গত বছরের নভেম্বর মাসে প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। এর তিন মাসের মাথাতেই সুখবর শোনালেন গায়ক এবং সংগীত পরিচালক অনুপম রায়। এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনিও। এই নিয়ে তৃতীয়বার সাত পাকে ঘুরবেন তিনি। কিন্তু পাত্রী কে? এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, অনুপম রায়ের হবু স্ত্রী টলিউডের জনপ্রিয় গায়িকা প্রস্মিতা পাল।
২০২১ সালে পিয়া চক্রবর্তী এবং অনুপম রায় বিবাহ বিচ্ছেদ হয়েছিল। অবশ্য তার আগে থেকেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় শোনা গিয়েছিল। একটি সরকারি প্রকল্পে একসঙ্গে কাজ করতে গিয়ে দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল। পরমব্রতর কারণেই পিয়া এবং অনুপমের সংসার ভেঙেছে। যদিও প্রথমদিকে এই অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছেন অভিনেতা পরমব্রত। পরে অবশ্য পিয়া এবং পরমের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সেই অভিযোগ বাস্তবে পরিণত হয়। তারপর থেকেই প্রশ্ন ওঠে, অনুপম রায়ের 'বউ চুরি' করে নিয়েছে পরমব্রত। এর প্রতিশোধ কবে নেবেন অনুপম রায়? তিনি কি আদৌ বিয়ে করবেন?
অবশেষে সব জল্পনার অবসান হল। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে অনুপম রায় নিজেই জানিয়েছেন, আগামী ২ মার্চ শুভ লগ্নে প্রস্মিতার গলায় মালা দেবেন তিনি। গায়িকা হিসেবে প্রস্মিতা বেশ জনপ্রিয়। রাজ চক্রবর্তী 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান।
প্রস্মিতার এটা দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে সৌনক বিশ্বাস নামের এক চিকিৎসককে বিয়ে করেছিলেন। তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। বিয়ে প্রসঙ্গে আনন্দবাজারকে অনুপম জানিয়েছেন, “দেখা যাক কী হয়। আমি আশাবাদী বলেই বিয়ে করছি।” এই বছরের ভ্যালেন্টাইন্স ডে তে অনুপম বলেন, ‘‘প্রেম মানুষকে খুব ভালো রাখে। মানুষ খোঁজে, আমিও খুঁজি। প্রেমকে আমি সম্মান করি। যদি এই বসন্তে কেউ জুটে যায়….’’। আগামী ২রা মার্চ ঘরোয়া আয়োজনের মাধ্যমেই রেজিস্ট্রি করে প্রস্মিতাকে বিয়ে করবেন অনুপম। খুব বড়সড় আয়োজন করে কিছু করতে চাইছেন না তিনি। উল্লেখ্য, গত বছর অনুপমের জন্মদিনেই প্রস্মিতার সঙ্গে তার নতুন সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। হাতেগোনা কয়েকজন বন্ধুর মধ্যে প্রস্মিতার উপস্থিতি নজর কেড়েছিল। যদিও তাতে আমল দিতে চাননি অনুপম। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই দিলেন সুখবর।
২০২১ সালে পিয়া চক্রবর্তী এবং অনুপম রায় বিবাহ বিচ্ছেদ হয়েছিল। অবশ্য তার আগে থেকেই পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় শোনা গিয়েছিল। একটি সরকারি প্রকল্পে একসঙ্গে কাজ করতে গিয়ে দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল। পরমব্রতর কারণেই পিয়া এবং অনুপমের সংসার ভেঙেছে। যদিও প্রথমদিকে এই অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছেন অভিনেতা পরমব্রত। পরে অবশ্য পিয়া এবং পরমের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সেই অভিযোগ বাস্তবে পরিণত হয়। তারপর থেকেই প্রশ্ন ওঠে, অনুপম রায়ের 'বউ চুরি' করে নিয়েছে পরমব্রত। এর প্রতিশোধ কবে নেবেন অনুপম রায়? তিনি কি আদৌ বিয়ে করবেন?
অবশেষে সব জল্পনার অবসান হল। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে অনুপম রায় নিজেই জানিয়েছেন, আগামী ২ মার্চ শুভ লগ্নে প্রস্মিতার গলায় মালা দেবেন তিনি। গায়িকা হিসেবে প্রস্মিতা বেশ জনপ্রিয়। রাজ চক্রবর্তী 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান। ঝুলিতে রয়েছে অসংখ্য হিট গান।
Who is Prashmita Paul
‘শুধু তোমারই জন্য’ ছবিতে ‘দেখতে বউ বউ’, ‘বলো দুগ্গা মাইকি’ ছবিতে ‘হতে পারে না’ ‘পারব না আমি ছাড়তে তো’ এবং ‘আসো না’ -এর মত গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরে ‘হাইওয়ে’ ছবির ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটিও তারই গাওয়া। অনুপম রায় এবং প্রস্মিতার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বেশ পুরনো। গত ১০ বছর ধরে তারা একে অপরকে চেনেন। তবে অনুপম-পিয়ার ডিভোর্সের পর তাদের সম্পর্ক গাঢ় হয়েছে।প্রস্মিতার এটা দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে সৌনক বিশ্বাস নামের এক চিকিৎসককে বিয়ে করেছিলেন। তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। বিয়ে প্রসঙ্গে আনন্দবাজারকে অনুপম জানিয়েছেন, “দেখা যাক কী হয়। আমি আশাবাদী বলেই বিয়ে করছি।” এই বছরের ভ্যালেন্টাইন্স ডে তে অনুপম বলেন, ‘‘প্রেম মানুষকে খুব ভালো রাখে। মানুষ খোঁজে, আমিও খুঁজি। প্রেমকে আমি সম্মান করি। যদি এই বসন্তে কেউ জুটে যায়….’’। আগামী ২রা মার্চ ঘরোয়া আয়োজনের মাধ্যমেই রেজিস্ট্রি করে প্রস্মিতাকে বিয়ে করবেন অনুপম। খুব বড়সড় আয়োজন করে কিছু করতে চাইছেন না তিনি। উল্লেখ্য, গত বছর অনুপমের জন্মদিনেই প্রস্মিতার সঙ্গে তার নতুন সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। হাতেগোনা কয়েকজন বন্ধুর মধ্যে প্রস্মিতার উপস্থিতি নজর কেড়েছিল। যদিও তাতে আমল দিতে চাননি অনুপম। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই দিলেন সুখবর।
No comments:
please do not enter any spam link in the comment box