Double meaning Bollywood songs: ৯০ -এর দশকে বলিউডের সুপারহিট অশ্লীল হিন্দি গান, শুনলে কানে আঙুল দিতে হয়

Double meaning Bollywood songs: ৯০ -এর দশকে বলিউডের সুপারহিট অশ্লীল হিন্দি গান, শুনলে কানে আঙুল দিতে হয়
হিন্দি সিনেমাতে গান একটি আবশ্যিক বিষয়। বাণিজ্যিক ছবিতে গান ছাড়া কল্পনা করা যায় না। তবে অনেকেই অভিযোগ করেন এখন আর সিনেমাতে তেমন গান তৈরি হয় না। যেমনটা হতো ৮০ বা ৯০ এর দশকে। সেই সব গানগুলি রিমিক্স করে পরিবেশনা করা হচ্ছে এখন। কুমার শানু বা অলকা ইয়াগনিক এর গলায় গান আজও মানুষ গুন গুন করে। তবে সব গান খুব সুন্দর হতো তেমনটা নয়, এই গানগুলোর মধ্যে এমন কিছু গান আছে যা ছিল ডবল মিনিং। অর্থাৎ গানগুলি দুই রকমের অর্থের আঙ্গিকে তৈরি করা হত। আজ তেমন তিনটি গান সম্পর্কে আপনাদের জানাবো।

'চড় গ্যায়া উপর রে, অটরিয়া পে লোটান কবুতর রে'

১৯৯৩ সালে মুক্তি পেয়েছিল পার্থ ঘোষ পরিচালিত দালাল সিনেমাটি। এই সিনেমার সবকটি গান ভীষণ জনপ্রিয় হয়েছিল। তার মধ্যে এই গানটি বেশি জনপ্রিয় হয়। এই গানে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও আয়েশা জুলকা। গানটি গেয়েছিলেন বাপ্পি লাহিড়ী, অলকা ইয়াগ্নিক, ইলা অরুণ এবং কুমার শানু। লিখেছিলেন মায়া গোবিন্দ এবং সংগীত পরিচালনা করেছিলেন বাপ্পি লাহিড়ী। এই গানটি গাওয়ার জন্য সেই সময় বহু তরুণ তরুণীকে বাবা-মার কাছে বকুনি খেতে হতো।

'চোলি কে পিছে কেয়া হ্যায়'

এই গানটি শুধু ভারতে নয়, সারা বিশ্বে জনপ্রিয়। এত জনপ্রিয় গান হওয়া সত্ত্বেও বড়দের সামনে একটি গাওয়া যায় না। গানের শব্দ এতটাই অশ্লীল যে গানটি গাইতে গেলে অস্বস্তি হয় সকলের। খলনায়ক সিনেমার এই বিখ্যাত গানটিতে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। গানটি গেয়েছিলেন আলকা ইয়াগ্নিক এবং ইলা অরুণ। গানটি লিখেছিলেন আনন্দ বকশি। আর কম্পোজ করেছিলেন লক্ষীকান্ত পেয়ারেলাল।

'সরকাই লো খাটিয়া জাড়া লাগে'

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত রাজাবাবু সিনেমার এই গানে অভিনয় করেছিলেন গোবিন্দা এবং করিশমা কাপুর। এই গানটি শব্দ চয়ণ অনেকবার বিতর্ক তৈরি করেছিল। সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল সকলের মনে। গানটি গিয়েছিলেন কুমার শানু এবং পূর্ণিমা। গান কম্পোজ করেছিলেন আনন্দ মিলিন্দ।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.