Nabanita Das allegation against Jitu Kamal: বিয়ের গয়না ফেরত দিচ্ছে না, প্রাক্তন স্বামী জিতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক নবনীতা

Nabanita Das allegation against Jitu Kamal: বিয়ের গয়না ফেরত দিচ্ছে না, প্রাক্তন স্বামী জিতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক নবনীতা
১৭ ই নভেম্বর ২০২৩। বিবাহ বিচ্ছেদ হয়েছিল জিতু ও নবনীতার। এই খবরে রীতিমতো চমকে উঠেছিল সকলে। কারণ হ্যাপি কাপল বলতে আদর্শ উদাহরণ ছিল জিতু ও নবনীতা। সেই তাঁদের জুটিও ভেঙে গেল। সহজে মানতে পারেনি ভক্তরা। এই বিবাহ বিচ্ছেদের বেশ কয়েক মাস পর নতুন করে সরগরম নেট পাড়া। কারণ জিতুর শেয়ার করা একটি পোস্ট। যেখানে তিনি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছেন। অবশ্য পরে হাসতে হাসতে জানান, এটা নিছক মজা। তিনি লিখেছেন, এই পোস্ট আমি একজনের থেকে চুরি করেছি। কারণ বসে বসে বোর হচ্ছিলাম। ছবি নিয়ে চর্চার মাঝেই এবার জিতু কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন স্ত্রী নবনীতা দাস।

সম্প্রতি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নবনীতা জানান, তিনি প্রাক্তন স্বামীর কোন পোস্ট দেখতে পান না। কারণ সামাজিক মাধ্যমে তাঁদের আর কোন যোগাযোগ নেই। ডিভোর্সের পর শুধুমাত্র কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়ে গিয়েছে। তবে জিতুর জীবনে নতুন করে কেউ এসেছে কিনা সে প্রসঙ্গে তাঁর কিছু জানা নেই। তবে জিতুর বিরুদ্ধে কিছু বিস্ফোরক অভিযোগ করেছেন নবনীতা। তিনি জানান, জিতুর কাছে এখনো কিছু জিনিস আমার আছে। আমার বিয়ের গয়না ওর কাছে আছে। ডিভোর্সের আগে বলতো সব দিয়ে দেব। কিন্তু এখনো পর্যন্ত কিছু ফেরত পাইনি। অভিনেত্রীর কথায়, তাঁরা যৌথভাবে লকারে গয়না রেখেছিল। কিন্তু পরবর্তীকালে জিতু জানান, জয়েন্ট লকারে কোন গয়না নেই । নবনীতা আরও জানান, তাঁরা দুজনে একসঙ্গে একটি ফ্ল্যাট কিনেছিল। যদিও এখন সেই ফ্ল্যাট জিতুর নামেই লিখে দিয়েছেন তিনি। কোন খোরপোশও দাবি করেননি। এই অভিযোগ প্রসঙ্গে জিতু কমল কোন মন্তব্য করেননি।
Nabanita Das allegation against Jitu Kamal: বিয়ের গয়না ফেরত দিচ্ছে না, প্রাক্তন স্বামী জিতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক নবনীতা

অর্ধাঙ্গিনী সিরিয়ালের শুটিংয়ের সময়েই আলাপ হয় জিতু-নবনীতার। এরপর প্রেম করেই ২০১৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। কিন্তু ২৯শে জুন নবনীতার পোস্ট দেখে চমকে গিয়েছিল সকলে। সোশ্যাল মিডিয়াতেই ডিভোর্সের খবর পোস্ট করেন অভিনেত্রী, এরপর নভেম্বরে আইনিভাবে ডিভোর্সের পক্রিয়া মেটে।

No comments:

please do not enter any spam link in the comment box

Powered by Blogger.