Bollywood actress Rekha personal life: স্বামী-ছেলে দুজনের সঙ্গে প্রেম, রেখাকে ‘ডাইনি’ বলে ছিলেন এই বলিউড নায়িকা

Bollywood actress Rekha personal life: স্বামী-ছেলে দুজনের সঙ্গে প্রেম, রেখাকে ‘ডাইনি’ বলে ছিলেন এই বলিউড নায়িকা
হিন্দি সিনেমার জগতে একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে রেখার। অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার। কে নেই সেই তালিকায়। জানলে আরো অবাক হবেন একবার একই সঙ্গে বাবা এবং ছেলের সঙ্গে প্রেম করার অভিযোগ উঠেছিল রেখার বিরুদ্ধে। আর তার জন্য এক অভিনেত্রী 'ডাইনি' তকমা দিয়েছিলেন রেখাকে। জানেন কে সেই অভিনেত্রী? কাদের সঙ্গে বা প্রেম করেছিলেন রেখা (Rekha)?

স্বামী আত্মহত্যা করে মারা গিয়েছেন বহু বছর আগে। তবুও কেন এখনো সিঁথিতে সিঁদুর জ্বলজ্বল করে রেখার? কেন তিনি সিঁদুর পড়েন? এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বারবার বলেছেন, ভাল লাগে তাই তিনি পড়েন। যদিও অনেকেই মনে করেন অমিতাভ বচ্চনের নামে তিনি এই সিঁদুর উপরে থাকেন। কিন্তু সত্যি কি অমিতাভের নামে সিঁদুর পরেন রেখা? নাকি এই সিঁদুরে লেখা আছে অন্য কোন অভিনেতার নাম। জানাবো সেই গল্প। অভিনেতা সুনীল দত্তের (Sunil Dutta) বিপরীতে 'অহিংসা' নামের একটি ছবিতে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেছিলেন রেখা। সেই সময় সুনীল দত্তের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছিল বলিউডে। ওই ছবিতে কাজ করার কিছুদিনের মধ্যেই সঞ্জয় দত্তের (Sanjay Dutta) সঙ্গে 'জমিন আর আসমান' নামক একটি সিনেমায় কাজ করেছিলেন রেখা। সেই সঙ্গে শোনা গিয়েছিল সঞ্জয় নাকি রেখার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এই খবর ছড়িয়ে পড়তে না পড়তে রেখার বিরুদ্ধে মুখ খুলে ছিলেন নার্গিস।
Bollywood actress Rekha personal life: স্বামী-ছেলে দুজনের সঙ্গে প্রেম, রেখাকে ‘ডাইনি’ বলে ছিলেন এই বলিউড নায়িকা

একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নার্গিস স্বামী এবং সন্তানের সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, আসলে রেখা এমন একজন মেয়ে যে সিঙ্গেল পুরুষদের এমন সিগন্যাল দেয় যে মনে হয় ও ভীষণ সস্তা। কেউ কেউ তো বলে ও নাকি ডাইনি। কোন মানসিক সমস্যা আছে। ওর জীবনে একজন আদর্শ পুরুষের দরকার নইলে ও হারিয়ে যাবে। এই সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও রেখা কোনদিন এই বিষয়ে মুখ খোলেননি। রেখা এবং সঞ্জয় দত্তের গোপন প্রেম নিয়ে লেখক ইয়াস ওসমান বলেন, 'জামিন আর আসমান' সিনেমার শুটিং চলাকালীন রেখা-সঞ্জয়ের প্রেমের গুজব ছড়িয়ে পড়েছিল। এমনও শোনা গিয়েছিল সঞ্জয় দত্ত নাকি গোপনে রেখাকে বিয়ে করে ফেলেছেন। এই গুজব থামাতে সঞ্জয় দত্ত যখন সামনে বলেন ব্যাপারটা পুরোপুরি মিথ্যা। তখন গুজব থামার পরিবর্তে আরও বেশি বেড়ে যায়।
Bollywood actress Rekha personal life: স্বামী-ছেলে দুজনের সঙ্গে প্রেম, রেখাকে ‘ডাইনি’ বলে ছিলেন এই বলিউড নায়িকা

জানা যায়, রেখার সঙ্গে ছেলের প্রেমের কথা জানাজানি হতে কড়া পদক্ষেপ নিয়েছিলেন বাবা সুনীল দত্ত। তিনি সরাসরি চলে যান রেখার বাড়িতে। সেখানে গিয়ে শাসিয়ে আসেন ছেলের থেকে দূরে থাকার জন্য। এর কিছুদিন পর সঞ্জয় দত্ত বিয়ে করেন রিচা শর্মাকে। আর রেখা বিয়ে করেন ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে। যদিও রেখা এবং সঞ্জয় দত্তের দুজনেরই বিয়ে ভেঙে যায়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.