Nita Ambani necklace: নীতা আম্বানির গলার এই হার দিয়ে আস্ত একটি দেশ কেনা যেতে পারে, দাম জানেন ?

Nita Ambani necklace: নীতা আম্বানির গলার এই হার দিয়ে আস্ত একটি দেশ কেনা যেতে পারে, দাম জানেন ?
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান এবং তার জাঁকজমক দেখে গোটা বিশ্বের চোখ ঝলসে গিয়েছে। ছোট ছেলের রাজকীয় বিয়ের অনুষ্ঠান আয়োজনে কোন খামতি রাখেননি মুকেশ আম্বানি। বিয়ের এলাহী আয়োজন দেখার পাশাপাশি নিতা আম্বানির গলার বহু মূল্য হার দেখে সবাই চমকে উঠেছেন। যদি এর দাম শুনলে আকাশ থেকে পড়বেন।

ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের স্ত্রী তিনি। এক কথায় রাজরানী। বহুমূল্য এবং দুষ্প্রাপ্য অনেক দামী দামী গয়না আছে তাঁর সম্ভারে। যার মধ্যে অন্যতম হলো পান্না, হীরে খচিত একটি নেকলেস। যেটা তিনি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে পরেছিলেন। সঙ্গে ছিল মনিশ মালহোত্রার ডিজাইন করা আইভরি রংয়ের কাঞ্জিপুরম শাড়ি। সবুজ রঙের নেকলেসের সঙ্গে সেই শাড়ি আভিজাত্য কয়েকগুণ বাড়িয়ে তুলেছিল। সম্পূর্ণ হিরে বসানো হারের নিচে ঝুলছে বড় বড় দুটি সবুজ পান্না। বিশ্বের সবথেকে বড় নিখুঁত এবং দামি পান্না দিয়ে বানানো হয়েছে এই নেকলেস। স্বাভাবিকভাবেই এই নেকলেসের দাম অস্বাভাবিক বেশি। কেউ কেউ তো বলেছেন নীতা আম্বানির গলায় যে হার সেটা একটা দেশে জিডিপি। একটি প্রতিবেদন অনুসারে এই পান্না বসানো নেকলেসের দাম ৫০০ কোটি টাকা।
Nita Ambani necklace: নীতা আম্বানির গলার এই হার দিয়ে আস্ত একটি দেশ কেনা যেতে পারে, দাম জানেন ?

শুধু এই নেকলেস নয়, এছাড়া আরও বহুমূল্য সব মনিমুক্তো বসানো দামী দামী গয়না রয়েছে নীতার কাছে। লাল হিরে, পান্না, নীলকান্তমনি, চুনি, প্ল্যাটিনাম, টোপাজ, রেড বেরেল, ক্যাটস আইয়ের মত দামি পাথরের গয়না রয়েছে তার মধ্যে। এর মধ্যে থেকে তিনি তার আদরের বড় বউমা শ্লোকা মেহতাকে উপহার দিয়েছেন ‘মোয়াদ ল ইনকম্পারেবল’ নামের ৬ কোটি মার্কিন ডলার বা ৪৯৭ কোটি টাকার একটি গয়না। যেটা বিশ্বের সবথেকে দামি নেকলেসগুলোর মধ্যে একটা।অনন্ত ও রাধিকার বিয়ে হতে এখনও বেশ কয়েক মাস দেরি। তাদের প্রিওয়েডিং অনুষ্ঠানের বাজেট হাজার কোটি ছাড়িয়েছে। হলিউড-বলিউড তারকা থেকে শুরু করে দেশ বিদেশের নামিদামি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে। তিন দিন ব্যাপী চলছে অনুষ্ঠান। যেখানে নাচ-গানের আসর বসানো হয়েছিল হলিউড ও বলিউড তারকাদের দিয়ে। মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ের পর এবার ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েও এশিয়ার অন্যতম দামী বিয়ে হতে চলেছে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.