Ramayan serial fame actor: অভিনয় ছেড়ে ঘুরে গিয়েছে ভাগ্য, বলিউড ছেড়ে রামায়ণের লব এখন ১৪০০ কোটি টাকার মালিক

Ramayan serial fame actor: অভিনয় ছেড়ে ঘুরে গিয়েছে ভাগ্য, বলিউড ছেড়ে রামায়ণের লব এখন ১৪০০ কোটি টাকার মালিক
দূরদর্শনের সর্বাধিক জনপ্রিয় ধারাবাহিক ‘রামায়ণ’। সম্প্রচার শুরু হয়েছিল ১৯৮৭ সালে। এই সিরিয়ালের জনপ্রিয়তা এত বছর পরেও বিন্দুমাত্র কমেনি। ২০২০ সালে লকডাউনের সময় দূরদর্শন ফের একবার সিরিয়ালটির পুনঃপ্রসারণ করেছিল, তখনও টিআরপি ছিল সবথেকে হাই। রামায়ণের উত্তর পর্বে লব আর কুশ ছিল গুরুত্বপূর্ণ চরিত্র। রামের ছেলে লবের ভূমিকায় অভিনয় করেছিলেন শিশু অভিনেতা ময়ূরেশ ক্ষেত্রমদে। ব্যাপক জনপ্রিয়তা পেলেও আর কোনও সিরিয়াল বা সিনেমার কাজ করেননি ময়ূরেশ।

রামায়ণ সিরিয়ালের যেসব অভিনেতারা অভিনয় করেছিলেন তারা আজও বিখ্যাত। তবে ধারাবাহিকের রাম সীতা এবং লক্ষণের চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের মানুষ খুব ভালোভাবে চিনলেও, রাম- সীতার দুই ছেলেকে অনেকের মনে নেই। রাম এবং সীতার দুই সন্তানের মধ্যে লবের ভূমিকায় অভিনয় করেছিলেন ময়ূরেশ। আর কুশের ভূমিকায় অভিনয় করেন স্বপ্নীল জোশি। পরবর্তীকালে স্বপ্নীল অভিনয় কে পেশা করেছিলেন। বর্তমানে হিন্দি এবং মারাঠি সিনেমা জগতে অন্যতম জনপ্রিয় নাম স্বপ্নীল। কুশের ভূমিকায় অভিনয় করার পর রামানন্দ সাগরের 'শ্রীকৃষ্ণ' ধারাবাহিকে কৃষ্ণের ভূমিকায় কাজ করেছিলেন তিনি। কিন্তু ময়ূরেশ অভিনয় পেশা ছেড়ে দিয়ে অন্য পথ বেছে নিয়েছিলেন।
Ramayan serial fame actor: অভিনয় ছেড়ে ঘুরে গিয়েছে ভাগ্য, বলিউড ছেড়ে রামায়ণের লব এখন ১৪০০ কোটি টাকার মালিক

১৯৭৬ সালে মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়। এই অভিনেতার বাবা মা এবং ভাইকে নিয়ে ছোট পরিবার ছিল তার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালো লাগা ছিল বলে পাঁচ বছর বয়সেই রামায়ণে লবের ভূমিকায় অভিনয় করার সুযোগ হাতছাড়া করেননি। কিন্তু রামায়ণ যখন শেষ হয় তখন তার বয়স ১৩ বছর। পড়াশোনায় যাতে কোন ক্ষতি না হয় তাই অভিনয় ছেড়ে দেন।
Ramayan serial fame actor: অভিনয় ছেড়ে ঘুরে গিয়েছে ভাগ্য, বলিউড ছেড়ে রামায়ণের লব এখন ১৪০০ কোটি টাকার মালিক

রামায়ণ ধারাবাহিক শেষ হবার পর ময়ূরেশের মনে হয় পড়াশোনায় মন দেওয়া উচিত। স্কুল এবং কলেজের পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পাড়ি দিয়েছিলেন। টেক্সাসে অর্থনীতিতে এম এস শেষ করে নিজের ক্যারিয়ার শুরু করেন। জানা গিয়েছে, ২০০৩ সালে ওয়ার্ল্ড ব্যাংকের একজন গবেষক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন তিনি। ২০১৬ সালের তিনি কমিশন জংশনে যোগদান করেন। এবং ২০১৯ সালের কোম্পানির সিইও পদে উন্নীত হন। প্রাক্তন এই অভিনেতার নেতৃত্বে ২০২২ সালে ওই কোম্পানির বাজার মূল্য ১৪০০ কোটি টাকা দাঁড়িয়েছে। এই মুহূর্তে পুরো পরিবার নিয়ে নিউ ইয়র্কে বসবাস করেন ময়ূরেশ।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.