওয়া হয়েছিল। তবে এই নিয়ে কোন আফসোস নেই। রাজন্যা মনে করেন, জীবনে লড়াই না করলে বড় হওয়া যায় না। সেই লড়াই ছিল বলেই আজ তিনি একজন অভিনেত্রী হয়ে উঠতে পেরেছেন। তবে ইন্ডাস্ট্রিতে কোন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন তাঁকে কোনদিন হতে হয়নি।
রাজন্যা আরো বলেন, তখনকার ডিসিপ্লিন আর এখনকার পরিবেশের মধ্যে অনেকটাই তফাৎ। তবে এই ডিসিপ্লিন না থাকলে হয়তো এত সুন্দর করে কাজ শিখতে পারতেন না তিনি। বর্তমানের মতো ভবিষ্যতেও তিনি একইভাবে কাজ করে যেতে চান সিরিয়ালে। নতুন নতুন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতেও যে তার ভীষণ ভালো লাগে, সে কথাও জানাতে ভোলেন নি অভিনেত্রী। প্রসঙ্গত, এই মুহূর্তে ‘জল থৈ থৈ ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতার ননদের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে রাজন্যাকে। ভীষণ পজেটিভ একটি চরিত্র এটি। অপরাজিতার পাশাপাশি রাজন্যার এই চরিত্রটিও সিরিয়ালটিকে অন্য মাত্রা এনে দেয়। আপাতত অপরাজিতাকে ‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিক না দেখা গেলেও রাজন্যাকে কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে সিরিয়ালে।
No comments:
please do not enter any spam link in the comment box