Amitabha Bachchan wear Neela and panna: কেন হাতে পান্না আর নীলা পড়ে থাকেন অমিতাভ বচ্চন, এর কী ব্যাখ্যা ?

Amitabha Bachchan wear Neela and panna: কেন হাতে পান্না আর নীলা পড়ে থাকেন অমিতাভ বচ্চন, এর কী ব্যাখ্যা ?
২০২৩ সালে ভারতে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয়েছিল। ফাইনালে ওঠে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামে বিরাট কোহলীরা। সারা দেশবাসীর মতো ‘বিগ বি’ অমিতাভ বচ্চনও উচ্ছ্বসিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন তিনি। তবে জানিয়ে দেন, ফাইনাল খেলা তিনি দেখবেন না। তাহলে ভারত হেরে যাবে। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয় ভারত। সে অন্য প্রসঙ্গ। অনেক মানুষের মতো বিগ বিও কুসংস্কারে বিশ্বাসী। তিনি মনে করেন, তিনি যদি খেলা দেখতে বসেন, তাহলে ভারত নির্ধারিতভাবে ভারত হেরে যাবে। শুধু তাই নয়, অমিতাভ বচ্চন হাতে কয়েকটি আংটি পড়েন। সাধারণ মানুষের মতো তিনিও জ্যোতিষে বিশ্বাসী।
আমরা সবাই জানি, ABCL কোম্পানি খুলে রীতিমতো পথে বসার উপক্রম হয়েছিল বচ্চনের। কয়েকটি সিনেমা পর পর ফ্লপ করে। তার থেকেও বড় ব্যাপার ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তিনি। যা করতে গিয়ে বিরাট লোকসানের মুখে পড়েছিল তাঁর কোম্পানি। কয়েক শো কোটি টাকার ঋণে জর্জরিত হয়ে পড়েন। বাড়ি নিলামে ওঠার সম্ভাবনা দেখা দেয়। এই কঠিন সময়ে জ্যোতিষের শরণাপন্ন হয়েছিলেন তিনি। পাথরের উপর বিশ্বাস আছে অমিতাভ বচ্চনের। জীবনে অনেক ওঠা পড়ার মধ্য দিয়ে গিয়েছেন। তাই জ্যোতিষের পরামর্শে হাতে দুটি পাথর ধারণ করেছেন বিগ বি। একটি নীলা, অন্যটি পান্না। সাধারণ মানুষের বিশ্বাস, ঠিকঠাক গণনা না করে হাতে পাথর পড়লে জীবন বরবাদ হয়ে যেতে পারে। তাই চায় সঠিক জ্যোতিষীর পরামর্শ। তবে অমিতাভ বচ্চনের ক্ষেত্রে তেমনটা হয়নি। হাতের মধ্যমায় নীলা ধারণ করার পর থেকে ভাগ্য খুলে গিয়েছে তাঁর। জীবনের সব বাধা বিপত্তি কাটিয়ে ওঠেন। পাশাপাশি, জীবনে বুধের প্রভাব বাড়াতে হাতের কড়ে আঙুলে পান্না পড়ে থাকেন অমিতাভ বচ্চন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.