Rachana Banerjee may contest Lok Sava Election: লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, কোন আসন থেকে লড়বেন ?

Rachana Banerjee may contest Lok Sava Election: লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, কোন আসন থেকে লড়বেন ?
জল্পনা অনেকদিন ধরেই চলছিল। এবার রাজনীতিতে আসতে চলেছেন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি। কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে ঘটা করে তৃণমূল কংগ্রেসের যোগ দিতে চলেছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। সূত্রের খবর, তৃণমূলে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। তবে শুধু শুধু যোগ দিচ্ছেন না তিনি। এবারের নির্বাচনে প্রার্থী করা হবে তাঁকে। এমনটাই খবর। এক সময় বাংলা এবং উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো রাজত্ব করেছেন। অমিতাভ বচ্চনের সঙ্গে একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তবে এখন অভিনয় ছেড়ে জি বাংলার দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন। প্রায় দশ বছর ধরে এই অনুষ্ঠান করছেন তিনি। বর্তমানে শাড়ি ব্যবসা এবং রূপটান সামগ্রীর ব্যবসায় হাত দিয়েছেন। এত কিছু যখন হচ্ছে তখন রাজনীতিটাই বা বাকি থাকে কেন? আসন্ন নির্বাচনে তৃণমূলের চমক হতে চলেছেন রচনা ব্যানার্জি।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর গড়েই দাঁড় করানো হতে পারে রচনাকে। পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে প্রার্থী করা হতে পারে রচনা ব্যানার্জিকে। ২০১৯ এর নির্বাচনে তৃণমূলের চমক ছিল মিমি চক্রবর্তী, নুসরাত জাহান। এবার রচনা ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, প্রথমে রচনাকে তমলুক কেন্দ্রের প্রার্থী হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত হয়েছিল। পরে জানা যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে ওই আসনে দাঁড়াবেন। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করা হয়েছে। বর্তমানের আপডেট অনুসারে শিশির অধিকারীর আসন কাঁথি থেকে প্রার্থী করা হবে রচনাকে। সেখানে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। 
Rachana Banerjee may contest Lok Sava Election: লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, কোন আসন থেকে লড়বেন ?
এর আগে যতবারই রচনার রাজনীতিতে পদার্পণ নিয়ে প্রশ্ন উঠেছে ততবারই বুদ্ধি করে উত্তর এড়িয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই নবান্নে হাজির হয়েছিলেন রচনা। তখন রাজনীতিতে আসার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন এখনও কিছু ফাইনাল হয়নি। যদি এমন কিছু ঘটে তাহলে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন। তিনি শুধু এসেছিলেন মুখ্যমন্ত্রীকে দিদি নাম্বার ওয়ানে আসার জন্য আমন্ত্রণ জানাতে। গত রবিবারই দিদি নাম্বার ওয়ানে সানডে স্পেশাল এপিসোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ অতিথি হিসেবে দেখা গেল। কাজেই দুয়ে দুয়ে চার করে নিচ্ছেন দর্শকরা। রচনা যে মমতার বিশেষ স্নেহধন্যা এবং রচনাও যে মমতার প্রতি কতটা শ্রদ্ধাশীল তা ওই এপিসোডেই স্পষ্ট হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ার।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.