Ushashi Chakraborty gives special tips: স্বামীকে পরকীয়া থেকে আটকাবেন কীভাবে ? স্পেশাল টিপস দিলেন ‘জুন আন্টি’ ঊষসী চক্রবর্তী

Ushashi Chakraborty gives special tips: স্বামীকে পরকীয়া থেকে আটকাবেন কীভাবে ? স্পেশাল টিপস দিলেন ‘জুন আন্টি’ ঊষসী চক্রবর্তী
বহু সিনেমায় এবং ধারাবাহিকে অভিনয় করলেও ‘শ্রীময়ী’ ধারাবাহিকে জুন আন্টির চরিত্রে অভিনয় করে সব থেকে বেশি খ্যাতি অর্জন করেছিলেন ঊষসী চক্রবর্তী (Ushashi Chakraborty)। ‘শ্রীময়ী’ ধারাবাহিক চলাকালীন ঊষসীকে সেরা খলনায়িকার খেতাব দিয়েছিলেন অনেকেই। যে জুন আন্টি একসময় শ্রীময়ীর ঘর ভেঙেছিল সেই জুন আন্টির মুখেই শোনা গেল, কিভাবে আটকে রাখতে হবে স্বামীকে। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয় করার সুবাদে ঊষসী চক্রবর্তীকে প্রায় সকলেই ডাকতেন জুন আন্টি বলে। কিভাবে এক গৃহবধূর জীবন তছনছ করে দিচ্ছে জুন আন্টি, তা দেখে রীতিমতো রেগে যেত দর্শকরা। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতো মিম। আজ ‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হয়ে গেলেও জুন আন্টিকে কিন্তু কিছুতেই ভোলা যায় না। এবার এই জুন আন্টির মুখেই শোনা গেল অন্য কথা।
Ushashi Chakraborty gives special tips: স্বামীকে পরকীয়া থেকে আটকাবেন কীভাবে ? স্পেশাল টিপস দিলেন ‘জুন আন্টি’ ঊষসী চক্রবর্তী

সম্প্রতি জুন আন্টি ওরফে ঊষসী কাজ করছেন স্টার জলসার ‘তোমাদের রানী’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন তিনি। নায়িকার মেন্টর উষসী কোন খলনায়কের চরিত্রে নয় বরং ইতিবাচক চরিত্রে অভিনয় করছেন এই ধারাবাহিকে। কেমন লাগছে এই চরিত্রে অভিনয় করে? সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী বলেন, “আমি জুনের প্রভাব থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। আর তাই শয়তানি না করে এবার একজন ভালো মহিলার চরিত্র বেছে নিয়েছি। এই সিরিয়ালে আমি রানীর চিকিৎসক কাম মেন্টর।” তবে শুধুই কি চিকিৎসক বা মেন্টর তিনি? নাকি এই চরিত্রের রয়েছে অন্য কোন দিকও।
Ushashi Chakraborty gives special tips: স্বামীকে পরকীয়া থেকে আটকাবেন কীভাবে ? স্পেশাল টিপস দিলেন ‘জুন আন্টি’ ঊষসী চক্রবর্তী

‘তোমাদের রানী’ ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, ভূমি শুধু রানীর চিকিৎসক না। তিনি রানীর শ্বশুরমশাইয়ের ছেলেবেলার বান্ধবী। স্বাভাবিকভাবেই দুর্জয়ের মা শুক্লা একেবারেই পছন্দ করেন না ভূমিকে। পর্দায় একজন বিবাহিত পুরুষের গার্লফ্রেন্ডের ভুমিকায় অভিনয় করলেও কিভাবে নিজের স্বামীকে ধরে রাখতে হবে সেই বিষয় নিয়েও কথা বলেছেন ঊষসী। সংবাদ মাধ্যমকে জুন আন্টি বলেন, “স্বামীর জীবনে অন্য কোন নারীকে দেখে একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগবেন না। জানবেন স্বামীদের আপনাদের ছাড়া কোন গতি নেই। শ্রীময়ীতে অনিন্দ্য এবং শ্রীময়ীর সংসার তছনছ করে দিলেও তোমাদের রানী ধারাবাহিকে অবশ্য শুক্লার সংসার ভাঙতে আসেনি ভুমি। তাই দুর্জয়ের বাবার সঙ্গে অল্প খুনসুটি করলেও একেবারে ভয় পাবেন না।”

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.