Shahrukh khan and Indira Gandhi relation: শাহরুখ খানের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কী ছিল ? জানলে চমকে উঠবেন

Shahrukh khan and Indira Gandhi relation: শাহরুখ খানের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কী ছিল ? জানলে চমকে উঠবেন
এ কথা সর্বজনবিদিত যে, শাহরুখ খানের সঙ্গে দিল্লির গান্ধী পরিবারের সম্পর্ক চিরদিনই খুব ভালো। মনের দিক থেকে বলিউডের কিং খান কংগ্রেসের সমর্থক। তবে এই যোগাযোগ একদিনে তৈরি হয়নি। হতে সময় লেগেছে বেশ কয়েক বছর। কারণ সম্পর্কটা তৈরি হয়েছিল তাঁর মায়ের সঙ্গে ইন্দিরা গান্ধীর। কিভাবে? জানাবো আজকের এই প্রতিবেদনে । কয়েক বছর আগে হিন্দি সিনেমা জগতে রীতিমতো পিছিয়ে পড়েছিলেন শাহরুখ খান। তবে ২০২৩ সালে রাজার মত প্রত্যাবর্তন করেছেন তিনি। 'পাঠান' কিংবা 'জওয়ান' ছিল সেই বছরের সর্ব সেরা হিট সিনেমা। আবার তিনি প্রমাণ করেছেন তাঁর আসন কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই গুণ তিনি পেয়েছেন বাবা ও মায়ের কাছ থেকে। বিশেষ করে মা লতিফ ফাতিমা খান ছিলেন বিশেষ গুণের অধিকারিনী।
Shahrukh khan and Indira Gandhi relation: শাহরুখ খানের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কী ছিল ? জানলে চমকে উঠবেন

পেশোয়ারের পাঠান ছিলেন শাহরুখের বাবা মির তাজ মোহাম্মদ খান। তিনি ছিলেন ৬ ফিট ২ ইঞ্চি লম্বা। শুধু তাই নয়, শাহরুখের বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে সীমান্ত গান্ধী খান আব্দুল গফফার খান এর সঙ্গেও আন্দোলনে যোগ দিয়েছিলেন। একাধিক ভাষা জানতেন তিনি। পাশাপাশি ছিলেন উচ্চশিক্ষিত। দিল্লিতে আসবাস, রেস্তোরাঁ এবং কেরোসিনের ডিলার ছিলেন তিনি। কেরিয়ারে বিভিন্ন ওঠানামার মধ্যে দিয়ে গেলেও রসিক মানুষ ছিলেন শাহরুখের বাবা। তবে তিনি দীর্ঘ ক্যান্সারে ভুগে শাহরুখকে ১৫ বছর বয়সে অনাথ করে দিয়ে মারা যান। 
Shahrukh khan and Indira Gandhi relation: শাহরুখ খানের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কী ছিল ? জানলে চমকে উঠবেন
অন্যদিকে, শাহরুখ খানের মা লতিফ ফাতিমা খান হায়দরাবাদের মেয়ে ছিলেন ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছিলেন। তখনকার দিনে প্রথম যে কয়েকজন মুসলিম নারী এতটা ওপরে উঠতে পেরেছিলেন, তাদের মধ্যে কিং খানের মা ছিলেন অন্যতম। জানা যায়, শাহরুখের মা ছিলেন খুবই মিশুকপ্রকৃতির মানুষ, সব কাজে নিজে থেকে এগিয়ে আসতেন। এমনকি সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সূত্রে পরিচয় হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গেও। তবে তিনিও ১৯৯১ সালে নানা রকম রোগে ভুগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তখন শাহরুখের বয়স ছিল মাত্র ২৫ বছর। সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু শাহরুখ এখনও যেন এক মুহূর্তের জন্যও ভুলতে পারেন না নিজের বাবা-মাকে। তিনি সবসময় বিশ্বাস করেন সব সময় তার বাবা মা তাকে আড়াল থেকে আশির্বাদ করছেন।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.