Couple marriage at train viral video: চলন্ত ট্রেনের মধ্যে যুগলের বিয়ে দিয়ে দিলেন যাত্রীরা, দেখুন সেই ভাইরাল ভিডিও

Couple marriage at train viral video: চলন্ত ট্রেনের মধ্যে যুগলের বিয়ে দিয়ে দিলেন যাত্রীরা, দেখুন সেই ভাইরাল ভিডিও
ভারতীয় হিন্দু সমাজে বিবাহ একটি সামাজিক রীতি। তবে ইদানিং বিয়ের ধরনের অনেক বদল এসেছে। এখন কেউ কেউ destination wedding করছেন। আবার অনেকে ছিমছাম দিয়ে পছন্দ করেন। কিন্তু এইসব বিয়ের মরশুমে একটা অদ্ভুত বিয়ে নজরে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। চলন্ত ট্রেনের মধ্যেই সিন্দুরদান থেকে মালাবদল সব হলো। আর সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।

Instagram এ ভিডিওটি পোস্ট করেছেন এক জনৈক্য ব্যক্তি। ভিডিওটি পোস্ট করা কয়েক ঘণ্টার মধ্যেই এক লক্ষ ৬৩ হাজার মানুষ দেখে ফেলেন সেটি। কি রয়েছে সেই ভিডিওতে? চলুন একবার দেখে নেওয়া যাক। বিয়ের মরসুম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে সেলিব্রেটিদের বিয়ের ছবি যখন রোজ রোজ ভাইরাল হচ্ছে, তখন চলন্ত ট্রেনে মালাবদল অভিনব ব্যাপার বই কি! এমনটা তো সাধারণত কখনো ঘটতে দেখা যায় না। ভিডিওতে দেখা গিয়েছে, প্রচন্ড ভিড় ট্রেনের মধ্যে এক যুবক এক যুবতীর সিঁথি গেরুয়া সিঁদুরে রাঙিয়ে দিলেন। তারপর মঙ্গলসূত্র পড়িয়ে নিজের করে নিলেন তাঁকে। এরপর হল রজনীগন্ধা ফুলের মালায় মালা বদল। চারিদিকে তখন ক্যামেরাবন্দি হচ্ছেন এই যুবক যুবতী।
Couple marriage at train viral video: চলন্ত ট্রেনের মধ্যে যুগলের বিয়ে দিয়ে দিলেন যাত্রীরা, দেখুন সেই ভাইরাল ভিডিও

ভিডিওটি যদি ভালো করে দেখা যায় তাহলে আপনি বুঝতে পারবেন, বাড়ি থেকে প্রস্তুত হয়ে বেরিয়েছিল ওই যুবক-যুবতী। কারণ ব্যাগের মধ্যে তাঁদের মঙ্গলসূত্র এবং মালা সব মজুত ছিল। কিন্তু যেখানে গিয়ে বিয়ে করার কথা তার অনেক আগেই বিয়ে করে ফেললেন ট্রেনের মধ্যে। সেই বিয়ের সাক্ষী থাকলো এক কামরা যাত্রী। তবে ঘটনাটি বাংলার নয় তা স্পষ্ট। কারণ পশ্চিমবঙ্গে গেরুয়া সিঁদুরে সিঁদুর দান হয় না। ভিডিওটি নিয়ে নানা ধরনের মন্তব্য এসেছে। কেউ নববিবাহিত দম্পতির সাহসিকতার প্রশংসা করেছেন। কেউ আবার মুখ বেঁকিয়েছেন । তবে একজন লিখেছেন, এটা সোশ্যাল ম্যারেজ নয়। ট্রেন ম্যারেজ।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.