Nita Ambani dance: রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ছেলের বিয়েতে জমিয়ে নাচলেন নীতা আম্বানি, ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

Nita Ambani dance: রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ছেলের বিয়েতে জমিয়ে নাচলেন নীতা আম্বানি, ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া
বিশ্বের তাবড় প্রভাবশালী মহিলাদের মধ্যে তিনি একজন। আর হবে নাই বা কেন ভারতের শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী তিনি। রূপে লক্ষী গুণে সরস্বতী। নীতা আম্বানি। নীতা আম্বানি যে ভালো নাচেন এ কথা হয়তো অনেকেই শুনেছেন। তবে দেখার সৌভাগ্য সবার হয়নি। সম্প্রতি ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে নীতা আম্বানির দুর্গা বন্দনার সঙ্গে অপূর্ব নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল।
Nita Ambani dance: রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ছেলের বিয়েতে জমিয়ে নাচলেন নীতা আম্বানি, ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া

পয়লা মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের বহু তারকা এসে জমিয়ে দিয়েছিলেন সেই অনুষ্ঠান। হলিউড বলিউড থেকে তারকারা আসর মাতিয়েছেন নেচে গেয়ে। মুকেশ এবং নীতা আম্বানি নেচেছেন। সেই সঙ্গে নীতা আম্বানি ছেলে বৌমার আসন্ন বিবাহিত জীবনের সুখ কামনা করে বিশ্বম্ভরী স্তুতিতে প্রার্থনা জানিয়েছেন।

মা অম্বার আশীর্বাদ চেয়ে তার উদ্দেশ্যে নাচ ও গানের মাধ্যমে প্রার্থনা জানানো হয় বিশ্বম্ভরী স্তুতিতে। অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানের শেষ রাতে এই নাচ পরিবেশন করেন নীতা। ট্রাডিশনাল কমলা রঙের শাড়ি পরে নাচের উপস্থাপনা করেছেন মুকেশ-পত্নী। তার পেছনে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে ছিলেন শাস্ত্রীয় নৃত্যশিল্পীরা। নীতা আম্বানি শাস্ত্রীয় নৃত্য শিল্পে পারদর্শী। আম্বানিদের বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তিনি। সেই সঙ্গে তিনি ভীষণ ধার্মিক। ছোটবেলা থেকে প্রত্যেক নবরাত্রিতে স্তোত্র শুনে বড় হয়েছেন। ছোট ছেলে অনন্ত এবং রাধিকার আগামী জীবন যাতে সুন্দর হয় তার জন্য নিজের নাচের মাধ্যমে মা অম্বার কাছে প্রার্থনা জানালেন তিনি। অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠানের নানা টুকরো ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এর মধ্যে একটিতে রাজ কাপুরের ‘শ্রী ৪২০’ ছবির ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানে মুকেশ ও নীতার রোমান্টিক পারফরম্যান্স ছিল। ভারত শ্রেষ্ঠ ধন কুবেরকে স্ত্রীর সঙ্গে নাচতে দেখে অবাক হলেও প্রশংসায় ভরিয়ে দিয়েছে গোটা বিশ্ব।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.