Tollywood actress Arunima Ghosh: ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও টলিউডে আর দেখা যায় না, কোথায় হারিয়ে গেলেন অরুণিমা ঘোষ

সিনেমা জগতে হাজারও তারকাদের ভিড়ে এমন কিছু প্রতিভা থাকে যাদের ঠিকঠাক সুযোগ দিলে অনেক দূর এগিয়ে যেতে পারে। কিন্তু যথাযথ দক্ষতা থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রি তাদের সুযোগ দেয় না। বাংলা সিনেমা জগতের এমনই একজন অভিনেত্রী অরুণিমা ঘোষ। ভালো মতো কাজের সুযোগ থাকলে আজ হয়তো তিনি বাংলা সিনেমা জগতে প্রথম শ্রেণীর নায়িকা হতে পারতেন। কিন্তু হয়েছে উল্টো। টলিউড থেকে একেবারে নিখোঁজ হয়ে গিয়েছেন এই অভিনেত্রী।

বিখ্যাত পরিচালক অজয় কর এর নাতনি অরুণিমা ঘোষ। জন্ম হয়েছিল ১৯৮৪ সালে। সিনেমা পরিবারে বড় হওয়ার কারণে প্রথম থেকেই অভিনয়ের দিকে ঝোঁক ছিল। তবে শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে। সেখান থেকে সিরিয়াল। ২০০৪ সালে হরনাথ চক্রবর্তীর 'সূর্য' ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করার সুযোগ পান। শুরুতেই ইন্ডাস্ট্রির মেগাস্টার প্রসেনজিতের সাথে কাজ করলেও পরবর্তীকালে আর তেমন সুযোগ পাননি। সূর্য ছবির পর আরো কয়েকটি ছবিতে কাজ করেছিলেন । চার বছর পর প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে ফের 'হচ্ছেটা কি' ছবিতে কাজ করেন। কিন্তু এর পরেও ইন্ডাস্ট্রির বাকি নায়িকাদের মত তেমন জনপ্রিয়তা পাননি অরুণিমা। কেন বাংলা সিনেমার প্রথম শ্রেণীর অভিনেত্রী হয়ে উঠতে পারলেন না তিনি? তাঁর ক্যারিয়ারে যে ভালো ছবি একেবারে নেই তেমনটা নয়। নীলাচলের কিরীটি, ষড়রিপু, ভাড়াটে, এলার চার অধ্যায়, আসছে আবার শবর, ঈগলের চোখ ইত্যাদি একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেই সব ছবিগুলোতে তাঁর চরিত্র তেমন গুরুত্বপূর্ণ ছিল না। তাই দাগ কাটতে পারেননি।

অনেকে ধারণা ,বিখ্যাত পরিচালকের নাতনি হওয়ার সুবাদে কাজের ক্ষেত্রে একটু নাক উঁচু মনোভাব আছে অরুণিমার। আর সেটাই বিপদ দেখে এনেছিল। এই কারণে অনেক ভালো ভালো কাজ হাতছাড়া হয়েছে। আবার অনেকের মতে, সিনেমা ইন্ডাস্ট্রির ভিতরের রাজনীতির শিকার হয়েছেন তিনি। শেষবার এই অভিনেত্রীকে দেখা গিয়েছিল অভিমুন্য মুখোপাধ্যায় পরিচালিত 'কীর্তন' ছবিতে। গল্পে মনিমালা নামক একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ভাবে আর কতদিন ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবেন সেটাই দেখার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.