Debshree roy: ৪২ বছর পর ফের একসাথে, দর্শকদের সুখবর দিলেন ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী রায়

Debshree roy: ৪২ বছর পর ফের একসাথে, দর্শকদের সুখবর দিলেন ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী রায়
বাংলা সিনেমা জগতের বহুমুখী প্রতিভার অধিকারিনী অভিনেত্রী দেবশ্রী রায়। একদিকে তিনি যেমন বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন। তেমনি অন্য ঘরানার সিনেমাতেও সমান সাবলীল ছিলেন। যেমন ‘কলকাতার রসগোল্লা’ রূপে দর্শকদের মন জয় করেছিলেন, তেমনি ‘১৯ এপ্রিল’ এর মত ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এই ছবি থেকে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। একটা সময় বাংলা সিনেমা জগত শাসন করতেন দেবশ্রী রায়।

এহেন অভিনেত্রী বেশ কয়েক বছর সিনেমা জগত থেকে দূরে সরে গিয়েছিলেন। বছর তিনেক আগে নতুন রূপে দর্শকদের সামনে ফিরে আসেন। তবে বড় পর্দা নয়, ছোটপর্দায় কাম ব্যাক করেন তিনি। জি বাংলার 'সর্বজয়া' ধারাবাহিকের হাত ধরে ফের সকলের মনে স্থান করে নিয়েছিলেন দেবশ্রী রায়। ২০২২ সালে শেষ হয় সর্বজয়া। তারপর বছর খানেক বিরতি নিয়ে এবার ওটিটি প্লাটফর্মে ডেভিউ করতে চলেছেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন থেকে শুরু হবে 'কেমিস্ট্রি মাসি'-এর (Chemistry Mashi) স্ট্রিমিং। একদিকে যেমন রসায়নের শিক্ষিকা রূপে তিনি কম্বিনেশন শেখাবেন, তেমনি আবার অন্যায়ের প্রতিবাদ করতে দেখা যাবে তাঁকে।
Debshree roy: ৪২ বছর পর ফের একসাথে, দর্শকদের সুখবর দিলেন ‘কলকাতার রসগোল্লা’ দেবশ্রী রায়

সৌরভ চক্রবর্তী পরিচালিত কেমিস্ট্রি মাসি ওয়েব সিরিজে শিক্ষা ব্যবস্থার অচলায়তন সহ সমাজে নানান দিয়ে তুলে ধরা হবে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এখনো বহু দরিদ্র পড়ুয়া শিক্ষার আলো থেকে বঞ্চিত। সেটাই তুলে ধরা হবে এই সিরিজে। আর যেহেতু সমসাময়িক সমাজের কথা বলা হবে, তাই অন্যান্য নানান বিষয় উঠে আসবে এখানে। এই ওয়েব সিরিজের পর মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি সিনেমাতে দেখা যাবে দেবশ্রীকে। 'ত্রয়ী' সিনেমার পর কেটে গিয়েছে ৪২ বছর। চার দশকেরও বেশি সময় পড়ে ফের জুটি বাঁধবেন মিঠুন চক্রবর্তী-দেবশ্রী রায়। তবে অভিনেত্রী জানান, নতুন ধরনের চরিত্রে অভিনয় করতে চান তিনি। চরিত্র যদি পছন্দ না হয় তাহলে ফের অভিনয় জগত থেকে বিরতি নিতে পারেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.