Serial actress husband passed away: বিয়ের দু’বছরের মাথায় বিধবা, স্বামীকে হারালেন ‘মিঠিঝোরা’ খ্যাত অভিনেত্রী

Serial actress husband passed away: বিয়ের দু’বছরের মাথায় বিধবা, স্বামীকে হারালেন ‘মিঠিঝোরা’ খ্যাত অভিনেত্রী
কোন কোন সময় রিল এবং রিয়েল লাইফ এক হয়ে যায়। কিছুদিন আগে জি বাংলার নতুন ধারাবাহিক 'মিঠিঝোরা'তে স্বামীহারা হয়েছিলেন রাইয়ের মা। বড় মেয়ের বিয়ের দিন হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে রাইয়ের বাবা। কিন্তু ব্যক্তিগত জীবনেও এমন একটি ঘটনা ঘটে যাবে তা বোধ হয় কল্পনাতেও আনতে পারেননি পৌষমিতা গোস্বামী। শুক্রবার সকালে স্বামী অর্ণব রায়কে হারালেন তিনি। হঠাৎ করে এমন একটি খবরে ইন্ডাস্ট্রিতে রীতিমত ধাক্কা লেগেছে। অভিনেত্রীর স্বামী অর্ণব রায় এই জগতের খুব পরিচিত মুখ। অর্নবের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথম তুলে ধরেন অভিনেতা শুভজিৎ কর। শোকস্তব্ধ গোটা টেলি ইন্ডাস্ট্রি।
Serial actress husband passed away: বিয়ের দু’বছরের মাথায় বিধবা, স্বামীকে হারালেন ‘মিঠিঝোরা’ খ্যাত অভিনেত্রী
২০২১ সালে আইনিভাবে বিয়ে হয়েছিল অর্ণব এবং পৌষমিতার। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিক নীতি মেনে ধুমধাম করে সাত পাকে ঘোরেন তাঁরা। কিন্তু বিয়ের দু'বছরের মধ্যে স্বামীকে হারালেন অভিনেত্রী। জানা গিয়েছে, আজমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অর্ণব। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। বর্তমানে অ্যাক্রপলিস এন্টারটেইনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছিলেন। অর্ণবের হাত ধরে ইন্ডাস্ট্রি অনেক অভিনেতা অভিনেত্রী পেয়েছে। বকুল কথা, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, তুঁতে সহ আরো বেশ কিছু সিরিয়ালের সঙ্গে যুক্ত ছিলেন অর্ণব। এদিকে পৌষমিতা অভিনয় করেছেন 'বাঘ বন্দী খেলা', 'ওগো নিরুপমা', 'শ্রীময়ী', 'সাঁঝের বাতি', 'রিমলি' এরকম একাধিক ধারাবাহীকে। বর্তমানে তিনি কাজ করছিলেন 'মিঠিঝোড়া' ধারাবাহিকে। 'সাঁঝের বাতি' এই সিরিয়ালে কাজ করতে গিয়ে অর্ণবের সঙ্গে আলাপ হয়েছিল। প্রেমে পরিণত হয়। আর তা থেকেই বিয়ের দিকে গড়ায় সেই সম্পর্ক। কিন্তু শেষটা সুন্দর হল না।
Serial actress husband passed away: বিয়ের দু’বছরের মাথায় বিধবা, স্বামীকে হারালেন ‘মিঠিঝোরা’ খ্যাত অভিনেত্রী
অর্ণবের প্রয়াণের খবর পেয়ে 'রাঙা বউ' খ্যাত অভিনেতা গৌরব সামাজিক মাধ্যমে লিখেছেন, এত ভালো মুহূর্ত কাটিয়েছে। এই কদিন আগেই দেখা হল। আজ তুমি নেই মানতেই পারছি না। আর যে কি বলবো। শব্দ হারালাম আজ। ভালো থেকো। গৌরবের কমেন্ট বক্সে অভিনেত্রী অর্কজা লিখেছেন, সত্যি বিশ্বাস হচ্ছে না। সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ নীল চট্টোপাধ্যায় লিখেছেন, ভালো থেকো অর্ণব দা। কিছুতেই মানতে পারছি না। ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ অল্প বয়সে চলে যাওয়া অনেকের কাছেই ভীষণ বেদনাদায়ক হয়ে উঠেছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.