Salman khan property: রক্তের সম্পর্কে কেউ নয়, সম্পত্তির একটি বড় অংশ লিখে দিলেন সালমান খান, জানেন তিনি কে ?
৫৯ বছরের পা দিয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। একের পর এক সিনেমা এবং সঞ্চালনার দায়িত্ব তিনি যেভাবে পালন করে চলেছেন তাতেই বোঝা যাচ্ছে ভাইজানের গাড়ি এত সহজে থামবে না। তিনি অকৃতদার। বিয়ে করেননি। কোন ওয়ারিশ নেই। অথচ বিপুল সম্পত্তির মালিক তিনি। এখন প্রশ্ন কয়েক হাজার কোটি টাকার এই সম্পত্তি কে সামলাবে? কাকে দিয়ে যাবেন সালমান খান? সালমানের অবর্তমানে কি হবে এই ঐশ্বর্যের?
নিজের কোন সন্তান না থাকলেও ভাই বোনেদের সন্তানদের নিয়ে সালমান খানের পরিবার বেশ জমজমাট। কিন্তু ভাইজানের এই বিশাল পরিমাণ অর্থের ভাগীদার হবেন কে? কাকে দিয়ে যাবেন তিনি তার সম্পত্তি? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে চলুন জেনে নিন সালমান খানের কাছে কত টাকা সম্পত্তি আছে?
কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও বাবা এবং মায়ের সঙ্গে মুম্বাইয়ের galaxy অ্যাপার্টমেন্টে থাকেন সালমান খান। এই ফ্ল্যাট ছাড়া মহারাষ্ট্রের পনভেলে ১৫০ একর এলাকা জুড়ে একটি বিশাল খামারবাড়ি রয়েছে ভাইজানের। সেখানে প্রায় ছুটি কাটাতে যান তিনি। এই খামার বাড়িতে সুইমিং পুল থেকে শুরু করে অত্যাধুনিক জিম সবকিছুই আছে। আধুনিক এই খামারবাড়িতে লকডাউনের সময় দীর্ঘদিন ছিলেন সালমান খান। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সালমান খান ২৯০০ কোটি টাকার সম্পত্তির মালিক। খামারবাড়িটি ইতিমধ্যেই তিনি বোন অর্পিতার নামে লিখে দিয়েছেন। সেলিম খান এবং সালমান খানের দত্তক কন্যা অর্পিতাকে ভীষণ ভালোবাসেন তিনি। তাই সকলের সম্মতিতেই কোটি টাকার সম্পত্তির মালিক করা হয়েছে অর্পিতাকে। খামারবাড়িটি অর্পিতাকে দিয়ে দিল ভাইজানের সম্পত্তির একটা বিরাট অংশ ট্রাস্টে দান করা হবে বলে লিখে দিয়েছেন সালমান খান। এই মুহূর্তে সালমান খানের বার্ষিক আয় ২২০ কোটি টাকা। ৬০ বছরের দোরগোড়ায় পৌঁছালেও সালমান খান এখনই থামতে চান না। তাঁর লক্ষ্য আরো অনেক দূর। তবে এখন উপার্জনের বেশিরভাগ অংশ ভাইপো-ভাগ্নেদের চাহিদা মেটাতে খরচ করেন। এছাড়া সমাজসেবামূলক কাজেও অনুদান দিয়ে থাকেন।
নিজের কোন সন্তান না থাকলেও ভাই বোনেদের সন্তানদের নিয়ে সালমান খানের পরিবার বেশ জমজমাট। কিন্তু ভাইজানের এই বিশাল পরিমাণ অর্থের ভাগীদার হবেন কে? কাকে দিয়ে যাবেন তিনি তার সম্পত্তি? এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে চলুন জেনে নিন সালমান খানের কাছে কত টাকা সম্পত্তি আছে?
কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও বাবা এবং মায়ের সঙ্গে মুম্বাইয়ের galaxy অ্যাপার্টমেন্টে থাকেন সালমান খান। এই ফ্ল্যাট ছাড়া মহারাষ্ট্রের পনভেলে ১৫০ একর এলাকা জুড়ে একটি বিশাল খামারবাড়ি রয়েছে ভাইজানের। সেখানে প্রায় ছুটি কাটাতে যান তিনি। এই খামার বাড়িতে সুইমিং পুল থেকে শুরু করে অত্যাধুনিক জিম সবকিছুই আছে। আধুনিক এই খামারবাড়িতে লকডাউনের সময় দীর্ঘদিন ছিলেন সালমান খান। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সালমান খান ২৯০০ কোটি টাকার সম্পত্তির মালিক। খামারবাড়িটি ইতিমধ্যেই তিনি বোন অর্পিতার নামে লিখে দিয়েছেন। সেলিম খান এবং সালমান খানের দত্তক কন্যা অর্পিতাকে ভীষণ ভালোবাসেন তিনি। তাই সকলের সম্মতিতেই কোটি টাকার সম্পত্তির মালিক করা হয়েছে অর্পিতাকে। খামারবাড়িটি অর্পিতাকে দিয়ে দিল ভাইজানের সম্পত্তির একটা বিরাট অংশ ট্রাস্টে দান করা হবে বলে লিখে দিয়েছেন সালমান খান। এই মুহূর্তে সালমান খানের বার্ষিক আয় ২২০ কোটি টাকা। ৬০ বছরের দোরগোড়ায় পৌঁছালেও সালমান খান এখনই থামতে চান না। তাঁর লক্ষ্য আরো অনেক দূর। তবে এখন উপার্জনের বেশিরভাগ অংশ ভাইপো-ভাগ্নেদের চাহিদা মেটাতে খরচ করেন। এছাড়া সমাজসেবামূলক কাজেও অনুদান দিয়ে থাকেন।
No comments:
please do not enter any spam link in the comment box