Ram Teri Ganga Maili fame Mandakini’s son: শাহরুখ-সালমান ফেল, বলিউড কাঁপাতে আসছেন মন্দাকিনীর ছেলে, দেখুন ছবি

Ram Teri Ganga Maili fame Mandakini’s son: শাহরুখ-সালমান ফেল, বলিউড কাঁপাতে আসছেন মন্দাকিনীর ছেলে, দেখুন ছবি
১৯৮৫ সালে রিলিজ হয়েছিল রাম তেরি গঙ্গা মেলি। এই সিনেমাতে চরম সাহসিকতা দৃশ্য দেখিয়ে সারা ভারত জুড়ে রীতিমতো আলোড়ন তুলেছিলেন অভিনেত্রী মন্দাকিনী। তিনি একাধারে যেমন সুন্দরী, তেমনই অসামান্য অভিনেত্রী। প্রায় ২৬ বছর বলিউড থেকে দূরে থাকার পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী মন্দাকিনী। কিন্তু কেন? কি কারণে তাঁর এই কাম ব্যাক?
Ram Teri Ganga Maili fame Mandakini’s son: শাহরুখ-সালমান ফেল, বলিউড কাঁপাতে আসছেন মন্দাকিনীর ছেলে, দেখুন ছবি

সেই খবর জানার আগে চলুন জেনে নিই মন্দাকিনীর সিনেমাতে অভিনয়ে আসার কাহিনী। মন্দাকিনী ছিলেন মেরঠের মেয়ে ২২ বছরের মন্দাকিনীকে দেখে রাজ কাপুর তাঁকে নায়িকা করার জন্য সাবেক বোম্বেতে নিয়ে আসেন। জেসমিন নাম বদলে রাখা হয় মন্দাকিনী। রাম তেরি গঙ্গা মেলি সুপারহিট হওয়ার পর একের পর এক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। ডান্স ডান্স, লোহা, তেজাব, আর পার, দেশ কে দুশমন, রাম জানে সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। একাধারে যেমন সাফল্য হাতে এসেছিল, তেমনি বিতর্ক পিছু নিয়েছিল অভিনেত্রী মন্দাকিনীর। একাধিক অভিনেতার সঙ্গে যেমন সম্পর্ক তৈরি হয়ে উঠেছিল, তেমনি অপরাধ জগতের সঙ্গেও যোগাযোগ নিয়ে আজও অভিযুক্ত করা হয় এই অভিনেত্রীকে। ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক ছিল বলেও জানা যায়। দাউদের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর আরো বেশি করে কাজ পেতে শুরু করেন তিনি। অপরাধ জগতের সঙ্গে সম্পর্ক অভিনেত্রীকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল। এরপর ১৯৯৬ সাল থেকে ধীরে ধীরে বলিউড থেকে সরে যেতে শুরু করেন। কিন্তু ঠিক কি কারণ ছিল তা আজও জানা যায়নি।
Ram Teri Ganga Maili fame Mandakini’s son: শাহরুখ-সালমান ফেল, বলিউড কাঁপাতে আসছেন মন্দাকিনীর ছেলে, দেখুন ছবি

প্রায় ২৬ বছর পর একটি মিউজিক ভিডিওর হাত ধরে ফের অভিনয় জগতে ফিরলেন মন্দাকিনী। তাও শুধুমাত্র ছেলের জন্য। সজন আগরওয়াল এর এই মিউজিক ভিডিওতে ছেলের জন্য কাজ করতে রাজি হয়েছেন তিনি। মিউজিক ভিডিও টির নাম 'মা ও মা'। এই ভিডিওতে প্রধান ভূমিকায় মন্দাকিনীর পাশাপাশি অভিনয় করছেন তাঁর ছেলে রাব্বিল। গত জুন মাসে এই অ্যালবামের ফাস্ট লুক প্রকাশ্যে আসে। বহুদিন বাদে প্রিয় অভিনেত্রীকে ফের ক্যামেরার সামনে দেখে খুশি হয়েছিলেন তাঁর ভক্তরা। মন্দাকিনী আজও সুন্দর। শুধু মন্দাকিনী নয়, তাঁর একমাত্র ছেলে রাব্বিল সৌন্দর্যের দিক থেকে পিছনে ফেলে দেবেন বলিউডের বড় বড় তারকাদের। মন্দাকিনী ও রাব্বিল ঠাকুর অভিনীত এই মিউজিক ভিডিওর গানের সুর দিয়েছেন বাবলি হক এবং মীরা। গান গেয়েছেন ঋষভ গিরি। আগামী দিনে একটি শর্ট ফিল্মে মন্দাকিনীকে দিয়ে অভিনয় করানোর ইচ্ছা আছে পরিচালকের। তবে সেটা বাস্তবায়িত হয় কিনা সেটাই দেখার। ধীরে ধীরে বলিউডের মূল স্রোতে ফিরে আসুন মন্দাকিনী।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.