Bangla cinema actor Shankar Chakraborty: “মুখের উপর পা তুলে দেয়!” নতুন প্রজন্মের নায়ক-নায়িকাদের ধুয়ে দিলেন শংকর চক্রবর্তী
বাংলা সিরিয়াল তো বটেই, বাংলা সিনেমার ও জনপ্রিয় অভিনেতা শংকর চক্রবর্তী (Shankar Chakraborty)। বিগত বেশ কয়েক দশক ধরে বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তিনি। একজন অসামান্য অভিনেতা হওয়া সত্বেও তাঁকে টলিউড সেভাবে ব্যবহার করতে পারেনি। এই নিয়ে বারবার দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা। এবার তাঁর মুখে শোনা গেল নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে একরাশ ক্ষোভ। কেন এত রেগে গেলেন তিনি?
সম্প্রতি সৌরভ চক্রবর্তী এর নতুন সিনেমার প্রেস রিলিজ এ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শংকর চক্রবর্তী। বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কথা উঠে আসে। এই প্রসঙ্গে বেশ বিরক্ত এই অভিনেতা। নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা কিভাবে সিনিয়রদের অসম্মান করেন, তা নিয়েও কয়েকটি কথা বলেন তিনি। শংকর চক্রবর্তী বলেন, ‘উঠে গেছে সব। এখন আর সিনিয়রদের সম্মান করার ব্যাপার নেই। বিশেষ করে নতুন অভিনেতা অভিনেত্রী যারা আছেন, তাদের মধ্যে একদমই ব্যাপারটা নেই। সামনে কোন সিনিয়র অভিনেতা বসে থাকলে তার সামনেই পা তুলে দিচ্ছে। সামান্য সৌজন্য বোধটুকু নেই’।
তিনি আরো বলেন, ‘আমরা প্রচুর সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, কালি বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, অনুপ কুমার, সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জি। ওনারা যখন সেটে আসেন তখন আমরা উঠে দাঁড়িয়ে পড়তাম। এখনো তথস্থ হয়ে যায়। এখন সবকিছু রিলিস করে সেটে আসে’। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের কাজ সম্পর্কে তিনি বলেন, “এখনকার ছেলে মেয়েরা কাজে মন দেয় না। পরিচালকরা কিছু বললে শোনে না। স্ক্রিপ্ট পড়েও আসে না। অথচ যখন টিআরপি পেয়ে যায় তখন তারা ভেবে নেয় সিরিয়াল তাদের জন্যই জনপ্রিয় হয়েছে। অভিনেতা আরো বলেন, “যেদিন থেকেই ফিল্মে শুট হওয়া বন্ধ হয়ে চিপে শুট হওয়া শুরু হয়েছে তখন থেকেই পরিচালকদের কাজ পাল্টে গেছে। সবাই সব শর্ট ক্লোজ নেন, ওয়াস্ট নেন। আসলে এদের এডিটিং এর বিষয়গুলি মাথায় থাকে না। এভাবেই কাজ করতে হবে কিছু করার নেই।” সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের ওপর নির্ভর করে এখন কে কাজ পাবে আর কে কাজ পাবে না তা নির্ধারণ হয়। এই প্রসঙ্গে প্রশ্ন করায় অভিনেতা বলেন, “এই বিষয়টি আমার সঠিক বলে মনে হয় না। কিন্তু কিছু করার নেই। চ্যানেলও তাই করছে। আমরা রয়েছি বাবা কাকা জ্যাঠার রোল করব বলে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে কাজ পাব কিনা সন্দেহ। তখন হয়তো এই চরিত্রেও নতুন মুখ খুঁজবে পরিচালকরা। তবে এখনও যে নিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ চ্যানেল, পরিচালক এবং লেখকদের কাছে।”
সম্প্রতি সৌরভ চক্রবর্তী এর নতুন সিনেমার প্রেস রিলিজ এ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শংকর চক্রবর্তী। বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কথা উঠে আসে। এই প্রসঙ্গে বেশ বিরক্ত এই অভিনেতা। নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা কিভাবে সিনিয়রদের অসম্মান করেন, তা নিয়েও কয়েকটি কথা বলেন তিনি। শংকর চক্রবর্তী বলেন, ‘উঠে গেছে সব। এখন আর সিনিয়রদের সম্মান করার ব্যাপার নেই। বিশেষ করে নতুন অভিনেতা অভিনেত্রী যারা আছেন, তাদের মধ্যে একদমই ব্যাপারটা নেই। সামনে কোন সিনিয়র অভিনেতা বসে থাকলে তার সামনেই পা তুলে দিচ্ছে। সামান্য সৌজন্য বোধটুকু নেই’।
তিনি আরো বলেন, ‘আমরা প্রচুর সিনিয়র অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি। সৌমিত্র চট্টোপাধ্যায়, কালি বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, অনুপ কুমার, সত্য বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জি। ওনারা যখন সেটে আসেন তখন আমরা উঠে দাঁড়িয়ে পড়তাম। এখনো তথস্থ হয়ে যায়। এখন সবকিছু রিলিস করে সেটে আসে’। নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের কাজ সম্পর্কে তিনি বলেন, “এখনকার ছেলে মেয়েরা কাজে মন দেয় না। পরিচালকরা কিছু বললে শোনে না। স্ক্রিপ্ট পড়েও আসে না। অথচ যখন টিআরপি পেয়ে যায় তখন তারা ভেবে নেয় সিরিয়াল তাদের জন্যই জনপ্রিয় হয়েছে। অভিনেতা আরো বলেন, “যেদিন থেকেই ফিল্মে শুট হওয়া বন্ধ হয়ে চিপে শুট হওয়া শুরু হয়েছে তখন থেকেই পরিচালকদের কাজ পাল্টে গেছে। সবাই সব শর্ট ক্লোজ নেন, ওয়াস্ট নেন। আসলে এদের এডিটিং এর বিষয়গুলি মাথায় থাকে না। এভাবেই কাজ করতে হবে কিছু করার নেই।” সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের ওপর নির্ভর করে এখন কে কাজ পাবে আর কে কাজ পাবে না তা নির্ধারণ হয়। এই প্রসঙ্গে প্রশ্ন করায় অভিনেতা বলেন, “এই বিষয়টি আমার সঠিক বলে মনে হয় না। কিন্তু কিছু করার নেই। চ্যানেলও তাই করছে। আমরা রয়েছি বাবা কাকা জ্যাঠার রোল করব বলে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে কাজ পাব কিনা সন্দেহ। তখন হয়তো এই চরিত্রেও নতুন মুখ খুঁজবে পরিচালকরা। তবে এখনও যে নিচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ চ্যানেল, পরিচালক এবং লেখকদের কাছে।”
No comments:
please do not enter any spam link in the comment box