দক্ষিণ থেকে এসেছিলেন বলিউডে। তারপর দাপটে সঙ্গে ৯০ দশকের কয়েক বছর রাজত্ব করেছিলেন অভিনেত্রী রম্ভা। যেমন সুন্দরী তেমন দক্ষ অভিনেত্রী। আর এই দুই গুণের কারণে সাধারণ ভক্তদের মধ্যে ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। সালমান খান, সুনীল শেট্টি থেকে শুরু করে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। ভবিষ্যৎ খুব উজ্জ্বল ছিল। কিন্তু সবকিছু ছেড়েছুড়ে হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে গেলেন রম্ভা। এখন তিনি কোথায় আছেন জানেন?
প্রকৃত নাম বিজয় লক্ষী। বলিউডে স্বর্গের অপ্সরা রম্ভার নামে বেশি পরিচিত ছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে মালায়ালাম ছবি 'সরগম'-এর হাত ধরে অভিনয় দুনিয়াতে প্রবেশ করেন। এরপর তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরি, হিন্দি, এমনকি ইংরেজি ভাষা ছবিতেও কাজ করেছেন। সেই সঙ্গে টিভি সিরিয়ালে দেখা গিয়েছিল। বলিউডের তাঁর জনপ্রিয় ছবির নাম জুড়ুয়া, বন্ধন, কিউ কি মে ঝুট নেহি বোলতা ইত্যাদি তাঁকে ভালো পরিচিত দিয়েছিল। ৩ দশকের ক্যারিয়ারের অর্থ, খ্যাতি সবই পেয়েছিলেন। কিন্তু বিয়ের পর জীবনে অন্ধকার নেমে আসে। ২০১০ সালে কানাডার ব্যবসায়ী ইন্দ্র কুমার পাঠমন্থনকে বিয়ে করে বিদেশে পাড়ি দেন। কিন্তু এই বিয়ে তাঁর কাছে ছিল দুঃ স্বপ্নের মত।
বিয়ের পর হানিমুনে গিয়ে রম্ভা জানতে পারেন তার স্বামী ইন্দ্রকুমার তাকে ঠকিয়েছেন। ইন্দ্র কুমার বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তিনি রম্ভাকে বিয়ে করেন। এই দুঃসংবাদ পেয়ে রম্ভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি ইন্দ্রকুমারের সঙ্গে সংসার করতে চাননি। পরে অবশ্য সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি ইন্দ্রকুমারকে ডিভোর্স দিতে চাননি।এরপর কানাঘুষোয় শোনা যায় রম্ভার কথায় প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন ইন্দ্র কুমার। তারপর রম্ভা আবার ফিরে আসেন তার বাড়িতে। কিন্তু বিয়ের পর আর অভিনয়ে ফেরেননি রম্ভা। পরবর্তী দিনে তাকে বিভিন্ন রিয়েলিটি শোতে কখনও অতিথি শিল্পী, কখনও বিচারকের আসনে দেখা গিয়েছে। বিয়ের পর অভিনেত্রী দুই কন্যা এবং এক পুত্র সন্তান জন্ম দেন।
রম্ভার বয়স এখন ৪৬ বছর। আজও তার জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। অভিনয় দুনিয়া থেকে দূরে থাকলেও তার অনুরাগীদের সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তিনি। সেখানে সাড়ে চার লক্ষের বেশি মানুষ তাকে ফলো করছেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেন।
প্রকৃত নাম বিজয় লক্ষী। বলিউডে স্বর্গের অপ্সরা রম্ভার নামে বেশি পরিচিত ছিলেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে মালায়ালাম ছবি 'সরগম'-এর হাত ধরে অভিনয় দুনিয়াতে প্রবেশ করেন। এরপর তামিল, তেলেগু, বাংলা, ভোজপুরি, হিন্দি, এমনকি ইংরেজি ভাষা ছবিতেও কাজ করেছেন। সেই সঙ্গে টিভি সিরিয়ালে দেখা গিয়েছিল। বলিউডের তাঁর জনপ্রিয় ছবির নাম জুড়ুয়া, বন্ধন, কিউ কি মে ঝুট নেহি বোলতা ইত্যাদি তাঁকে ভালো পরিচিত দিয়েছিল। ৩ দশকের ক্যারিয়ারের অর্থ, খ্যাতি সবই পেয়েছিলেন। কিন্তু বিয়ের পর জীবনে অন্ধকার নেমে আসে। ২০১০ সালে কানাডার ব্যবসায়ী ইন্দ্র কুমার পাঠমন্থনকে বিয়ে করে বিদেশে পাড়ি দেন। কিন্তু এই বিয়ে তাঁর কাছে ছিল দুঃ স্বপ্নের মত।
বিয়ের পর হানিমুনে গিয়ে রম্ভা জানতে পারেন তার স্বামী ইন্দ্রকুমার তাকে ঠকিয়েছেন। ইন্দ্র কুমার বিবাহিত ছিলেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তিনি রম্ভাকে বিয়ে করেন। এই দুঃসংবাদ পেয়ে রম্ভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি ইন্দ্রকুমারের সঙ্গে সংসার করতে চাননি। পরে অবশ্য সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি ইন্দ্রকুমারকে ডিভোর্স দিতে চাননি।এরপর কানাঘুষোয় শোনা যায় রম্ভার কথায় প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন ইন্দ্র কুমার। তারপর রম্ভা আবার ফিরে আসেন তার বাড়িতে। কিন্তু বিয়ের পর আর অভিনয়ে ফেরেননি রম্ভা। পরবর্তী দিনে তাকে বিভিন্ন রিয়েলিটি শোতে কখনও অতিথি শিল্পী, কখনও বিচারকের আসনে দেখা গিয়েছে। বিয়ের পর অভিনেত্রী দুই কন্যা এবং এক পুত্র সন্তান জন্ম দেন।
রম্ভার বয়স এখন ৪৬ বছর। আজও তার জনপ্রিয়তা রয়েছে দর্শকদের মধ্যে। অভিনয় দুনিয়া থেকে দূরে থাকলেও তার অনুরাগীদের সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় তিনি। সেখানে সাড়ে চার লক্ষের বেশি মানুষ তাকে ফলো করছেন। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে ছবি শেয়ার করেন।
No comments:
please do not enter any spam link in the comment box