Pinky on Kanchan – Shreemoyee marriage: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে কাঞ্চন, সন্তানকে মানুষ করা নিয়ে কী বললেন পিঙ্কি?

Pinky on Kanchan – Shreemoyee marriage: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে কাঞ্চন, সন্তানকে মানুষ করা নিয়ে কী বললেন পিঙ্কি?
আইনি বিয়ে ইতিমধ্যেই সেরে ফেলেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। নিজের থেকে প্রায় দ্বিগুণ বয়সে প্রেমিকের সঙ্গে সম্পর্কে কখনোই সমাজ বাধা হয়ে দাঁড়ায়নি। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর গত ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার দিনে আইনি মতে চার হাত এক হয়েছে। এবার সামাজিকভাবে হওয়ার পালা। তার আগে প্রাক্তন স্বামীর নতুন বিয়ে নিয়ে কী বললেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়?

কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী ছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তাঁদের একটি পুত্র সন্তান হয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য জীবন কাটানোর পর চলতি বছরের ১০ই জানুয়ারি আইনি বিচ্ছেদ সম্পন্ন হয় দুজনের। তার ঠিক চারদিনের মাথায় প্রেমিকাকে বিয়ে করে ফেললেন কাঞ্চন মল্লিক। প্রাক্তন স্বামীর তৃতীয় বিবাহ নিয়ে মুখ খুললেন পিঙ্কি । জানালেন বর্তমানে তিনি এবং তাঁর সন্তান কেমন আছেন?

এদিন একটি সাক্ষাৎকারে পিঙ্কি জানিয়েছেন, আড়াই বছর ধরে একটা অশান্তির মধ্যে জীবন কাটিয়েছি। বর্তমানে কাঞ্চন বাবুর সঙ্গে আমাদের আর কোন সম্পর্ক নেই। আমি আর আমার ছেলে ভালই আছি। ওরা ভালো থাকুন নিজেদের মতো। ওরা যেটা সত্যি সেটাকে স্বীকৃতি দিয়েছেন। তবে অনেক তাড়াতাড়ি দিয়েছেন। এর জন্য সাধুবাদ প্রাপ্য। বর্তমানে পিঙ্কি তাঁর ছেলে ওশকে নিয়ে ঠাকুমা সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে থাকছেন। এখন তাঁদের তিন জনের সংসার। তবে কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ের ছবি তিনি দেখেছেন বলে জানিয়েছেন। এদিন পিঙ্কি স্পষ্ট ভাবে জানিয়ে দেন, তাঁরা মোটেই যৌথভাবে ছেলেকে মানুষ করবেন না। ছেলের দায়িত্ব এখন সম্পূর্ণ তাঁর একার। তবে ছেলে সবটাই জানে। পিঙ্কি জানান, ও সব জানে। আমার ছেলে সব দায়িত্ব আমি পালন করব। ছেলে চেয়েছিল ওর হেফাজত যেন আমি পাই। ও আমার সঙ্গেই থাকতে চায়।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.