Beyonce comments about India: ভারতকে ‘গরিব দেশ’ বলে অপমান! এই বিদেশী গায়িকাকে উচিত শিক্ষা দেন মুকেশ আম্বানি

Beyonce comments about India: ভারতকে ‘গরিব দেশ’ বলে অপমান! এই বিদেশী গায়িকাকে উচিত শিক্ষা দেন মুকেশ আম্বানি
কয়েকদিন আগে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান শেষ হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলার জন্য হলিউড পপ গায়িকা রিহানাকে ৭৪ কোটি টাকা দিয়ে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি। এই নিয়ে চর্চা এখন তুঙ্গে। আর এই প্রসঙ্গে উঠে এসেছে মুকেশ আম্বানির মেয়ের বিয়ের কথা। ছ 'বছর আগে আমেরিকান পপ গায়িকা বিয়ন্সে নিয়ে এসেছিলেন তিনি। উপলক্ষ ছিল মেয়ের বিয়ে। তার আড়ালে ওই গায়িকাকে উচিত শিক্ষা দিয়েছিলেন মুকেশ আম্বানি। ঠিক কি ঘটেছিল?

২০১৮ সালে মুকেশ আম্বানি ও নিতা আম্বানির একমাত্র মেয়ে ইশা আম্বানির বিয়ে হয়। ওই বিয়ে ছিল এখনো পর্যন্ত এশিয়ার সবথেকে ব্যয়বহুল বিবাহ অনুষ্ঠান। ইশা ও আনন্দ পিরামলের বিয়েতে এক রাতের জন্য নাচ গান করতে ডাকা হয়েছিল বিয়ন্সে কে । আর এর জন্য সেই সময় তিনি চার মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন। আসলে মার্কিন গায়িকা বিয়ন্সে ইশা আম্বানির পছন্দের শিল্পী। তাই তাকে ডাকা হয়েছিল। ৬০ জনের একটি দল নিয়ে ওই গায়িকা উদয়পুরে ইশা আম্বানির ওয়েডিং ভেনুতে পৌঁছে গিয়েছিলেন। সারারাত ধরে নাচ গান করতে হয়েছিল তাকে। তার জন্য পারিশ্রমিক পেয়েছিলেন। তবে এর নেপথ্যে ছিল অন্য একটি কারণ। আসলে একবার ভারত সম্পর্কে অত্যন্ত খারাপ মন্তব্য করেছিলেন মার্কিন গায়িকা বিয়ন্সে । তিনি প্রকাশ্যে বলেছিলেন ভারত হল সবথেকে গরীব একটি দেশ। আমেরিকান গায়িকার মুখে এই কথা শুনে গর্জে উঠেছিল ভারতীয়রা। প্রবল বিতর্ক তৈরি হয়েছিল এই বক্তব্যকে নিয়ে। তবে তাঁর সব অহংকার ভেঙে দিয়েছিলেন মুকেশ আম্বানি।
Beyonce comments about India: ভারতকে ‘গরিব দেশ’ বলে অপমান! এই বিদেশী গায়িকাকে উচিত শিক্ষা দেন মুকেশ আম্বানি

বিয়ন্সের ওই মন্তব্যের পরপরই মেয়ের বিয়েতে পারফর্ম করার জন্য তাকেই আমন্ত্রণ জানান ভারত শ্রেষ্ঠ ধনকুবের। যে বিদেশী গায়িকা ভারতকে ছোট করে ‘সবথেকে গরিব দেশ’ বলেছিলেন সেই গায়িকাকেই মেয়ের বিয়েতে নাচ গান করার জন্য ডাকেন মুকেশ আম্বানি। এক রাতের পারিশ্রমিক হিসেবে তাকে ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকা দেওয়া হয়েছিল। প্রায় ৬ বছর পর ছোট ছেলের বিয়ের প্রি ওয়েডিংয়েও এক বিদেশী গায়িকাকেই বুকিং করেন আম্বানি। রিহানা ও তার দলবল গুজরাটের জামনগরে যে পারফরমেন্স করেছেন এক রাতের জন্য তার দরুণ বিয়ন্সের থেকে দ্বিগুণ টাকা পেলেন। এরপর আর ভারতকে ‘গরিব’ বলতে সাহস পাবেন না কোনও বিদেশী।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.