Mousumi Chatterjee and Jaya Bachchan fight: কেন জয়া বচ্চনকে দুচোখে দেখতে পারেন না মৌসুমী চট্টোপাধ্যায় ? জানুন তার কারণ
সিনেমা জগতে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রেষারেষি নতুন কোন বিষয় নয়। কখনো সেটা হয় সিনেমা কেন্দ্রিক, আবার কখনো ব্যক্তিগত কারণ। বলিউডে দুই অভিনেত্রী জয়া বচ্চন এবং মৌসুমী চট্টোপাধ্যায় এর মধ্যে এমন রেষারেষি ছিল। সদ্য সাংবাদিকদের সামনে জয়াকে নিয়ে তির্যক মন্তব্য করেন মৌসুমী চ্যাটার্জী। তিনি বলেন, আমি জয়া বছর থেকে অনেক ভালো।
অনেক সময় দেখা গিয়েছে, কেউ ছবি তুলতে এলে রেগে যান জয়া বচ্চন। বহুবার সাংবাদিকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন। ছবি তুলতে এলে কখনো ক্যামেরা ছুঁড়ে ফেলে দিয়েছেন। আবার কখনো অপমানজনক কথা বলেছেন। এই নিয়ে অনেক ট্রোল হয়েছেন তিনি। কিন্তু মৌসুমী চ্যাটার্জি এর সম্পূর্ণ বিপরীত। তিনি রীতিমতো দাঁড়িয়ে পোজ দেন। একটি অনুষ্ঠানের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যদি আপনারা থাকতেন তাহলে আমাদের কি হত? এরপরই তিনি বলেন, আমি জয়া বচ্চনের থেকে অনেক ভালো মানুষ। আসলে মৌসুমী এবং জয়ার শত্রুতা অনেক পুরনো। সত্তর-আশির দশকে এই বাঙালি অভিনেত্রী বলিউডের রীতিমতো রাজত্ব করেছেন। তবে মৌসুমী চ্যাটার্জির অভিযোগ অনেকবার বিভিন্ন সিনেমা থেকে জয়া বচ্চন তাঁকে সরিয়ে দিয়েছেন। ঘটনাটি আসলে ঘটেছিল ‘কোশিশ’ ছবির শুটিংয়ের সময়ে। এক মুক ও বধির দম্পতিকে নিয়ে বানানো হয়েছিল সিনেমাটি। মুখ্য ভূমিকাতে অভিনয় করেন সঞ্জীব কুমার এবং জয়া বচ্চন। সিনেমাটি পরে জাতীয় পুরস্কার পায়। কিন্তু এই সিনেমার প্রস্তাব প্রথম গিয়েছিল মৌসুমীর কাছে। ইচ্ছে করে মৌসুমীকে সরিয়ে দেওয়া হয় শুটিং থেকে।
অনেক সময় দেখা গিয়েছে, কেউ ছবি তুলতে এলে রেগে যান জয়া বচ্চন। বহুবার সাংবাদিকদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেছেন। ছবি তুলতে এলে কখনো ক্যামেরা ছুঁড়ে ফেলে দিয়েছেন। আবার কখনো অপমানজনক কথা বলেছেন। এই নিয়ে অনেক ট্রোল হয়েছেন তিনি। কিন্তু মৌসুমী চ্যাটার্জি এর সম্পূর্ণ বিপরীত। তিনি রীতিমতো দাঁড়িয়ে পোজ দেন। একটি অনুষ্ঠানের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যদি আপনারা থাকতেন তাহলে আমাদের কি হত? এরপরই তিনি বলেন, আমি জয়া বচ্চনের থেকে অনেক ভালো মানুষ। আসলে মৌসুমী এবং জয়ার শত্রুতা অনেক পুরনো। সত্তর-আশির দশকে এই বাঙালি অভিনেত্রী বলিউডের রীতিমতো রাজত্ব করেছেন। তবে মৌসুমী চ্যাটার্জির অভিযোগ অনেকবার বিভিন্ন সিনেমা থেকে জয়া বচ্চন তাঁকে সরিয়ে দিয়েছেন। ঘটনাটি আসলে ঘটেছিল ‘কোশিশ’ ছবির শুটিংয়ের সময়ে। এক মুক ও বধির দম্পতিকে নিয়ে বানানো হয়েছিল সিনেমাটি। মুখ্য ভূমিকাতে অভিনয় করেন সঞ্জীব কুমার এবং জয়া বচ্চন। সিনেমাটি পরে জাতীয় পুরস্কার পায়। কিন্তু এই সিনেমার প্রস্তাব প্রথম গিয়েছিল মৌসুমীর কাছে। ইচ্ছে করে মৌসুমীকে সরিয়ে দেওয়া হয় শুটিং থেকে।
মৌসুমীর অভিযোগ ছিল, তিনি শুটিং শুরু করে দিয়েছিলেন। জয়া ম্যানিপুলেশন করে ছবি থেকে সরিয়ে দেন। যখন শুটিং চলছিল তখন জয়া রোজ শুটিং সেটে আসতেন। এরপর একদিন হঠাৎ করে মৌসুমীকে বলা হয় এবার থেকে তাকে রাতে শুটিংয়ে আসতে হবে। মৌসুমীর সন্তান তখন ছোট। শুটিংয়ে রাত করে আসা তার পক্ষে সম্ভব ছিল না। মৌসুমী যখন রাজি হলেন না তখন তাকে বলা হয় এই ছবির জন্য বহু অভিনেত্রী লাইনে দাঁড়িয়ে আছেন। তখন মৌসুমীও মুখের উপর বলে দেন তাহলে তাদের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হোক। এক প্রকার বাধ্য হয়ে ছবি ছেড়ে দিতে বাধ্য হন মৌসুমী। জয়ার কারণেই যে সেদিনের জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি থেকে সরে যেতে হয়েছিল মৌসুমীকে, সে কথা তিনি আজও ভোলেননি।
No comments:
please do not enter any spam link in the comment box