Abhishek Bachchan and Karishma Kapoor marriage: টাকা দিতে রাজি হননি! অমিতাভের জন্যই ভেঙে যায় ছেলে অভিষেকের বিয়ে

Abhishek Bachchan and Karishma Kapoor marriage: টাকা দিতে রাজি হননি! অমিতাভের জন্যই ভেঙে যায় ছেলে অভিষেকের বিয়ে
হিন্দি সিনেমা জগতে বচ্চন পরিবারের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি আছে। যা সব থেকে বড় কারণ স্বয়ং অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশাহ এবং তাঁর স্ত্রী জয়া বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ ২,৮০০ কোটি টাকা। প্রায় কুড়ি বছর আগে অমিতাভ-জয়ার পুত্র অভিষেক বচ্চন ও ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তবে বাবার মতো সাফল্যে তিনি পাননি। আর এই সাফল্য অধরা থাকার কারণেই বিয়ে ভেঙে গিয়েছিল অভিষেক বচ্চনের।

অমিতাভ বচ্চনের সুযোগ্য সন্তান তিনি হয়ে উঠতে পারেননি। বরং নাম ডুবিয়েছেন। এই কথা বলে প্রকাশ্যেই এক মহিলা একবার অভিষেক বচ্চনকে চড় মেরেছিলেন। যদিও অভিষেক বচন নিজের দক্ষতার পরিচয় ইতিমধ্যেই দিয়েছেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার পর তাঁকে যে করা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল, তার জেরে ব্যক্তিগত জীবনে রীতিমতো ঝড় বয়ে যায়। ২০০১ সালে 'রিফিউজি' ছবির হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন অভিষেক বচ্চন। কিন্তু প্রথম থেকেই বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর তুলনা টানা হত। অনেকেই বলেছেন, বাবার মত অভিনয় তিনি পারেন না। বাবার পরিচয়ে পরিচিতি পেয়েছেন অভিষেক বচ্চন। এইসব নানান কথায় বিদ্ধ হতে হয়েছে তাঁকে। আর ঠিক এই কারণেই বাগদানের পরেও করিশ্মা কাপুরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক ভেঙে যায়।
Abhishek Bachchan and Karishma Kapoor marriage: টাকা দিতে রাজি হননি! অমিতাভের জন্যই ভেঙে যায় ছেলে অভিষেকের বিয়ে

বচ্চন পরিবারের পাশাপাশি বলিউডে কাপুর পরিবারের রমরমা ও আছে বিরাট। সেই বংশেরই মেয়ে করিশ্মা কাপুরের প্রেমে পড়েছিলেন অভিষেক। বিয়ে পর্যন্ত কথা এগিয়ে ছিল। কিন্তু ঠিক বিয়ের আগেই করিশমার মা ববিতা বেঁকে বসেন। অভিষেককে তাঁর যোগ্য জামাই বলে মনে হয়নি। তবে বিয়ে তিনি দেবেন বিনিময়ে অমিতাভ বচ্চনের সামনে একটি কঠিন শর্ত রেখেছিলেন।
Abhishek Bachchan and Karishma Kapoor marriage: টাকা দিতে রাজি হননি! অমিতাভের জন্যই ভেঙে যায় ছেলে অভিষেকের বিয়ে

তৎকালীন সময়ে করিশ্মা কাপুর একজন সুপারস্টার। অন্যদিকে অভিষেক স্ট্রাগল করে চলেছেন। এমন ছেলের হাতে মেয়েকে তুলে দিতে রাজি হননি ববিতা কাপুর। তাই তিনি অমিতাভ বচ্চনকে সম্পত্তির অর্ধেক অংশ অভিষেকের নামে লিখে দেওয়ার কথা বলেন। প্রকাশ্যেই অভিষেকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ববিতা। বলা বাহুল্য অমিতাভ বচ্চন ছেলের বিয়ের জন্য সম্পত্তির ভাগাভাগির প্রস্তাব মেনে নিতে পারেননি। কাজেই ভেঙে যায় অভিষেক ও করিশ্মার বিয়ে। এই বিয়েতে বেঁকে বসেছিলেন জয়া বচ্চনও। কাজেই করিশ্মাকে চিরদিনের জন্য ভুলে যেতে বাধ্য হন অভিষেক। পরে অবশ্য রানী মুখার্জীর সঙ্গে সম্পর্কে জড়ালেও সেই সম্পর্ক ভেঙে যায়। করিশ্মা, রানীদের টপকে বচ্চন পরিবারের বৌমার মর্যাদা ছিনিয়ে নেন ঐশ্বর্য রাই বচ্চন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.