Rachna Banerjee: দিদি নম্বর ওয়ান-এর এপিসোড পিছু কত পারিশ্রমিক পান রচনা ? জানলে মাথা ঘুরে যাবে

Rachna Banerjee: দিদি নম্বর ওয়ান-এর এপিসোড পিছু কত পারিশ্রমিক পান রচনা ? জানলে মাথা ঘুরে যাবে
বাংলা সিনেমার নায়িকা হিসেবে যতটা না খ্যাতি অর্জন করেছিলেন তার থেকে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান সঞ্চালনা করে। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের মানেই দিদি নাম্বার ওয়ান। বিগত ১০ বছর ধরে এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন। তবে আপনি কি জানেন এই অনুষ্ঠান কিছু কত করে টাকা নিয়ে থাকেন অভিনেত্রী?
Rachna Banerjee: দিদি নম্বর ওয়ান-এর এপিসোড পিছু কত পারিশ্রমিক পান রচনা ? জানলে মাথা ঘুরে যাবে

সমসাময়িক নায়িকাদের পিছনে ফেলে আজও নিজের গ্ল্যামার ধরে রেখেছেন রচনা। শুধু সৌন্দর্য দিক থেকে নয়, জনপ্রিয়তার দিক থেকেও অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। শুধু বাংলা ছবি নয়, কাজ করেছেন হিন্দি এবং উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সময় উড়িয়া সিনেমার এক নম্বর নায়িকা ছিলেন তিনি। হিন্দিতে কাজ করেছে অমিতাভ বচ্চনের বিপরীতে 'সূর্যবংশম' ছবিতে। ২০১২ সাল থেকে দিদি নাম্বার ওয়ান সঞ্চালনা করছেন রচনা ব্যানার্জি। তার আগেই সিনেমা থেকে অবসর নিয়ে নিয়েছেন। আর সিনেমায় অভিনয় করবেন না তিনি। ছোট পর্দায় আসার পর থেকে জনপ্রিয়তা আরো বেড়ে গিয়েছে। কাজের পাশাপাশি একমাত্র ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করেন তিনি। শুধু টিভি সঞ্চালনা নয়, শাড়ি এবং কসমেটিকের ব্যবসা করেন সমান তালে। সোশ্যাল মিডিয়া একটিভ থাকেন রচনা। Instagram -এ প্রায় নিজের ছবি পোস্ট করেন।
Rachna Banerjee: দিদি নম্বর ওয়ান-এর এপিসোড পিছু কত পারিশ্রমিক পান রচনা ? জানলে মাথা ঘুরে যাবে

বিগত ১০ বছর ধরে দিদি নাম্বার ওয়ান সঞ্চালনা করছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়ের এই জনপ্রিয়তা দেখে অনেকের মনে প্রশ্ন জাগে এই অনুষ্ঠান সঞ্চালনা করে কত টাকা পারিশ্রমিক পান তিনি? এর উত্তর দিয়ে দিয়েছে গুগল। দিদি নাম্বার ওয়ান এর প্রত্যেকটি এপিসোড পিছু রচনা নিয়ে থাকেন দুই লক্ষ টাকা। শুধু দিদি নাম্বার ওয়ান নয়, বিভিন্ন ইভেন্ট থেকেও অর্থ উপার্জন করেন তিনি। এছাড়া শীতকাল এলে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাচা শোতে অনুষ্ঠান করতে দেখা যায় অভিনেত্রীকে। সবমিলিয়ে সারা মাসে বেশ কয়েক লক্ষ টাকায় রোজগার করেন রচনা ব্যানার্জি।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.