সোশ্যাল মিডিয়াতে এখন আলোচনার অন্যতম বিষয় অনুপম রায় (Anupam Roy)। তিনি শুধু একজন ভালো গায়ক বা গানের লেখক নন, তাঁর ব্যক্তিগত জীবনে ওঠা ঝড় এখন সোশ্যাল মিডিয়ায় প্রলয় তৈরি করেছে। অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তী এখন অতীত। তিনি সদ্য বিয়ে করেছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ার পুরো সমবেদনা গিয়েছে অনুপমের দিকে।
তবে জানেন কি, পিয়া অনুপমের প্রথম স্ত্রী নন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সময় ইঞ্জিনিয়ারিং বিভাগের এক সহপাঠিনিকে বিয়ে করেছিলেন অনুপম। বেঙ্গালুরুতে বেশ কিছুদিন সুখের সংসার ছিল তাঁদের। কিন্তু পিয়া চক্রবর্তীর সঙ্গে আলাপ হওয়ার পর সেই সংসারে আগুন লাগলো। আর কিছুদিনের মধ্যেই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল অনুপম রায়ের প্রথম সংসার। আলাদা হয়ে যান দু'জন।
কলকাতা ফিরে আসেন অনুপম রায়। প্রবেশ করেন গানের জগতে। খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়ে যান। এরপর ২০১৭ সালে ঘটা করে বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। পিয়া একজন গায়িকা এবং সমাজসেবী। প্রথম কয়েক বছর সময় বেশ ভালোই কেটেছে। তারপর পিয়ার জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হয়। আর সেই ব্যক্তিটি হলেন পরমব্রত চ্যাটার্জি। পরমব্রত এবং অনুপম দু’জনেই খুব ভালো বন্ধু। আর বন্ধু হিসেবে আরেক বন্ধুর সংসারে অবাধ যাতায়াত ছিল। দেউচাপাঁচামিতে একসঙ্গে কাজ করতে যান পরমব্রত এবং পিয়া। আর সেখানেই বন্ধুর স্ত্রীর ঘনিষ্ট হয়ে ওঠেন। এই ঘনিষ্ঠতা দিনে দিনে বাড়তে থাকে। শেষমেষ ভেঙেই যায় অনুপম আর পিয়ার সংসার। ২০২১ সালে ডিভোর্স হয়ে যায়।
অবশেষে ২০২৩ সালের শেষ লগ্নে এসে বিয়ের পিঁড়িতে বসলেন পরমব্রত এবং পিয়া। এদিকে বন্ধু ও প্রাক্তর স্ত্রীর বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন অনুপম। বিয়ের পর আয়ারল্যান্ডের ডাব্লিনে মধুচন্দ্রিমা কাটিয়ে এসেছেন পরমরত ও পিয়া। অন্যদিকে, অনুপম সদ্য বাবা-মাকে নিয়ে ভাইজ্যাক ঘুরে এসেছেন। সোশ্যাল মিডিয়াতে সে সব ছবি পোস্ট করেছেন। আর তাতে ভক্তদের আবেগ উপচে পড়েছে। সম্প্রতি একটি ছবির ক্যাপশনে অনুপম রায় লিখেছেন, আরও শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়। যার পরিপ্রেক্ষিতে এক ভক্ত লিখেছেন, তুমি এবার আরেকটা বিয়ে করে নাও দাদা। বলাবাহুল্য, তার কোন উত্তর দেননি গায়ক অনুপম রায়।
তবে জানেন কি, পিয়া অনুপমের প্রথম স্ত্রী নন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সময় ইঞ্জিনিয়ারিং বিভাগের এক সহপাঠিনিকে বিয়ে করেছিলেন অনুপম। বেঙ্গালুরুতে বেশ কিছুদিন সুখের সংসার ছিল তাঁদের। কিন্তু পিয়া চক্রবর্তীর সঙ্গে আলাপ হওয়ার পর সেই সংসারে আগুন লাগলো। আর কিছুদিনের মধ্যেই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল অনুপম রায়ের প্রথম সংসার। আলাদা হয়ে যান দু'জন।
কলকাতা ফিরে আসেন অনুপম রায়। প্রবেশ করেন গানের জগতে। খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়ে যান। এরপর ২০১৭ সালে ঘটা করে বিয়ে করেন পিয়া চক্রবর্তীকে। পিয়া একজন গায়িকা এবং সমাজসেবী। প্রথম কয়েক বছর সময় বেশ ভালোই কেটেছে। তারপর পিয়ার জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হয়। আর সেই ব্যক্তিটি হলেন পরমব্রত চ্যাটার্জি। পরমব্রত এবং অনুপম দু’জনেই খুব ভালো বন্ধু। আর বন্ধু হিসেবে আরেক বন্ধুর সংসারে অবাধ যাতায়াত ছিল। দেউচাপাঁচামিতে একসঙ্গে কাজ করতে যান পরমব্রত এবং পিয়া। আর সেখানেই বন্ধুর স্ত্রীর ঘনিষ্ট হয়ে ওঠেন। এই ঘনিষ্ঠতা দিনে দিনে বাড়তে থাকে। শেষমেষ ভেঙেই যায় অনুপম আর পিয়ার সংসার। ২০২১ সালে ডিভোর্স হয়ে যায়।
অবশেষে ২০২৩ সালের শেষ লগ্নে এসে বিয়ের পিঁড়িতে বসলেন পরমব্রত এবং পিয়া। এদিকে বন্ধু ও প্রাক্তর স্ত্রীর বিয়ে নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন অনুপম। বিয়ের পর আয়ারল্যান্ডের ডাব্লিনে মধুচন্দ্রিমা কাটিয়ে এসেছেন পরমরত ও পিয়া। অন্যদিকে, অনুপম সদ্য বাবা-মাকে নিয়ে ভাইজ্যাক ঘুরে এসেছেন। সোশ্যাল মিডিয়াতে সে সব ছবি পোস্ট করেছেন। আর তাতে ভক্তদের আবেগ উপচে পড়েছে। সম্প্রতি একটি ছবির ক্যাপশনে অনুপম রায় লিখেছেন, আরও শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়। যার পরিপ্রেক্ষিতে এক ভক্ত লিখেছেন, তুমি এবার আরেকটা বিয়ে করে নাও দাদা। বলাবাহুল্য, তার কোন উত্তর দেননি গায়ক অনুপম রায়।
No comments:
please do not enter any spam link in the comment box