Agnipath movie fame actress: গ্ল্যামারে নায়িকাদের টেক্কা দেবে! ‘অগ্নিপথ’ সিনেমায় হৃত্বিক রোশনের বোনকে এখন চিনতেই পারবেন না

Agnipath movie fame actress: গ্ল্যামারে নায়িকাদের টেক্কা দেবে! ‘অগ্নিপথ’ সিনেমায় হৃত্বিক রোশনের বোনকে এখন চিনতেই পারবেন না
আগ সে লত পত , অগ্নিপথ, অগ্নিপথ। তেত্রিশ বছর আগের অমিতাভ বচ্চনের ‘অগ্নিপথ’ (Agneepath) যেমন বিরাট হিট হয়েছিল। ঠিক তেমনি .২০১২ সালে হৃত্বিক রোশনের ‘অগ্নিপথ’ ছিল আরেকটি বড় হিট সিনেমা। এক লাইনের গল্প মোটামুটি একই রকম হলেও সিনেমার চিত্রনাট্য ছিল সম্পূর্ণ আলাদা। এই ছবিতে বিশেষ করে নজর কেড়েছিলেন ঋষি কাপুর এবং সঞ্জয় দত্ত। এই দুই অভিনেতার অভিনয় সিনেমাটিকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছিল। তবে ঋত্বিক রোশন বা প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয় কোন অংশে কম ছিল না। এদের পাশাপাশি আরও একটি নতুন মুখকে সিনেমাতে দেখা গিয়েছিল। তিনি হলেন কণিকা তিওয়ারি।
Agnipath movie fame actress: গ্ল্যামারে নায়িকাদের টেক্কা দেবে! ‘অগ্নিপথ’ সিনেমায় হৃত্বিক রোশনের বোনকে এখন চিনতেই পারবেন না

কণিকা নামে তাকে কেউ খুব একটা চেনে না। এখনো তিনি পরিচিত ‘অগ্নিপথ’ ছবিতে ঋত্বিক রোশনের বোনের চরিত্রে। কণিকার অভিনীত চরিত্রটির নাম ছিল শিক্ষা। একটি সিনেমা কণিকাকে রাতারাতি লাইন লাইটে নিয়ে এসেছিল। ২০১২ সালে কণিকা যখন অগ্নিপথ ছবিতে অভিনয় করছিলেন তখন তিনি দশম শ্রেণীর ছাত্রী। অনেকেই জানেন না, কণিকা হলেন টিভি অভিনেত্রী দিব্যংকা ত্রিপাঠির বোন।
Agnipath movie fame actress: গ্ল্যামারে নায়িকাদের টেক্কা দেবে! ‘অগ্নিপথ’ সিনেমায় হৃত্বিক রোশনের বোনকে এখন চিনতেই পারবেন না

১২ বছর পর কণিকা এখন পূর্ণ যুবতী। আটাশ বছরের কণিকা বয় মিট গার্ল, রঙ্গন স্টাইল-এর মত বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন। তবে অগ্নিপথের মতো বড় কোন বাজেটের সিনেমাতে তাঁকে দেখা যায়নি। সিনেমা জগতে তেমন জনপ্রিয়তা না পেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি ভীষণ জনপ্রিয়। এখনকার কণিকাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হঠাৎ করে দেখলে বুঝতেই পারবেন না এই মেয়েটি ঋত্বিক রোশনের বোনের চরিত্রে অভিনয় করেছিল। সৌন্দর্যের দিক থেকে যে কোন বলিউড অভিনেত্রীদের পিছনে ফেলতে পারেন তিনি। এখন প্রায় সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে থাকেন এই অভিনেত্রী। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা বেশ নজর কাড়া। কণিকার ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে কণিকাকে আবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.