গত ২৭ নভেম্বর পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তীর বিয়ের খবর জানাজানি হতে হইচই পড়ে গিয়েছিল। নতুন জুটিকে নিয়ে রীতিমতো কটাক্ষের বন্যা বয়ে যায় আর। এই বিতর্কের মাঝে আর একটি নাম বারবার উঠে এসেছিল, তিনি অনুপম রায় (Anupam ray)। কিন্তু আপনি কি জানেন? পিয়ার সঙ্গে বিয়ে হওয়ার আগে অনুপমের আরো একটি বিয়ে হয়েছিল। যেখানে পিয়াকে অনুপমের প্রাক্তন বলা হয়, সেখানে খোদ অনুপম কারো প্রাক্তন ছিলেন। পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়ার বিয়েটা সাধারন মানুষ ভালোভাবে নেয়নি। পরমব্রত চট্টোপাধ্যায় একজন এলিজাবেল ব্যাচেলার ছিলেন। যাঁর জীবন নিয়ে সাধারণ মানুষের মধ্যে চর্চা ব্যাপক মাত্রায় ছিল। কিন্তু অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করে রাতারাতি সাধারণ মানুষের চোখে ভিলেন হয়ে গিয়েছেন তিনি। অভিনেতার পুরনো সমস্ত সম্পর্ক আর একবার উঠে এসেছে চর্চার কেন্দ্রবিন্দুতে। ছাড়া হয়নি পিয়াকেও।
বিয়ের কথা জানাজানি হতে পিয়া চক্রবর্তী হয়ে যান অনুপমের প্রাক্তন। তবে নিজেও চুপ করে থাকেন নি তিনি। পিয়া প্রথম দিকে কিছু না বললেও পরে সংবাদমাধ্যমে বলেন, আমি যদি কারো প্রাক্তন হয়ে থাকি, তাহলে পরমব্রত এবং অনুপম কারো প্রাক্তন। আমার যদি এটা দ্বিতীয় বিয়ে হয়ে থাকে, তাহলে অনুপম আমার সঙ্গে বিয়ের আগে আরেকটি বিয়ে হয়েছিল। অনুপমের প্রথম বিয়ের প্রসঙ্গটা অনেকেই হয়তো জানেন না। অনুপম তখনো বিখ্যাত হননি। তার আগে তিনি বিয়ে করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়ার সময় এক বান্ধবীর প্রেমে পড়েন তিনি। পরে তাঁকেই বিয়ে করেছিলেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে অনুপম বেঙ্গালুরু চলে যান। সেখানেই ঘর বাঁধেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ঘর ভেঙে যায়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, জীবনে পিয়া চক্রবর্তী প্রবেশ করার পরেই সংসার ভেঙেছিল অনুপমের। তবে প্রথম স্ত্রীর নাম ধাম কেউ কোনদিন জানতে পারেনি। প্রথম বিয়ে ভাঙার কিছুদিনের মধ্যেই অনুপম পিয়াকে বিয়ে করেন। দীর্ঘ ছয় বছর একসঙ্গে সংসার করেছিলেন। কিন্তু পরমব্রত সঙ্গে আলাপ হওয়ার পর সেই সংসারে আগুন ধরে। দূরত্ব তৈরি হয় দুজনের মধ্যে। অচিরেই ভেঙে যায় সম্পর্ক। অনুপমের সঙ্গে বিচ্ছেদের দু'বছরের মাথাতেই পিয়া চক্রবর্তী বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়কে।
বিয়ের কথা জানাজানি হতে পিয়া চক্রবর্তী হয়ে যান অনুপমের প্রাক্তন। তবে নিজেও চুপ করে থাকেন নি তিনি। পিয়া প্রথম দিকে কিছু না বললেও পরে সংবাদমাধ্যমে বলেন, আমি যদি কারো প্রাক্তন হয়ে থাকি, তাহলে পরমব্রত এবং অনুপম কারো প্রাক্তন। আমার যদি এটা দ্বিতীয় বিয়ে হয়ে থাকে, তাহলে অনুপম আমার সঙ্গে বিয়ের আগে আরেকটি বিয়ে হয়েছিল। অনুপমের প্রথম বিয়ের প্রসঙ্গটা অনেকেই হয়তো জানেন না। অনুপম তখনো বিখ্যাত হননি। তার আগে তিনি বিয়ে করেছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়ার সময় এক বান্ধবীর প্রেমে পড়েন তিনি। পরে তাঁকেই বিয়ে করেছিলেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে অনুপম বেঙ্গালুরু চলে যান। সেখানেই ঘর বাঁধেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ঘর ভেঙে যায়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, জীবনে পিয়া চক্রবর্তী প্রবেশ করার পরেই সংসার ভেঙেছিল অনুপমের। তবে প্রথম স্ত্রীর নাম ধাম কেউ কোনদিন জানতে পারেনি। প্রথম বিয়ে ভাঙার কিছুদিনের মধ্যেই অনুপম পিয়াকে বিয়ে করেন। দীর্ঘ ছয় বছর একসঙ্গে সংসার করেছিলেন। কিন্তু পরমব্রত সঙ্গে আলাপ হওয়ার পর সেই সংসারে আগুন ধরে। দূরত্ব তৈরি হয় দুজনের মধ্যে। অচিরেই ভেঙে যায় সম্পর্ক। অনুপমের সঙ্গে বিচ্ছেদের দু'বছরের মাথাতেই পিয়া চক্রবর্তী বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায়কে।
No comments:
please do not enter any spam link in the comment box