Bengali actress Lily Chakraborty biography: সিনেমা বানাতে এসে আমায় বিয়ে করে নিল, এতদিনে বিয়ের মজার কাহিনী ভাগ করে নিলেন লিলি চক্রবর্তী

Bengali actress Lily Chakraborty biography: সিনেমা বানাতে এসে আমায় বিয়ে করে নিল, এতদিনে বিয়ের মজার কাহিনী ভাগ করে নিলেন লিলি চক্রবর্তী
বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী লিলি চক্রবর্তী। 'ভানু পেল লটারি' সিনেমা দিয়ে অভিনয়ে জগতে পা রেখেছিলেন। এরপর দীর্ঘ ষাট বছরেরও বেশি সময় ধরে কয়েকশো ছবিতে অভিনয়। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তম কুমার প্রত্যেকের সঙ্গে কাজ করেছেন। এখন বর্তমানে সিনেমার পাশাপাশি সিরিয়ালেও অসাধারণ অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন এই অভিনেত্রী।
Bengali actress Lily Chakraborty biography: সিনেমা বানাতে এসে আমায় বিয়ে করে নিল, এতদিনে বিয়ের মজার কাহিনী ভাগ করে নিলেন লিলি চক্রবর্তী

আত্মপ্রকাশ ১৯৫৮ সালে। তারপর থেকে টানা অভিনয় করে চলেছেন। বর্তমানে ৮২ বছর বয়সেও একই রকম রয়ে গিয়েছেন লিলি চক্রবর্তী। আর একই রকম আছে তাঁর জনপ্রিয়তা। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, দেয়া নেয়া, চুপকে চুপকে থেকে বর্তমানে চিনি, পোস্ত, অর্ধাঙ্গিনীর মত ছবিতেও দেখা গিয়েছে লিলি চক্রবর্তীকে। বিখ্যাত থিয়েটার অভিনেতা ছিলেন তাঁর বাবা কেশব চন্দ্র চক্রবর্তী। জি বাংলা জনপ্রিয়তম সিরিয়াল 'নিম ফুলের মধু' তে ঠাকুরমার চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি রিয়েলিটি শো 'ঘরে ঘরে জি বাংলা' টিম হাজির হয়েছিল লিলি চক্রবর্তীর বাড়িতে। সেখানে নিজের জীবনের অনেক অজানা কাহিনী সকলের সঙ্গে ভাগ করে দিয়েছেন প্রবীণ অভিনেত্রী। তিনি জানান, মাত্র উনিশ বছর বয়সে বিয়ে হয়েছিল। তবে বিয়ের পরেও অভিনয় চালিয়ে গিয়েছেন। এ ব্যাপারে স্বামী সর্বদা পাশে থেকেছেন। স্বামী অজিত কুমার ঘোষ পেশায় ডেয়ারি ও ফার্মাসির ব্যবসায়ী ছিলেন। সিনেমা তৈরির সুবাদেই দু'জনের মধ্যে আলাপ। পরবর্তীকালে বিয়ে। এই বিয়ে কিভাবে হয়েছিল ,সেই কাহিনী ওই অনুষ্ঠানে জানিয়েছেন প্রবীণ অভিনেত্রী।
Bengali actress Lily Chakraborty biography: সিনেমা বানাতে এসে আমায় বিয়ে করে নিল, এতদিনে বিয়ের মজার কাহিনী ভাগ করে নিলেন লিলি চক্রবর্তী

লিলি চক্রবর্তী বলেন, ছবি করবে বলেই এসেছিল। এরপর রোজ আসা যাওয়া চলতে থাকে। কিন্তু ছবি করা হলো না, আমাকে বিয়ে করে ফেলল। অভিনেত্রীর মুখে বিয়ের এমন গল্প শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন। ২০১০ সালে অভিনেত্রীর স্বামী প্রয়াত হন। একসময় মধ্যপ্রদেশে মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন লিলি চক্রবর্তী। যে কারণে বাংলার পাশাপাশি হিন্দিও ভালো বলতে ও বুঝতে পারেন। যার ফলে বাংলার পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি সিনেমাতে অভিনয় করেছিলেন তিনি। 

READ MORE: ‘কাঁচাবাদাম’ গানে নেচে কোটিপতি অঞ্জলি, অর্থকষ্টে ভুবন বাদ্যকর

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.