Kancha badam fame Bhuban Badyakar: ‘কাঁচাবাদাম’ গানে নেচে কোটিপতি অঞ্জলি, অর্থকষ্টে ভুবন বাদ্যকর

Kancha badam fame Bhuban Badyakar: ‘কাঁচাবাদাম’ গানে নেচে কোটিপতি অঞ্জলি, অর্থকষ্টে ভুবন বাদ্যকর
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রামের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। 'কাঁচা বাদাম' গান গেয়ে দেশ-বিদেশে ভাইরাল হয়েছিলেন। সেই গান এতটাই বিখ্যাত হয়েছিল আজ থেকে দু বছর আগে যে বাংলার পাশাপাশি বলিউডের নায়ক নায়িকারাও কাঁচা বাদাম গানের ভিডিও রিল বানিয়েছিলেন। কেউ কেউ এই গানের সাহায্যে সামাজিক মাধ্যম থেকে উপার্জন করেছেন লাখ লাখ টাকা। পেয়েছেন অনেক খ্যাতি। প্রথম দিকে বিভিন্ন জায়গায় গানের জন্য ডাক পরলেও এখন আর ভুবনকে কেউ মনে রাখেনি। ফলে বর্তমানে অর্থ কষ্টে দিন পার করতে হচ্ছে ভারতের এই ভাইরাল ব্যক্তি কে।

সংবাদমাধ্যমে ভুবন জানিয়েছেন, তিনি এখন নিঃস্ব। ব্যাংকে যা টাকা ছিল তা প্রায় শেষের পথে। এখন আর কেউ তাঁকে সেভাবে ডাকেন না। ফলে রোজগার নেই। এমন অবস্থায় তিনি সাহায্য চাইলেন অঞ্জলি অরোরার কাছে। অঞ্জলি 'কাঁচা বাদাম' খ্যাত অভিনেত্রী। এই গানে রিল বানিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পাশাপাশি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওতের সঞ্চালিত রিয়ালিটি শো 'লক আপে' হাজির হয়েছিলেন। ভুবন বাদ্যকরের 'কাঁচা বাদাম' গানে নেচে ভাইরাল এই তরুণী কোটি টাকার বাড়ি বানিয়েছেন। শুধু তাই নয়, মাত্র ২৪ বছর বয়সেই নিজের গাড়ি ও কিনে ফেলেছেন তিনি। ভক্তরাও বলেন, অঞ্জলি পরিচিতি পেয়েছেন 'কাঁচা বাদাম' গানের নেচেই। এরপরও তিনি অনেক ধরনের রিল বানিয়েছেন সেগুলিও খুব জনপ্রিয় হয়েছে। তবে শুরুটা ভুবন বাদ্যকরের গান দিয়ে।

এ বিষয়ে ভুবন বলেন, ‘শুনেছি, অঞ্জলি নামের একজন আমার গানে রিলস বানিয়ে খুব জনপ্রিয়তা পেয়েছেন। তিনি নাকি গাড়ি-বাড়ি করেছেন। অথচ আমার অবস্থা আজ করুণ। আমি ওই অভিনেত্রীর সাহায্য চাই। তিনি তো আমার গানে রিলস বানিয়েই জনপ্রিয় হয়েছেন। অথচ আমি কিছুই করতে পারলাম না। বাড়ি বানাতে শুরু করেছিলাম। শেষ করে উঠতে পারিনি। এখন আর বাদামও পাওয়া যাচ্ছে না যে বিক্রি করব। আমার ছেলে কাজ করে, তা দিয়েই কোনোরকম সংসার চলছে।’ অঞ্জলির কাছে কেন সাহায্য চান? উত্তরে ভুবন বলেন, ‘গানটা তো আমিই লিখেছিলাম। সুর দিয়েছিলাম, গেয়েছিলাম। সেই গানে রিলস বানিয়ে অনেকে লাখ লাখ টাকা কামিয়েছেন। আর আমার এমন অবস্থা, নিজের গানই গাওয়ার অধিকার নেই। তাই আমি ওই অভিনেত্রীর সাহায্য চাই। যেন উনি আমাকে সঠিক পথ দেখাতে পারেন। রিলস উনি বানিয়েছেন। কিন্তু গান তো আমারই। আমারও তো কিছু প্রাপ্য আছে। সেটা জানাব।’

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.