Rachana Banerjee on Sandesh Khali: নাটক করছেন সন্দেশখালির মহিলারা! রচনার মন্তব্যে ধুয়ে দিয়ে আমজনতা

Rachana Banerjee on Sandesh Khali: নাটক করছেন সন্দেশখালির মহিলারা! রচনার মন্তব্যে ধুয়ে দিয়ে আমজনতা
অভিনয় থেকে সঞ্চালনা হয়ে ব্যবসা। সবই হয়েছে। শুধু রাজনীতি বাকি ছিল। সেই শখটাও পূরণ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি। জোর কদমে ভোট প্রচার চালাচ্ছেন। তবে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন। যতটা পারছেন সাধারণ মানুষের ছোঁয়া এড়িয়ে চলছেন। সে যাই হোক, সন্দেশখালি প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করে নতুন করে বিতর্ক বাড়িয়েছেন রচনা ব্যানার্জি। যার পরিপ্রেক্ষিতে এবার রচনাকেই ধুয়ে দিলেন সন্দেশখালীর মহিলারা।

কি বলেছেন রচনা ব্যানার্জি?

ভোটে দাঁড়ানোর পর থেকে রাজ্যের শাসকদলের হয়ে ব্যাটিং করতে শুরু করে দিয়েছেন রচনা। সন্দেশখালির প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, কি করে বুঝবেন যারা অভিযোগ করছে তারা সত্যিই নির্যাতিত কিনা? সবাই তো এই কথা বলছে না। স্বাভাবিকভাবেই রচনার মন্তব্যে ফুসে উঠেছেন সন্দেশখালির মহিলারা।
Rachana Banerjee on Sandesh Khali: নাটক করছেন সন্দেশখালির মহিলারা! রচনার মন্তব্যে ধুয়ে দিয়ে আমজনতা

সংবাদমাধ্যমের সামনে সন্দেশখালির এক মহিলা রীতিমত গর্জে উঠে বলেছেন, আমরা তো সিনেমা জগত থেকে আসিনি। ওনাকে এক সময় ভালো লাগতো। ওনার অভিনয় ভালো লাগতো। তাই বলে এইরকম অভিনয়? দুর্নীতির অভিনয় করছে দিদির সঙ্গে মিশে। বোঝাই যাচ্ছে শাসক দলের হয়ে রচনার সাফায়ে একেবারে খুশি নয় সন্দেশখালি। আরো এক মহিলা বলেছেন, ওনাকে প্রকৃত স্বামী কে তাইতো জানা যায় না। সিনেমা জগতে এরকম অনেকবার বিয়ে হয়। ওনাদেরই তো কোন মান সম্মান নেই। ওনাদের নেই বলে কি গ্রামের মা-বোনেদের সম্মান নেই। এই নিয়ে খেলা করছেন। দিদি তো গদি ছেড়ে আসতে পারল না। রচনা অন্তত একবার এসে দেখে যান সন্দেশখালি।

ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া

শুধু একা সন্দেশখালি নয়। সোশ্যাল মিডিয়াও রচনার মন্তব্যে ফুঁসছে। তার শো দিদি নাম্বার ওয়ান মহিলাদের কথা বলে। নির্যাতিত নিপীড়িত মহিলাদের কথা তুলে ধরে। অথচ রাজ্যে যেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহিলারা তাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের কথা বলছেন সেখানে রচনা সাফাই দিচ্ছেন! সোশ্যাল মিডিয়াতে এই মর্মে তাই জোরদার সমালোচনা হচ্ছে। পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যও ধুয়ে দিয়েছেন রচনাকে। তিনি বলেছেন, ‘‘এটা প্রমাণ করল মানুষ হিসেবে তিনি আসলে কেমন। উনি মোটেই মহিলাদের দুঃখে কাতর নন। এতদিন পয়সা পেয়েছেন বলে সেটে দাঁড়িয়ে ওসব বলেছেন। আর আজ সিট পেয়েছেন বলে তৃণমূলের হয়ে কথা বলছেন। দলের প্রতি দায়। এমপি সিটের দায়। এরা যথার্থই সুবিধাবাদী।’’

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.