Rekha assets: হাতে সিনেমা নেই বহুদিন, ৬৯-এ এসে কোন পথে রোজগার করছেন রেখা

Rekha assets:  হাতে সিনেমা নেই বহুদিন, ৬৯-এ এসে কোন পথে রোজগার করছেন রেখা
ভালো চরিত্র পেলে তিনি ফের অভিনয় করতে রাজি আছেন। এমনটা একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী রেখা। কিন্তু তেমনটা সাম্প্রতিককালে আর দেখা যায় না। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দেখা গেলেও ছবি থেকে আয় সম্পূর্ণ বন্ধ অনেক দিন। তাহলে কি সঞ্চয় ভেঙে চলছে রেখার সংসার?
Rekha assets:  হাতে সিনেমা নেই বহুদিন, ৬৯-এ এসে কোন পথে রোজগার করছেন রেখা

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, রেখা মোট ৩৩২ কোটি টাকার মালিক। মোটা টাকা আয় করেছেন সিনেমাতে অভিনয় করে। এখন তাঁর পারিশ্রমিক ১৪ কোটি টাকা। এখানেই শেষ নয়। বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি। যার জন্য মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। ছয় কোটি টাকা আয় করেন একটি সংস্থা থেকে। ২০১২ সালে রাজ্যসভার সদস্য হয়েছিলেন। সেখান থেকেও এক লক্ষ টাকা সাম্মানিক পেয়ে থাকেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া তো ভীষণ সক্রিয় বর্ষীয়ান অভিনেত্রী। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে মোটা টাকা আয় করে থাকেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রিয়ালিটি শো গুলোতে রেখার উপস্থিতি চোখে পড়ার মতো। সেখান থেকেও নেহাত কম আয় হয় না। এত সবকিছু ক্ষেত্রে মোটা টাকা আয় করার ফলে বিলাসিতা সঙ্গে জীবন কাটান অভিনেত্রী রেখা।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.